ETV Bharat / sports

IPL 2022 : দেশে ফিরলেও আইপিএল ফাঁকা গ্যালারিতেই, জানাল বোর্ড - দেশে ফিরলেও আইপিএল ফাঁকা গ্যালারিতেই, জানাল বোর্ড

দেশের মাটিতে ফিরলেও আইপিএলে গ্য়ালারিতে দর্শক ফিরছে না এখনই ৷ 2022 ইন্ডিয়ান প্রিমিয়র লিগও অনুষ্ঠিত হতে চলেছে ফাঁকা গ্যালারিতে ৷ সংবাদসংস্থা এএনআই'কে এই খবর নিশ্চিত করেছে বোর্ডের এক সূত্র (IPL 2022 to be held in India without crowd) ৷

IPL 2022
2022 আইপিএলও ফাঁকা গ্যালারিতে
author img

By

Published : Jan 22, 2022, 5:10 PM IST

Updated : Jan 22, 2022, 11:06 PM IST

মুম্বই, 22 জানুয়ারি : ভারতের মাটিতে ফিরলেও আইপিএলের গ্যালারিতে দর্শক ফিরছে না এখনই ৷ 2022 ইন্ডিয়ান প্রিমিয়র লিগও অনুষ্ঠিত হতে চলেছে ফাঁকা গ্যালারিতে ৷ সংবাদসংস্থা এএনআই'কে এই খবর নিশ্চিত করেছে বিসিসিআই'য়ের এক সূত্র (IPL 2022 to be held in India without crowd) ৷ এমনকী কোভিড উদ্বেগ না-কমলে ফ্র্যাঞ্চাইজি লিগ দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও নিশ্চিত নয় বলে আভাস দিয়েছে বোর্ডের ওই সূত্র ৷ একইদিনে পঞ্চদশ আইপিএলে কবে শুরু হতে পারে তা নিয়ে ধারণা দিলেন জয় শাহ ৷

সংবাদসংস্থাকে বোর্ডের ওই সূত্র যা জানিয়েছে তাতে দেশের মাটিতে লিগ অনুষ্ঠিত হলে পারতপক্ষে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হবে মুম্বইকে ৷ সূত্র বলেছে, "2022 আইপিএল ভারতে অনুষ্ঠিত হবে তবে ফাঁকা গ্যালারিতেই হবে ম্যাচগুলি ৷ 2022 আইপিএলের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে ৷ প্রয়োজনে পুনের কথা ভেবে দেখা হতে পারে ৷"

গত 20 জানুয়ারি শেষ হয়েছে আসন্ন আইপিএলের জন্য ক্রিকেটার রেজিস্ট্রেশন পর্ব ৷ আগামী 12-13 ফেব্রুয়ারি মেগা নিলামে উঠবেন 1214 জন ক্রিকেটার (1214 cricketers set to be part of 2022 IPL mega auction) ৷ এর মধ্যে ভারতীয় ক্রিকেটার 896জন ৷ দু'দিন ব্যাপী নিলামে 10টি ফ্র্যাঞ্চাইজি বাছাই করে নেবে কুড়ি-বিশের ক্রিকেটে সেরা প্রতিভাদের ৷

আরও পড়ুন : IPL 2022 : লখনউয়ের নেতা রাহুল, হার্দিক আমেদাবাদের ; মেগা নিলামের আগে নয়া ফ্র্যাঞ্চাইজিতে রশিদ-শুভমনরাও

এদিকে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠকের পর 2022 আইপিএল শুরু এবং শেষের সম্ভাব্য ক্ষণ জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ ৷ মার্চের শেষ সপ্তাহে শুরু হয়ে মে'র শেষ সপ্তাহ পর্যন্ত আইপিএল চলবে বলে জানিয়েছেন তিনি (Jay Shah confirmed that IPL 2022 will get underway from the last week of March) ৷ নিলাম অনুষ্ঠিত হবে 12-13 ফেব্রুয়ারিই ৷ প্রায় সবক'টি ফ্র্যাঞ্চাইজি দলের মালিকই দেশের মাটিতে আইপিএলের পক্ষে সওয়াল করেছেন জয় শাহ ৷

মেগা নিলামের আগে নয়া দুই ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদ এবং লখনউ তিনজন করে ক্রিকেটারকে ড্রাফ্টের মাধ্যমে তুলে নিয়েছে ইতিমধ্যেই ৷ এর মধ্যে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিতে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান এবং শুভমান গিলের মতো তারকারা ৷ অন্যদিকে, লখনউ ফ্র্যাঞ্চাইজি তাদের ড্রাফ্ট ব্যবহার করে কেএল রাহুল, মার্কস স্টইনিস এবং রবি বিষ্ণোইকে দলে নিয়েছে ৷

মুম্বই, 22 জানুয়ারি : ভারতের মাটিতে ফিরলেও আইপিএলের গ্যালারিতে দর্শক ফিরছে না এখনই ৷ 2022 ইন্ডিয়ান প্রিমিয়র লিগও অনুষ্ঠিত হতে চলেছে ফাঁকা গ্যালারিতে ৷ সংবাদসংস্থা এএনআই'কে এই খবর নিশ্চিত করেছে বিসিসিআই'য়ের এক সূত্র (IPL 2022 to be held in India without crowd) ৷ এমনকী কোভিড উদ্বেগ না-কমলে ফ্র্যাঞ্চাইজি লিগ দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও নিশ্চিত নয় বলে আভাস দিয়েছে বোর্ডের ওই সূত্র ৷ একইদিনে পঞ্চদশ আইপিএলে কবে শুরু হতে পারে তা নিয়ে ধারণা দিলেন জয় শাহ ৷

সংবাদসংস্থাকে বোর্ডের ওই সূত্র যা জানিয়েছে তাতে দেশের মাটিতে লিগ অনুষ্ঠিত হলে পারতপক্ষে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হবে মুম্বইকে ৷ সূত্র বলেছে, "2022 আইপিএল ভারতে অনুষ্ঠিত হবে তবে ফাঁকা গ্যালারিতেই হবে ম্যাচগুলি ৷ 2022 আইপিএলের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে ৷ প্রয়োজনে পুনের কথা ভেবে দেখা হতে পারে ৷"

গত 20 জানুয়ারি শেষ হয়েছে আসন্ন আইপিএলের জন্য ক্রিকেটার রেজিস্ট্রেশন পর্ব ৷ আগামী 12-13 ফেব্রুয়ারি মেগা নিলামে উঠবেন 1214 জন ক্রিকেটার (1214 cricketers set to be part of 2022 IPL mega auction) ৷ এর মধ্যে ভারতীয় ক্রিকেটার 896জন ৷ দু'দিন ব্যাপী নিলামে 10টি ফ্র্যাঞ্চাইজি বাছাই করে নেবে কুড়ি-বিশের ক্রিকেটে সেরা প্রতিভাদের ৷

আরও পড়ুন : IPL 2022 : লখনউয়ের নেতা রাহুল, হার্দিক আমেদাবাদের ; মেগা নিলামের আগে নয়া ফ্র্যাঞ্চাইজিতে রশিদ-শুভমনরাও

এদিকে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠকের পর 2022 আইপিএল শুরু এবং শেষের সম্ভাব্য ক্ষণ জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ ৷ মার্চের শেষ সপ্তাহে শুরু হয়ে মে'র শেষ সপ্তাহ পর্যন্ত আইপিএল চলবে বলে জানিয়েছেন তিনি (Jay Shah confirmed that IPL 2022 will get underway from the last week of March) ৷ নিলাম অনুষ্ঠিত হবে 12-13 ফেব্রুয়ারিই ৷ প্রায় সবক'টি ফ্র্যাঞ্চাইজি দলের মালিকই দেশের মাটিতে আইপিএলের পক্ষে সওয়াল করেছেন জয় শাহ ৷

মেগা নিলামের আগে নয়া দুই ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদ এবং লখনউ তিনজন করে ক্রিকেটারকে ড্রাফ্টের মাধ্যমে তুলে নিয়েছে ইতিমধ্যেই ৷ এর মধ্যে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিতে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান এবং শুভমান গিলের মতো তারকারা ৷ অন্যদিকে, লখনউ ফ্র্যাঞ্চাইজি তাদের ড্রাফ্ট ব্যবহার করে কেএল রাহুল, মার্কস স্টইনিস এবং রবি বিষ্ণোইকে দলে নিয়েছে ৷

Last Updated : Jan 22, 2022, 11:06 PM IST

For All Latest Updates

TAGGED:

IPL 2022
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.