মুম্বই, 29 মার্চ : মাঠে নেমেছিল আইপিএলের দুই নবাগত দল লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স (Gujarat Titans Vs Lucknow Super Giants in IPL 2022) ৷ মহম্মদ শামি, রাহুল তেওয়াটিয়ার দাপটে শেষ হাসি হেসেছে হার্দিক পাণ্ডিয়ার দল ৷ 2 বল বাকি থাকতেই 5 উইকেটে ম্যাচ পকেটে পোরে গুজরাত ৷ ম্যাচের সেরা হন মহম্মদ শামি ৷
যদিও অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখার দিনে রাহুল-শামির পাশাপাশি, হার্দিকের বাহবা কুড়োলেন দলের আরেক ক্রিকেটারও ৷ এদিনই প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন কর্নাটকের অভিনব মনোহর ৷ শেষ ওভারে জয়ের জন্য গুজরাতের প্রয়োজন ছিল 11 রান ৷ জয়ের রান তেওয়াটিয়ার ব্যাট থেকে এলেও আবেশ খানের বলে পরপর দু'টি চার মেরে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন অভিনবই ৷
ম্যাচের পর হার্দিক বলেন, ‘‘ভবিষ্যতে অভিনব মনোহর সম্পর্কে আরও অনেক কিছু শুনতে পাবেন ৷ প্রচণ্ড চাপের মধ্যেও ও যে আত্মবিশ্বাস দেখিয়েছে, তাতে মনে হয়নি আইপিএলের মতো বড় মঞ্চে প্রথম ম্যাচ খেলছে ।’’ পাশাপাশি জয়ের জন্য শামি-তেওয়াটিয়াকেও কৃতিত্ব দেন বরোদার ক্রিকেটার ৷
-
🤩 Yeh... social videos ka NFT kaise banate hain? 🤔#AskingForAFriend 😜 pic.twitter.com/8k26IKEvZh
— Gujarat Titans (@gujarat_titans) March 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🤩 Yeh... social videos ka NFT kaise banate hain? 🤔#AskingForAFriend 😜 pic.twitter.com/8k26IKEvZh
— Gujarat Titans (@gujarat_titans) March 28, 2022🤩 Yeh... social videos ka NFT kaise banate hain? 🤔#AskingForAFriend 😜 pic.twitter.com/8k26IKEvZh
— Gujarat Titans (@gujarat_titans) March 28, 2022
আরও পড়ুন : হার্দিকের বোলিং আইপিএলে 'সারপ্রাইজ' হতে পারে, বলছেন নেহরা
এদিন ব্যাট হাতে শুধু 33 রানই করেননি, 4 ওভারই হাত ঘুরিয়েছেন অধিনায়ক পান্ডিয়া ৷ যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ক্রিকেটমহল ৷ হার্দিক বলেন, ‘‘বেশিরভাগ ম্যাচেই আমি 4 নম্বরে ব্যাট করব ৷ কারণ আমার অভিজ্ঞতা রয়েছে ৷ ফলে আমি চাপ নিতে চাই যাতে অন্যরা স্বাধীনভাবে খেলতে পারে । তবে আমরা দল হিসেবেই জিতব ৷ কারোর অবদান কেউ কেড়ে নিতে পারবে না ।’’