ETV Bharat / sports

IPL 2021 PBKS vs RR : পঞ্জাবের অভিজ্ঞতা আর রাজস্থানের তারুণ্যের জোশ, দুবাইয়ের মাঠে আজ জোরদার টক্কর - punjab kings

পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস দুটো টিমেই রয়েছে একাধিক পাওয়ার হিটার ৷ আর উইকেটের পিছন থেকে নেতৃত্ব দেবেন দুই উইকেটকিপার ক্যাপ্টেন লোকেশ রাহুল এবং সঞ্জু স্যামসন ৷

IPL 2021
IPL 2021
author img

By

Published : Sep 21, 2021, 11:49 AM IST

দুবাই, 21 সেপ্টেম্বর : চার, ছয়ের বন্যা বইবে ! আইপিএলের মঞ্চে আজ জোরদার লড়াই হওয়ার সম্ভাবনা ৷ মঙ্গল সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস ৷ এক দিকে পঞ্জাব কিংসের দলে ক্রিস গেইল, নিকোলাস পুরান এবং শাহরুখ খানের মতো ব্যাটসম্যান ৷ অন্যদিকে জয়পুরের ফ্র্যাঞ্চাইজ়িটির কাছে রয়েছে লিয়াম লিভিংস্টোন, এভিন লুইসদের মতো পাওয়ার হিটার ৷ আর রয়েছেন দুই দলের ক্যাপ্টেন ৷ ব্যাট হাতে যাঁরা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম ৷

আইপিএলের প্রথম পর্বে শেষবার মুম্বইয়ে মুখোমুখি হয়েছিল রাজস্থান ও পঞ্জাব দল ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র 4 রানে ম্যাচ জিতে নিয়েছিলেন লোকেশ রাহুলরা ৷ অধিনায়ক রাহুলের ব্যাট থেকে এসেছিল 91 রানের ঝকঝকে ইনিংস ৷ 222 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শতরান হাঁকিয়েছিলেন রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ৷ দলকে জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে দেন তিনি ৷ তবে সঞ্জুর বিধ্বংসী শতরান কাজে লাগেনি ৷ শেষমেশ বাজিমাত করে পঞ্জাব কিংস ৷

প্রথম পর্বে আটটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়ের মুখ দেখেছে পঞ্জাব ৷ ছয় পয়েন্ট নিয়ে তালিকায় তাদের অবস্থান ছয় নম্বরে ৷ এখান থেকে প্লে অফে জায়গা করে নেওয়াটা পঞ্জাব কিংসের জন্য মোটেও সহজ কাজ নয় ৷ বাকি ছয়টি ম্যাচের মধ্যে ছয়টিতেই রাহুলদের জয়ের লক্ষ্য নিয়ে নামতে হবে ৷ পঞ্জাবের ব্যাটিংয়ের ভরসার মুখ অধিনায়ক লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়ালরা ৷ চলতি বছরে সাতটি আইপিল ম্যাচ খেলে 331 রান ঝুলিতে পুরেছেন লোকেশ ৷ আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান পূর্ণ করার থেকে কয়েক কদম দূরে রয়েছেন তিনি ৷ এছাড়া ক্রিস গেইল, শাহরুখ খানরাও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন ৷ বোলিং বিভাগে নেতৃত্বে রয়েছেন মহম্মদ শামি ৷ প্রথম পর্বের আটটি ম্যাচে আটটি উইকেট নিয়েছেন শামি ৷ সঞ্জু স্যামসনকে আটকে দেওয়ার দায়িত্ব থাকবে শামির উপর ৷

আরও পড়ুন : IPL 2021 : ইসলাম বিরোধী কনটেন্ট ! আফগানিস্তানে বন্ধ আইপিএলের সম্প্রচার

চলতি বছরের আইপিএলে রাজস্থান পারফরম্যান্স নজর কেড়েছে ৷ টিম পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ৷ এখান থেকে আরও কিছু ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নেওয়াটাই লক্ষ্য থাকবে ক্যাপ্টেন সঞ্জুর ৷ চলতি আইপিএলে রাজস্থানের সবচেয়ে সফল ব্যাটসম্যান হলেন সঞ্জু স্যামসন ৷ সাত ম্যাচে তাঁর সংগ্রহ 277 রান ৷ তার মধ্যে পঞ্জাবের বিরুদ্ধে 119 রানের ইনিংসটাই সেরা ৷ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করে আইপিএলে নামছেন এভিন লুইস ৷ আজকের ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ম্যাচের সূচনা করতে পারেন লুইস ৷ এছাড়া মিডল অর্ডারে রয়েছেন লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ এবং লোয়ার অর্ডারে দলকে ভরসা দিচ্ছেন ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়ার মতো নাম ৷ এই পর্বে বেন স্টোকস এবং জোফ্রা আর্চার, অ্যান্ড টাইয়ের অভাব ভোগাতে পারে রাজস্থানকে ৷

পঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়ঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকেলাস পুরান, শাহরুখ খান, ফ্যাবিয়েন এলন, রবি বিষ্ঞোই, অর্শদীপ সিং, নাথান এলিস এবং মহম্মদ শামি ৷

রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ : এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ, শিবম দুবে, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া ৷

আরও পড়ুন : England Tour of Pakistan : পাক সফর বাতিল ইংল্যান্ডের, মাঠে বদলা নেওয়ার হুঙ্কার দিলেন রামিজ

দুবাই, 21 সেপ্টেম্বর : চার, ছয়ের বন্যা বইবে ! আইপিএলের মঞ্চে আজ জোরদার লড়াই হওয়ার সম্ভাবনা ৷ মঙ্গল সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস ৷ এক দিকে পঞ্জাব কিংসের দলে ক্রিস গেইল, নিকোলাস পুরান এবং শাহরুখ খানের মতো ব্যাটসম্যান ৷ অন্যদিকে জয়পুরের ফ্র্যাঞ্চাইজ়িটির কাছে রয়েছে লিয়াম লিভিংস্টোন, এভিন লুইসদের মতো পাওয়ার হিটার ৷ আর রয়েছেন দুই দলের ক্যাপ্টেন ৷ ব্যাট হাতে যাঁরা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম ৷

আইপিএলের প্রথম পর্বে শেষবার মুম্বইয়ে মুখোমুখি হয়েছিল রাজস্থান ও পঞ্জাব দল ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র 4 রানে ম্যাচ জিতে নিয়েছিলেন লোকেশ রাহুলরা ৷ অধিনায়ক রাহুলের ব্যাট থেকে এসেছিল 91 রানের ঝকঝকে ইনিংস ৷ 222 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শতরান হাঁকিয়েছিলেন রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ৷ দলকে জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে দেন তিনি ৷ তবে সঞ্জুর বিধ্বংসী শতরান কাজে লাগেনি ৷ শেষমেশ বাজিমাত করে পঞ্জাব কিংস ৷

প্রথম পর্বে আটটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়ের মুখ দেখেছে পঞ্জাব ৷ ছয় পয়েন্ট নিয়ে তালিকায় তাদের অবস্থান ছয় নম্বরে ৷ এখান থেকে প্লে অফে জায়গা করে নেওয়াটা পঞ্জাব কিংসের জন্য মোটেও সহজ কাজ নয় ৷ বাকি ছয়টি ম্যাচের মধ্যে ছয়টিতেই রাহুলদের জয়ের লক্ষ্য নিয়ে নামতে হবে ৷ পঞ্জাবের ব্যাটিংয়ের ভরসার মুখ অধিনায়ক লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়ালরা ৷ চলতি বছরে সাতটি আইপিল ম্যাচ খেলে 331 রান ঝুলিতে পুরেছেন লোকেশ ৷ আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান পূর্ণ করার থেকে কয়েক কদম দূরে রয়েছেন তিনি ৷ এছাড়া ক্রিস গেইল, শাহরুখ খানরাও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন ৷ বোলিং বিভাগে নেতৃত্বে রয়েছেন মহম্মদ শামি ৷ প্রথম পর্বের আটটি ম্যাচে আটটি উইকেট নিয়েছেন শামি ৷ সঞ্জু স্যামসনকে আটকে দেওয়ার দায়িত্ব থাকবে শামির উপর ৷

আরও পড়ুন : IPL 2021 : ইসলাম বিরোধী কনটেন্ট ! আফগানিস্তানে বন্ধ আইপিএলের সম্প্রচার

চলতি বছরের আইপিএলে রাজস্থান পারফরম্যান্স নজর কেড়েছে ৷ টিম পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ৷ এখান থেকে আরও কিছু ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নেওয়াটাই লক্ষ্য থাকবে ক্যাপ্টেন সঞ্জুর ৷ চলতি আইপিএলে রাজস্থানের সবচেয়ে সফল ব্যাটসম্যান হলেন সঞ্জু স্যামসন ৷ সাত ম্যাচে তাঁর সংগ্রহ 277 রান ৷ তার মধ্যে পঞ্জাবের বিরুদ্ধে 119 রানের ইনিংসটাই সেরা ৷ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করে আইপিএলে নামছেন এভিন লুইস ৷ আজকের ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ম্যাচের সূচনা করতে পারেন লুইস ৷ এছাড়া মিডল অর্ডারে রয়েছেন লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ এবং লোয়ার অর্ডারে দলকে ভরসা দিচ্ছেন ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়ার মতো নাম ৷ এই পর্বে বেন স্টোকস এবং জোফ্রা আর্চার, অ্যান্ড টাইয়ের অভাব ভোগাতে পারে রাজস্থানকে ৷

পঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়ঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকেলাস পুরান, শাহরুখ খান, ফ্যাবিয়েন এলন, রবি বিষ্ঞোই, অর্শদীপ সিং, নাথান এলিস এবং মহম্মদ শামি ৷

রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ : এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ, শিবম দুবে, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া ৷

আরও পড়ুন : England Tour of Pakistan : পাক সফর বাতিল ইংল্যান্ডের, মাঠে বদলা নেওয়ার হুঙ্কার দিলেন রামিজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.