ETV Bharat / sports

IPL 2021 KKR vs RCB : আরসিবির 'বিরাট' চ্যালেঞ্জ সামলাতে তৈরি নাইটরা, আত্মবিশ্বাসী ক্যাপ্টেন মরগ্যান

author img

By

Published : Sep 20, 2021, 10:11 AM IST

সোমবার চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

KKR vs RCB
KKR vs RCB

আবু ধাবি, 20 সেপ্টেম্বর : মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলের মগডালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস । টি-20 বিশ্বকাপে সদ্য মেন্টরের দায়িত্ব পাওয়া ধোনি দেখালেন, আর্ন্তজাতিক ক্রিকেট ছাড়লেও তাঁর ক্রিকেট মস্তিষ্কের ধার কমেনি । সোমবার চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ যে ম্যাচের একদিন আগে থেকেই সব আলো কেড়ে নিয়েছেন বিরাট কোহলি ৷ আগামী মরসুম থেকে আর আরসিবির নেতৃত্ব সামলাতে দেখা যাবে না তাঁকে ৷ ঘোষণা করেছেন কোহলি ৷

সোমবারের ম্যাচের দিকে চোখ ফেরালে দেখা যাবে, পয়েন্ট তালিকার সাত নম্বরে রয়েছে নাইট রাইডার্স । তবে এই পিছিয়ে থাকা নাইটদের ভয়ঙ্কর বলে বর্ণনা করছেন অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ তিনি বলেছেন, "এখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া অন্য পথ খোলা নেই । সেই পথ খুঁজে বের করতে হবে ৷ যেহেতু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা তাই আমরা ভয়ঙ্কর ৷ আমরা আরসিবির চ্যালেঞ্জের জন্য তৈরি ৷"

ভারতে আইপিএল চলাকালীন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ সেইসময় করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দেশে ৷ ভারতের উর্ধ্বমুখী করোনা গ্রাফ ও ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল । থেমে থাকা সেই আইপিএল এবার সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছে । মরু শহরে আইপিএলের বকেয়া পর্ব শুরু হওয়ায় দারুণ খুশি নাইট অধিনায়ক । তাঁর কথায়, "আইপিএল ফের শুরু হওয়ায় আমি খুশি । প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স ভাল হয়নি । বিরতির পর আমাদের ফল ভাল হতে পারে । নিজেদের গুছিয়ে নেওয়ার কিছুটা সময় আমরা পেয়েছি । আবু ধাবিতে ভাল কিছু করার জন্য দলের প্রত্যেকে মুখিয়ে রয়েছি ।"

আরও পড়ুন : IPL 2021 CSK vs MI : রোহিতের অনুপস্থিতিতে মুম্বইকে হারাল চেন্নাই, ধোনিদের 20 রানে জয়

মাঝের সময়ে নাইট সংসারে বদল হয়েছে । অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স চলে গিয়েছেন । তাঁর পরিবর্তে এসেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি । নতুন কিউয়ি সতীর্থ সম্পর্কে আশাবাদী নাইট নেতা । বলছেন, "দীর্ঘদিন ধরে আর্ন্তজাতিক ক্রিকেট খেলছে সাউদি । অভিজ্ঞতায় ভরপুর ।" মরুশহরের বাইশগজ স্পিন সহায়ক নয় । তবুও বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের উপর ভরসা রাখছেন মরগ্যান । বললেন, "গতবছর বল না ঘুরলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিল বরুণ । নারিনের ধারাবাহিক পারফরম্যান্স ওর হয়ে কথা বলে ৷"

সোমবার বিরাট কোহলির দলকে সামলেই পরের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স । আরসিবি অধিনায়ক হিসেবে এটাই বিরাট কোহলির শেষ আইপিএল । ইতিমধ্যে তার এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে । ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অধিনায়কের এই ঘোষণা নিশ্চিতরূপে সাজঘরে প্রভাব ফেলবে । পাশাপাশি হার দিয়ে চলতি আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করেছে রোহিত শর্মার মুম্বই । মরগ্যান অবশ্য ধাপে ধাপে এগোতে চান । বলছেন, "মুম্বই ম্যাচ নয় আমরা সোমবারের ম্যাচ নিয়ে চিন্তা করছি । সাজঘরের পরিবেশ দারুণ । দলের তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে রয়েছে । প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠতে ওরা জানে ।" দ্বিতীয় পর্বের বাকি সাতটি ম্যাচের ছয়টিতে জিততে পারলে নাইটদের সামনে প্লে অফের দরজা খুলবে । বিষয়টি অসম্ভব না হলেও কঠিন । মরুশহরে তাদের মিশনকে পসিবল করতেই অভিযানে নামছে কেকেআর ।

আরও পড়ুন : Virat Kohli : আরসিবির নেতৃত্ব ছাড়ছেন, অধিনায়ক কোহলির এটাই শেষ আইপিএল

আবু ধাবি, 20 সেপ্টেম্বর : মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলের মগডালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস । টি-20 বিশ্বকাপে সদ্য মেন্টরের দায়িত্ব পাওয়া ধোনি দেখালেন, আর্ন্তজাতিক ক্রিকেট ছাড়লেও তাঁর ক্রিকেট মস্তিষ্কের ধার কমেনি । সোমবার চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ যে ম্যাচের একদিন আগে থেকেই সব আলো কেড়ে নিয়েছেন বিরাট কোহলি ৷ আগামী মরসুম থেকে আর আরসিবির নেতৃত্ব সামলাতে দেখা যাবে না তাঁকে ৷ ঘোষণা করেছেন কোহলি ৷

সোমবারের ম্যাচের দিকে চোখ ফেরালে দেখা যাবে, পয়েন্ট তালিকার সাত নম্বরে রয়েছে নাইট রাইডার্স । তবে এই পিছিয়ে থাকা নাইটদের ভয়ঙ্কর বলে বর্ণনা করছেন অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ তিনি বলেছেন, "এখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া অন্য পথ খোলা নেই । সেই পথ খুঁজে বের করতে হবে ৷ যেহেতু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা তাই আমরা ভয়ঙ্কর ৷ আমরা আরসিবির চ্যালেঞ্জের জন্য তৈরি ৷"

ভারতে আইপিএল চলাকালীন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ সেইসময় করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দেশে ৷ ভারতের উর্ধ্বমুখী করোনা গ্রাফ ও ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল । থেমে থাকা সেই আইপিএল এবার সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছে । মরু শহরে আইপিএলের বকেয়া পর্ব শুরু হওয়ায় দারুণ খুশি নাইট অধিনায়ক । তাঁর কথায়, "আইপিএল ফের শুরু হওয়ায় আমি খুশি । প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স ভাল হয়নি । বিরতির পর আমাদের ফল ভাল হতে পারে । নিজেদের গুছিয়ে নেওয়ার কিছুটা সময় আমরা পেয়েছি । আবু ধাবিতে ভাল কিছু করার জন্য দলের প্রত্যেকে মুখিয়ে রয়েছি ।"

আরও পড়ুন : IPL 2021 CSK vs MI : রোহিতের অনুপস্থিতিতে মুম্বইকে হারাল চেন্নাই, ধোনিদের 20 রানে জয়

মাঝের সময়ে নাইট সংসারে বদল হয়েছে । অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স চলে গিয়েছেন । তাঁর পরিবর্তে এসেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি । নতুন কিউয়ি সতীর্থ সম্পর্কে আশাবাদী নাইট নেতা । বলছেন, "দীর্ঘদিন ধরে আর্ন্তজাতিক ক্রিকেট খেলছে সাউদি । অভিজ্ঞতায় ভরপুর ।" মরুশহরের বাইশগজ স্পিন সহায়ক নয় । তবুও বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের উপর ভরসা রাখছেন মরগ্যান । বললেন, "গতবছর বল না ঘুরলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিল বরুণ । নারিনের ধারাবাহিক পারফরম্যান্স ওর হয়ে কথা বলে ৷"

সোমবার বিরাট কোহলির দলকে সামলেই পরের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স । আরসিবি অধিনায়ক হিসেবে এটাই বিরাট কোহলির শেষ আইপিএল । ইতিমধ্যে তার এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে । ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অধিনায়কের এই ঘোষণা নিশ্চিতরূপে সাজঘরে প্রভাব ফেলবে । পাশাপাশি হার দিয়ে চলতি আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করেছে রোহিত শর্মার মুম্বই । মরগ্যান অবশ্য ধাপে ধাপে এগোতে চান । বলছেন, "মুম্বই ম্যাচ নয় আমরা সোমবারের ম্যাচ নিয়ে চিন্তা করছি । সাজঘরের পরিবেশ দারুণ । দলের তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে রয়েছে । প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠতে ওরা জানে ।" দ্বিতীয় পর্বের বাকি সাতটি ম্যাচের ছয়টিতে জিততে পারলে নাইটদের সামনে প্লে অফের দরজা খুলবে । বিষয়টি অসম্ভব না হলেও কঠিন । মরুশহরে তাদের মিশনকে পসিবল করতেই অভিযানে নামছে কেকেআর ।

আরও পড়ুন : Virat Kohli : আরসিবির নেতৃত্ব ছাড়ছেন, অধিনায়ক কোহলির এটাই শেষ আইপিএল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.