মুম্বই, 5 মে : কত মানুষের প্রাণ চলে যাচ্ছে ৷ শত শত মানুষের জীবন বিপন্ন ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ ৷ পরিবার, বন্ধুবান্ধব বা কাছের মানুষদের স্বাস্থ্যের চিন্তায় দিন কাটছে তামাম ভারতবাসীর ৷ মারণ ভাইরাসের কাছে অসহায় আত্মসমর্পণ ৷ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ক্রিকেট ব্যক্তিত্ব সুরেশ রায়না ৷ জানিয়েছেন, এর আগে এতটা অসহায়বোধ করেননি তিনি ৷
আপাতত স্থগিত হয়ে গিয়েছে আইপিএল ৷ তারপরই করোনা পরিস্থিতিতে দেশবাসীর মনোবল বাড়ানোর চেষ্টা করলেন চেন্নাই সুপার কিংসের সদস্য সুরেশ রায়না ৷ আজ একটি টুইটে রায়না লেখেন, "বিষয়টি হাসি মজার পর্যায়ে আর নেই ৷ কত মানুষের জীবন বিপন্ন ৷ এর আগে কখনও এত অসহায়বোধ করিনি ৷ আমরা যতই সাহায্য করার চেষ্টা করি ৷ কিন্তু আসলে অভাব থেকে যাচ্ছে ৷ একে অপরের পাশে দাঁড়িয়ে মানুষের জীবন বাঁচাতে নেমেছে দেশের প্রতিটি মানুষ ৷ সকলের কুর্নিশ প্রাপ্য ৷"
-
This isn’t a joke anymore! So many lives at stake & never felt so helpless in life. No matter how much we want to help, but we are literally running out of resources. Every single person of this country deserves a salute right for standing by each other to save lives! #WeCandoit
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This isn’t a joke anymore! So many lives at stake & never felt so helpless in life. No matter how much we want to help, but we are literally running out of resources. Every single person of this country deserves a salute right for standing by each other to save lives! #WeCandoit
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 4, 2021This isn’t a joke anymore! So many lives at stake & never felt so helpless in life. No matter how much we want to help, but we are literally running out of resources. Every single person of this country deserves a salute right for standing by each other to save lives! #WeCandoit
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 4, 2021
আরও পড়ুন : আইপিএল স্থগিত, ভারতে টি-20 বিশ্বকাপের কী হবে ? সিদ্ধান্ত জুলাইয়ে
দিন দুয়েক আগে চেন্নাই সুপার কিংসের কোচ লক্ষ্মীপতি বালাজি সহ তিনজনের শরীরে করোনা ধরা পড়ে ৷ ফলে পুরো স্কোয়াড কোয়ারানটিনে চলে যায় ৷ বাতিল হয়ে যায় বুধবারের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ ৷ তার মধ্যেই আইপিএল স্থগিত করার করা ঘোষণা করে দেয় বিসিসিআই ৷ টুর্নামেন্ট স্থগিত হলেও আপাতত সুরেশ রায়না সহ দলের বাকি সদস্যরা কোয়ারানটিনে হোটেল বন্দি ৷