ETV Bharat / sports

করোনায় আক্রান্ত দুই নাইট ক্রিকেটার, স্থগিত কেকেআর-আরসিবি ম্যাচ - করোনায় আক্রান্ত দুই নাইট ক্রিকেটার

ওই দুজন হলেন বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র ৷ ফলে স্থগিত করে দেওয়া হয়েছে কেকেআর বনাম আরসিবি ম্যাচ ৷

kkr
kkr
author img

By

Published : May 3, 2021, 12:48 PM IST

Updated : May 3, 2021, 1:21 PM IST

কলকাতা, 3 মে : দলের পারফরম্যান্স নিয়ে সমস্যা তো ছিলই ৷ তার সঙ্গে যোগ হল করোনা কাঁটা ৷ জৈব সুরক্ষা বলয়ে থাকা সত্ত্বেও করোনায় আক্রান্ত হলেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার ৷ ওই দুজন হলেন বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র ৷ ফলে স্থগিত করে দেওয়া হয়েছে কেকেআর বনাম আরসিবি ম্যাচ ৷ ম্যাচটি পরে কোনও একদিন খেলা হবে ৷

সোমবার আমেদাবাদে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ছিল কেকেআরের ৷ টানা ম্যাচ হেরে ক্লান্ত মরগ্যান বাহিনী কোহলিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল ৷ অন্যদিকে শুরুটা দারুণ করেও গত দুটি ম্যাচ হেরে টাল খেয়েছে আরসিবি ৷ হারের হ্যাটট্রিক এড়াতে সমস্যায় বিদ্ধ কেকেআরের বিরুদ্ধে ম্যাচকেই পাখির চোখ করেছিল বেঙ্গালুরুর দলটি ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ দেশের দৈনিক আক্রান্ত যখন রোজ সাড়ে তিন লাখের উপরে তখন জৈব সুরক্ষা বলয়েও সুরক্ষিত থাকতে পারলেন না ক্রিকেটাররা ৷ করোনায় আক্রান্ত হলেন কলকাতা নাইট রাইডার্সের দুজন ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র ৷ টিমের প্রতিটি সদস্য, সাপোর্ট স্টাফকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ আর তাই আজকের মতো খেলা হচ্ছে না আরসিবি-কেকেআর ম্যাচ ৷

  • Official Announcement:

    Today’s match between KKR and RCB has been postponed by the BCCI as per IPL Safety Guidelines after Varun Chakaravarthy and Sandeep Warrier tested positive for COVID.

    We wish Varun and Sandeep a speedy recovery. 🙌🏻🙏🏻#PlayBold #IPL2021 #KKRvRCB pic.twitter.com/yctoffeW3C

    — Royal Challengers Bangalore (@RCBTweets) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সচিনের 'মিশন অক্সিজেন', দান করলেন 1 কোটি টাকা

তবে নাইট শিবিরে করোনার হানা এই প্রথম নয় ৷ টুর্নামেন্ট শুরুর আগে আক্রান্ত হয়েছিলেন নীতীশ রানা ৷ অবশ্য সুস্থ হয়ে যাওয়ায় প্রথম থেকেই নীতীশ রানার সার্ভিস পেয়েছিল কলকাতা ৷ দুরন্ত ফর্মে ছিলেন তিনি ৷ কিন্তু টুর্নামেন্ট যত গড়িয়েছে কেকেআরের বেহাল পারফরম্যান্সের মতো নীতীশ রানার ব্যাটেও রান আসা বন্ধ হয়ে গিয়েছে ৷

দেশ যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে রত তখন আইপিএলের মনোরঞ্জন সঠিক কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অ্যাডাম গিলক্রিস্ট, অভিনব বিন্দ্রাদের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা প্রশ্ন তুলেছেন ৷ বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকে দেশে ফিরে গিয়েছেন ৷ কিন্তু বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছিল, যে খুশি টুর্নামেন্ট ছেড়ে চলে যেতে পারে ৷ কিন্তু আইপিএল চলবে ৷ তবে জৈব সুরক্ষা বলয়ে থেকেও ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় সেই বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠবে তা বলাই যায় ৷

কলকাতা, 3 মে : দলের পারফরম্যান্স নিয়ে সমস্যা তো ছিলই ৷ তার সঙ্গে যোগ হল করোনা কাঁটা ৷ জৈব সুরক্ষা বলয়ে থাকা সত্ত্বেও করোনায় আক্রান্ত হলেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার ৷ ওই দুজন হলেন বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র ৷ ফলে স্থগিত করে দেওয়া হয়েছে কেকেআর বনাম আরসিবি ম্যাচ ৷ ম্যাচটি পরে কোনও একদিন খেলা হবে ৷

সোমবার আমেদাবাদে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ছিল কেকেআরের ৷ টানা ম্যাচ হেরে ক্লান্ত মরগ্যান বাহিনী কোহলিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল ৷ অন্যদিকে শুরুটা দারুণ করেও গত দুটি ম্যাচ হেরে টাল খেয়েছে আরসিবি ৷ হারের হ্যাটট্রিক এড়াতে সমস্যায় বিদ্ধ কেকেআরের বিরুদ্ধে ম্যাচকেই পাখির চোখ করেছিল বেঙ্গালুরুর দলটি ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ দেশের দৈনিক আক্রান্ত যখন রোজ সাড়ে তিন লাখের উপরে তখন জৈব সুরক্ষা বলয়েও সুরক্ষিত থাকতে পারলেন না ক্রিকেটাররা ৷ করোনায় আক্রান্ত হলেন কলকাতা নাইট রাইডার্সের দুজন ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র ৷ টিমের প্রতিটি সদস্য, সাপোর্ট স্টাফকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ আর তাই আজকের মতো খেলা হচ্ছে না আরসিবি-কেকেআর ম্যাচ ৷

  • Official Announcement:

    Today’s match between KKR and RCB has been postponed by the BCCI as per IPL Safety Guidelines after Varun Chakaravarthy and Sandeep Warrier tested positive for COVID.

    We wish Varun and Sandeep a speedy recovery. 🙌🏻🙏🏻#PlayBold #IPL2021 #KKRvRCB pic.twitter.com/yctoffeW3C

    — Royal Challengers Bangalore (@RCBTweets) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সচিনের 'মিশন অক্সিজেন', দান করলেন 1 কোটি টাকা

তবে নাইট শিবিরে করোনার হানা এই প্রথম নয় ৷ টুর্নামেন্ট শুরুর আগে আক্রান্ত হয়েছিলেন নীতীশ রানা ৷ অবশ্য সুস্থ হয়ে যাওয়ায় প্রথম থেকেই নীতীশ রানার সার্ভিস পেয়েছিল কলকাতা ৷ দুরন্ত ফর্মে ছিলেন তিনি ৷ কিন্তু টুর্নামেন্ট যত গড়িয়েছে কেকেআরের বেহাল পারফরম্যান্সের মতো নীতীশ রানার ব্যাটেও রান আসা বন্ধ হয়ে গিয়েছে ৷

দেশ যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে রত তখন আইপিএলের মনোরঞ্জন সঠিক কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অ্যাডাম গিলক্রিস্ট, অভিনব বিন্দ্রাদের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা প্রশ্ন তুলেছেন ৷ বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকে দেশে ফিরে গিয়েছেন ৷ কিন্তু বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছিল, যে খুশি টুর্নামেন্ট ছেড়ে চলে যেতে পারে ৷ কিন্তু আইপিএল চলবে ৷ তবে জৈব সুরক্ষা বলয়ে থেকেও ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় সেই বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠবে তা বলাই যায় ৷

Last Updated : May 3, 2021, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.