ETV Bharat / sports

আলি খানের পরিবর্ত টিম সেইফার্ট, ভাবনা KKR-র - ইংলিশ পেস বোলার হ্যারি গুরনে

29 বছরের আলি খান KKR-এ যোগ দিয়েছিলেন ইংলিশ পেস বোলার হ্যারি গুরনের পরিবর্ত হিসেবে ৷ কাধেঁ চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান গুরনে ৷

আলি খান
আলি খান
author img

By

Published : Oct 18, 2020, 6:23 PM IST

হায়দরাবাদ, 18 অক্টোবর : অ্যামেরিকার প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন আলি খান ৷ কিন্তু চোটের কারণে টুর্নামেন্টে কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় তাঁকে ৷ ক্যারিবায়ান প্রিমিয়ার লিগ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি ৷ কিন্তু সুস্থ হতে পারেননি তিনি ৷ সূত্রের খবর তাঁর পরবর্ত হিসেবে নিউজ়িল্যান্ড ক্রিকেটার টিম সেইফার্টকে দলে নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ৷

29 বছরের আলি খান KKR-এ যোগ দিয়েছিলেন ইংলিশ পেস বোলার হ্যারি গুরনের পরিবর্ত হিসেবে ৷ কাধেঁ চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান গুরনে ৷

তবে আলি খান টুর্নামেন্ট চলাকালীন সুস্থ হতে পারবেন না বলে ধরে নেওয়া হয়েছে ৷ আলি খানের চোট নিয়ে KKR-এর CEO ভেঙ্কি মাইসোর বলেন, ‘‘ আমরা সকলেই খানের চোট নিয়ে আশাহত ৷ KKR সর্বদা ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রাখে ৷ তাই তাঁকে থেকে যেতে বলা হয়েছিল ৷ আশা করি ও খুব দ্রুত সুস্থ হবে ৷’’

টিম সেইফার্ট
টিম সেইফার্ট

অন্যদিকে এক ব্যাটসম্যান হিসেবে নিজেকে নিউজ়িল্যান্ড দলে প্রতিষ্ঠিত করেছেন টিম সেইফার্ট ৷ কিউয়িদের হয়ে 24টি টি-20 ম্যাচ খেলেছেন সেইফার্ট ৷ তাঁর গড় 22.85 ৷

হায়দরাবাদ, 18 অক্টোবর : অ্যামেরিকার প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন আলি খান ৷ কিন্তু চোটের কারণে টুর্নামেন্টে কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় তাঁকে ৷ ক্যারিবায়ান প্রিমিয়ার লিগ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি ৷ কিন্তু সুস্থ হতে পারেননি তিনি ৷ সূত্রের খবর তাঁর পরবর্ত হিসেবে নিউজ়িল্যান্ড ক্রিকেটার টিম সেইফার্টকে দলে নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ৷

29 বছরের আলি খান KKR-এ যোগ দিয়েছিলেন ইংলিশ পেস বোলার হ্যারি গুরনের পরিবর্ত হিসেবে ৷ কাধেঁ চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান গুরনে ৷

তবে আলি খান টুর্নামেন্ট চলাকালীন সুস্থ হতে পারবেন না বলে ধরে নেওয়া হয়েছে ৷ আলি খানের চোট নিয়ে KKR-এর CEO ভেঙ্কি মাইসোর বলেন, ‘‘ আমরা সকলেই খানের চোট নিয়ে আশাহত ৷ KKR সর্বদা ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রাখে ৷ তাই তাঁকে থেকে যেতে বলা হয়েছিল ৷ আশা করি ও খুব দ্রুত সুস্থ হবে ৷’’

টিম সেইফার্ট
টিম সেইফার্ট

অন্যদিকে এক ব্যাটসম্যান হিসেবে নিজেকে নিউজ়িল্যান্ড দলে প্রতিষ্ঠিত করেছেন টিম সেইফার্ট ৷ কিউয়িদের হয়ে 24টি টি-20 ম্যাচ খেলেছেন সেইফার্ট ৷ তাঁর গড় 22.85 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.