ETV Bharat / sports

মুম্বইকে হারাল হায়দরাবাদ, বিদায় কলকাতার - eliminate kolkata night riders

150 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই শুরু পাপালির দাপট । চলতি IPL-এ সুয়োগ পেয়েই যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে লজ্জায় পড়তে পারেন জাতীয় নির্বাচকরা । 58 বলে 85 রানে অপরাজিত থাকলেন ডেভিড ওয়ার্নার , উলটোদিকে তাঁর পার্টনার ঋদ্ধি অপরাজিত রইলেন 58 রানে ।

IPL second innings
IPL second innings
author img

By

Published : Nov 3, 2020, 11:02 PM IST

শারজা, 3 নভেম্বর : শারজায় ঝলসে উঠল ঋদ্ধির ব্যাট । অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে সঙ্গী করে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়ে , কলকাতা নাইট রাইডার্সের IPL অভিযানে ইতি টেনে দিলেন শিলিগুড়ির তরুণ । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে 10 উইকেটে জিতল সানরাইজ়ার্স হায়দরাবাদ ।

150 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই শুরু পাপালির দাপট । চলতি IPL এ সুয়োগ পেয়েই যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে লজ্জায় পড়তে পারেন জাতীয় নির্বাচকরা । 58 বলে 85 রানে অপরাজিত থাকলেন ডেভিড ওয়ার্নার , উল্টোদিকে তাঁর পার্টনার ঋদ্ধি অপরাজিত রইলেন 58 রানে ।

এদিকে কলকাতা শহর মুম্বই ইন্ডিয়ানসের কাছে পয়া শহর হলেও মুম্বই ইন্ডিয়ান্স শিবির কলকাতা নাইট রাইডার্সের দুঃস্বপ্নের নাম । কলকাতার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে 21 -6 -এ এগিয়ে মুম্বই । এছাড়াও 2010 , 2019 ও 2020 সালে নিজেদের শেষ ম্যাচে কলকাতার বিদায় নিশ্চিত করে দেয় মুম্বই । এখানেই শেষ নয় 2011 ও 2017 সালে মুম্বইয়ের জন্য কোয়ালিফায়ার 1 এ জায়গা পায়নি কলকাতা । দুইবারই কলকাতাকে হারায় মুম্বই ।

শারজা, 3 নভেম্বর : শারজায় ঝলসে উঠল ঋদ্ধির ব্যাট । অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে সঙ্গী করে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়ে , কলকাতা নাইট রাইডার্সের IPL অভিযানে ইতি টেনে দিলেন শিলিগুড়ির তরুণ । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে 10 উইকেটে জিতল সানরাইজ়ার্স হায়দরাবাদ ।

150 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই শুরু পাপালির দাপট । চলতি IPL এ সুয়োগ পেয়েই যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে লজ্জায় পড়তে পারেন জাতীয় নির্বাচকরা । 58 বলে 85 রানে অপরাজিত থাকলেন ডেভিড ওয়ার্নার , উল্টোদিকে তাঁর পার্টনার ঋদ্ধি অপরাজিত রইলেন 58 রানে ।

এদিকে কলকাতা শহর মুম্বই ইন্ডিয়ানসের কাছে পয়া শহর হলেও মুম্বই ইন্ডিয়ান্স শিবির কলকাতা নাইট রাইডার্সের দুঃস্বপ্নের নাম । কলকাতার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে 21 -6 -এ এগিয়ে মুম্বই । এছাড়াও 2010 , 2019 ও 2020 সালে নিজেদের শেষ ম্যাচে কলকাতার বিদায় নিশ্চিত করে দেয় মুম্বই । এখানেই শেষ নয় 2011 ও 2017 সালে মুম্বইয়ের জন্য কোয়ালিফায়ার 1 এ জায়গা পায়নি কলকাতা । দুইবারই কলকাতাকে হারায় মুম্বই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.