আবু ধাবি, 7 অগাস্ট : স্লো ওভার রেটের জন্য এবার জরিমানা করা হল রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথকে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 57 রানে ম্যাচ হারে রাজস্থান ৷ সেই ম্যাচেই স্লো ওভার রেটের জন্য স্মিথকে 12 লাখ টাকা জরিমানা করা হল ৷
একটি বিবৃতি দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফে বলা হয়, ‘‘যেহেতু মরশুমে এটা ওর দলের প্রথম অপরাধ তাই IPL এর কোড অফ কন্ডাক্টে সর্বনিম্ন অপরাধ বলে ধরা হয়েছে ৷ স্মিথকে 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে ৷’’
-
Right with you, skip! 🤜🤛#HallaBol | #RoyalsFamily | #Believe | @stevesmith49 pic.twitter.com/XTRhNMv8ME
— Rajasthan Royals (@rajasthanroyals) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Right with you, skip! 🤜🤛#HallaBol | #RoyalsFamily | #Believe | @stevesmith49 pic.twitter.com/XTRhNMv8ME
— Rajasthan Royals (@rajasthanroyals) October 7, 2020Right with you, skip! 🤜🤛#HallaBol | #RoyalsFamily | #Believe | @stevesmith49 pic.twitter.com/XTRhNMv8ME
— Rajasthan Royals (@rajasthanroyals) October 7, 2020
এর আগে দিল্লি ক্যাপিট্যালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে একই শাস্তি দেওয়া হয় ৷ যথাক্রমে সানরাইজ়ার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হন দুই অধিনায়ক ৷
মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বইয়ের 194 রান তাড়া করতে নেমে 136 রানেই আটকে যায় রাজস্থান রয়্যালস ৷ স্মিথ করেন মাত্র 6 রান ৷ জসপ্রীত বুমরা নেন 4টি উইকেট ৷
ম্যাচ জিতে গতবারের চ্যাম্পিয়ন 6 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে চলে আসে ৷ অন্যদিকে 5 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে টেবিলে সাত নম্বরে স্টিভ স্মিথের দল ৷ তাদের পরবর্তী ম্যাচ শুক্রবার দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে ৷