ETV Bharat / sports

অসন্তুষ্ট ধোনি, সিদ্ধান্ত বদল আম্পায়ারের - আইপিএল 2020

হায়দরাবাদ ইনিংসের 19 তম ওভারে আম্পায়ার পল রাইফেল একটি বলে ওয়াইড দেওয়ার জন্য হাত তুলতে থাকেন ৷ কিন্তু উইকেটের পিছনে ধোনি ও বোলার শার্দুল ঠাকুর দুজনেই এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করেন ৷ ধোনিকে দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার ।

মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি
author img

By

Published : Oct 14, 2020, 5:46 PM IST

দুবাই, 14 অক্টোবর : মেজাজ হারালেন মহেন্দ্র সিং ধোনি ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ তবে তাঁকে দেখে নিজের সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার ৷

হায়দরাবাদ ইনিংসের 19 তম ওভারে আম্পায়ার পল রাইফেল একটি বলে ওয়াইড দেওয়ার জন্য হাত তুলতে থাকেন ৷ কিন্তু উইকেটের পিছনে ধোনি ও বোলার শার্দুল ঠাকুর দুজনেই এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের হতাশা প্রকাশ করেন ৷ ধোনিকে দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার ।

যদিও আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে দেখে ডাগআউট থেকেই নিজের হতাশা প্রকাশ করেন সানরাইজ়ার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা শাহবাজ নাদিমকে দেখা যায় অস্ট্রেলিয়ান আম্পায়ারের সঙ্গে কথা বলতে ৷

শেষ পর্যন্ত হায়দরাবাদকে 20 রানে হারায় চেন্নাই সুপার কিংস ৷ চেন্নাইয়ের 167 রানের জবাবে 147 রানে থেমে যায় তাদের ইনিংস ।

IPL-এ এর আগেও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে ৷ গত বছর IPL-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ডাগআউট থেকে মাঠে নেমে আসেন ধোনি ৷ যা নিয়ে পরে বিতর্কও তৈরি হয় ৷

দুবাই, 14 অক্টোবর : মেজাজ হারালেন মহেন্দ্র সিং ধোনি ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ তবে তাঁকে দেখে নিজের সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার ৷

হায়দরাবাদ ইনিংসের 19 তম ওভারে আম্পায়ার পল রাইফেল একটি বলে ওয়াইড দেওয়ার জন্য হাত তুলতে থাকেন ৷ কিন্তু উইকেটের পিছনে ধোনি ও বোলার শার্দুল ঠাকুর দুজনেই এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের হতাশা প্রকাশ করেন ৷ ধোনিকে দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার ।

যদিও আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে দেখে ডাগআউট থেকেই নিজের হতাশা প্রকাশ করেন সানরাইজ়ার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা শাহবাজ নাদিমকে দেখা যায় অস্ট্রেলিয়ান আম্পায়ারের সঙ্গে কথা বলতে ৷

শেষ পর্যন্ত হায়দরাবাদকে 20 রানে হারায় চেন্নাই সুপার কিংস ৷ চেন্নাইয়ের 167 রানের জবাবে 147 রানে থেমে যায় তাদের ইনিংস ।

IPL-এ এর আগেও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে ৷ গত বছর IPL-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ডাগআউট থেকে মাঠে নেমে আসেন ধোনি ৷ যা নিয়ে পরে বিতর্কও তৈরি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.