শারজা, 31 অক্টোবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফ জমিয়ে দিল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 5 উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল ডেভিড ওয়ার্নারের দল ৷ গ্রুপ স্টেজের 52 তম ম্যাচের পরও নিশ্চিত নয় কারা কারা খেলবে প্লে অফ ৷ মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে পৌঁছে গিয়েছে প্লে অফে ৷ টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস ৷ বর্তমানে বাকি 6টি দলের সবার প্লে অফ খেলার সুযোগ আছে ৷
মাত্র 120 রান তাড়া করতে নেমেছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে SRH ৷ মাত্র 8 রানে ওয়াশিংটন সুন্দরের বলে উদানার হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় হায়দরাবাদ অধিনায়ককে ৷ এরপর ম্যাচের রাশ হাতে নেন মণীশ পাণ্ডে ও ঋদ্ধিমান শাহা ৷ কিংস ইলেভেন পঞ্জাবের পর RCB -র বিরুদ্ধে ধারাবাহিকতা দেখালেন ঋদ্ধি ৷ আজ দলের হয়ে সর্বোচ্চ 39 রান এল তাঁর ব্যাটেই ৷ মণীশ 26 রান করে ফিরলেন ৷ বাকি কাজ সারলেন জেসন হোল্ডার ও অভিষেক শর্মা ৷ জেসন হোল্ডার 10 বলে 26 রান করে অপরাজিত রইলেন ৷
ব্যাঙ্গালোরের হয়ে ভালো বোলিং যুজবেন্দ্র চহালের ৷ আজও তুলে নিলেন 2টি উইকেট ৷ ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা ও নভদীপ সাইনি নিলেন একটি করে উইকেট ৷
আজ ওয়ার্নার যে প্রথমে বোলিং নিয়ে ভুল করেননি, তা বোঝা যায় সন্দীপ শর্মা, জেসন হোল্ডার, টি নটরাজনদের বোলিংয়ে ৷ শুধু নিয়ন্ত্রিত বোলিংই করলেন না, নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে চাপে রাখলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটসম্যানদের ৷ আর নির্ধারিত 20 ওভার শেষে ব্যাঙ্গালোর 7 উইকেটে 120 রান বোর্ডে তুলল ৷
আজ ব্যাট হাতে আর চমক দেখাতে পারলেন না দেবদূত পাড়িক্কল ৷ সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে ফিরলেন মাত্র 5 রান করে ৷ ব্যর্থ হলেন অধিনায়ক বিরাট কোহলিও ৷ তিনিও সন্দীপ শর্মার শিকার হলেন ৷ করলেন মাত্র 7 রান ৷ 28 রানে দুই উইকেট হারানোর পর ইনিংস ধরার চেষ্টা করলেন এবি ডেভিলিয়ার্স ও জশ ফিলিপে ৷ কিন্তু 24 রানে শাহবাজ নাদিমের বলে ডেভিলিয়ার্স ফিরতেই ধস নামে ব্যাঙ্গালোর ব্যাটিংয়ে ৷ একে একে ফিরে যান ফিলিপে, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস ও ইসুরু উদানা ৷ ফিলিপে করলেন 32 রান ৷ সুন্দরের সংগ্রহ 21 ৷ এছাড়া গুরকিরত সিং মান করলেন অপরাজিত 15 রান ৷