ETV Bharat / sports

অপরাজিত থেকেও CSK-কে জেতাতে ব্যর্থ ধোনি, 7 রানে জয় হায়দরাবাদের - চেন্নাই সুপার কিংস

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়ার্নার। শুরুতেই হায়দরাবাদের ইনিংসে আঘাত হানেন দীপক চহার। ওভারের চতুর্থ বলটার ইনসুইং বুঝতেই পারেননি বেয়ারস্ট্রো। শূন্য রানেই ফিরতে হয় হায়দরাবাদ ওপেনারকে ৷

হায়দরাবাদের বিরুদ্ধে 7 রানে হার CSK-র
হায়দরাবাদের বিরুদ্ধে 7 রানে হার CSK-র
author img

By

Published : Oct 3, 2020, 12:05 AM IST

দুবাই, 2 অক্টোবর : টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি সানরাইজ়ার্স হায়দরাবাদের ৷ শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নেয় ডেভিড ওয়ার্নারের দল ৷ অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও পরপর দুই ম্যাচে হারে ব্যাকফুটে চেন্নাই সুপার কিংস ৷ পয়েন্ট টেবিলেরও একেবারে তলানিতে এই দুই দল ৷ এহেন পরিস্থিতিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামে SRH ও CSK ৷ আর সেখানেই ভুবি, রশিদ খানদের দুরন্ত বোলিংয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ চেন্নাইকে 7 রানে হারাল হায়দরাবাদ ৷

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়ার্নার। শুরুতেই হায়দরাবাদের ইনিংসে আঘাত হানেন দীপক চহার। ওভারের চতুর্থ বলটার ইনসুইং বুঝতেই পারেননি বেয়ারস্ট্রো। শূন্য রানেই ফিরতে হয় হায়দরাবাদ ওপেনারকে ৷ ভাগ্য সাথ দেয় তিন নম্বরে নামা মণীশ পাণ্ডের ৷ চহারের প্রথম বলেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি ।

শার্দুল ঠাকুরের বলে মণীশ পাণ্ডে 29 রান করে আউট হন ৷ বিপজ্জনক দেখাচ্ছিল অজ়ি ওপেনারকে । কিন্তু পীযূষ চাওলার গুগলি মারতে গিয়ে লং অনে ফ্যাফ দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হায়দরাবাদ অধিনায়ক । তাঁর সংগ্রহ 28 রান ৷ পরের বলেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হন কেন উইলিয়ামসন ।

এই সময়ে অভিষেক শর্মা ও প্রিয়ম গর্গ হায়দরাবাদের ইনিংস টানেন ৷ পার্টনারশিপে 77 রান করেন দু'জনে। দীপক চাহারের বলে 31 রান করে ফিরতে হয় অভিষেক শর্মাকে ৷ কিন্তু অন্যপ্রান্তে প্রিয়ম গর্গ 26 বলে মারমুখী 51 রানের ইনিংস খেলেন। মূলত তাঁর সৌজন্যেই 20 ওভারে হায়দরাবাদ করে 164 রান ।

প্রিয়ম গর্গ
অর্ধশতরান প্রিয়ম গর্গের

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চেন্নাই সুপার কিংস ৷ এদিনও ফের ব্যর্থ হলেন শেন ওয়াটশন ৷ করলেন মাত্র 1 রান ৷ ব্যর্থ হলেন চোট সারিয়ে ফিরে আসা অম্বাতি রায়ডুও ৷ 8 রান করে নটরাজনের বলে ফিরতে হল তাঁকে ৷ ওপেন করতে নামা ফাফ ডুপ্লেসির সংগ্রহ 22 রান ৷

তবে চেষ্টা করলেন রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি ৷ 35 বলে 50 রানের ইনিংস খেললেন "স্যার" জাদেজা ৷ অন্যদিকে পুরোনো ধোনির ঝলক পাওয়া গেল এদিন ৷ 36 বল খেলে অপরাজিত 47 রান করলেন তিনি ৷ তবে তাঁর শরীরে বয়স যে থাবা বসিয়েছে তা স্পষ্ট বোঝা গেল ৷

রবীন্দ্র জাদেজা
ভালো ব্যাটিং জাদেজার

ফের একবার দুরন্ত বোলিং করলেন ভুবনেশ্বর কুমার, রশিদ খানরা ৷ ভুবি নিলেন একটি উইকেট ৷ তবে উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 12 রান দিলেন রশিদ খান ৷ নটরাজন নিলেন দুটি উইকেট ৷ এদিনের ম্যাচ জেতায় পয়েন্ট টেবিলের চারে উঠে এল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷

ধোনি
ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ধোনি

দুবাই, 2 অক্টোবর : টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি সানরাইজ়ার্স হায়দরাবাদের ৷ শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নেয় ডেভিড ওয়ার্নারের দল ৷ অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও পরপর দুই ম্যাচে হারে ব্যাকফুটে চেন্নাই সুপার কিংস ৷ পয়েন্ট টেবিলেরও একেবারে তলানিতে এই দুই দল ৷ এহেন পরিস্থিতিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামে SRH ও CSK ৷ আর সেখানেই ভুবি, রশিদ খানদের দুরন্ত বোলিংয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ চেন্নাইকে 7 রানে হারাল হায়দরাবাদ ৷

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়ার্নার। শুরুতেই হায়দরাবাদের ইনিংসে আঘাত হানেন দীপক চহার। ওভারের চতুর্থ বলটার ইনসুইং বুঝতেই পারেননি বেয়ারস্ট্রো। শূন্য রানেই ফিরতে হয় হায়দরাবাদ ওপেনারকে ৷ ভাগ্য সাথ দেয় তিন নম্বরে নামা মণীশ পাণ্ডের ৷ চহারের প্রথম বলেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি ।

শার্দুল ঠাকুরের বলে মণীশ পাণ্ডে 29 রান করে আউট হন ৷ বিপজ্জনক দেখাচ্ছিল অজ়ি ওপেনারকে । কিন্তু পীযূষ চাওলার গুগলি মারতে গিয়ে লং অনে ফ্যাফ দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হায়দরাবাদ অধিনায়ক । তাঁর সংগ্রহ 28 রান ৷ পরের বলেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হন কেন উইলিয়ামসন ।

এই সময়ে অভিষেক শর্মা ও প্রিয়ম গর্গ হায়দরাবাদের ইনিংস টানেন ৷ পার্টনারশিপে 77 রান করেন দু'জনে। দীপক চাহারের বলে 31 রান করে ফিরতে হয় অভিষেক শর্মাকে ৷ কিন্তু অন্যপ্রান্তে প্রিয়ম গর্গ 26 বলে মারমুখী 51 রানের ইনিংস খেলেন। মূলত তাঁর সৌজন্যেই 20 ওভারে হায়দরাবাদ করে 164 রান ।

প্রিয়ম গর্গ
অর্ধশতরান প্রিয়ম গর্গের

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চেন্নাই সুপার কিংস ৷ এদিনও ফের ব্যর্থ হলেন শেন ওয়াটশন ৷ করলেন মাত্র 1 রান ৷ ব্যর্থ হলেন চোট সারিয়ে ফিরে আসা অম্বাতি রায়ডুও ৷ 8 রান করে নটরাজনের বলে ফিরতে হল তাঁকে ৷ ওপেন করতে নামা ফাফ ডুপ্লেসির সংগ্রহ 22 রান ৷

তবে চেষ্টা করলেন রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি ৷ 35 বলে 50 রানের ইনিংস খেললেন "স্যার" জাদেজা ৷ অন্যদিকে পুরোনো ধোনির ঝলক পাওয়া গেল এদিন ৷ 36 বল খেলে অপরাজিত 47 রান করলেন তিনি ৷ তবে তাঁর শরীরে বয়স যে থাবা বসিয়েছে তা স্পষ্ট বোঝা গেল ৷

রবীন্দ্র জাদেজা
ভালো ব্যাটিং জাদেজার

ফের একবার দুরন্ত বোলিং করলেন ভুবনেশ্বর কুমার, রশিদ খানরা ৷ ভুবি নিলেন একটি উইকেট ৷ তবে উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 12 রান দিলেন রশিদ খান ৷ নটরাজন নিলেন দুটি উইকেট ৷ এদিনের ম্যাচ জেতায় পয়েন্ট টেবিলের চারে উঠে এল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷

ধোনি
ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ধোনি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.