ETV Bharat / sports

সুপার ওভারে জয় RCB-র, ট্র্যাজিক হিরো ঈশান কিষাণ - টি-20 ম্যাচ

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সুপার ওভার ৷ দশম ম্যাচেও দেখা গেল একই ছবি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 201 রানের জবাবে মুম্বইও থামল 201 রানে ৷ টাই ম্যাচের নিষ্পত্তি করতে ফের একবার সুপার ওভার ৷

সুপার ওভারে জয় RCB-র
সুপার ওভারে জয় RCB-র
author img

By

Published : Sep 29, 2020, 12:30 AM IST

দুবাই, 28 সেপ্টেম্বর : টি-20 ম্যাচ মানে পরতে পরতে উত্তেজনা ৷ ম্যাচ কখনও এই পক্ষের তো কখনও ওই পক্ষের ৷ মাঠে চার ছক্কার বন্যা ৷ আর 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একেবারে এর পরিপূরক ৷ প্রতি ম্যাচেই কিছু না কিছু ঘটছেই ৷ কোটিপতি লিগ আরব আমিরশাহিতে যেন নতুন করে নিজেকে চেনাচ্ছে ৷ এখনও পর্যন্ত মাত্র 10টি ম্যাচ হয়েছে ৷ কিন্তু এরই মধ্যে একাধিক রেকর্ড গড়তে, ভাঙতে দেখেছে মরুদেশ ৷ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সুপার ওভার হয়েছে ৷ দশম ম্যাচেও দেখা গেল একই ছবি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 201 রানের জবাবে মুম্বইও থামল 201 রানে ৷ টাই ম্যাচের নিষ্পত্তি হল সুপার ওভারে ৷ আর সেখানেই প্রয়োজনীয় 8 রান তুলে ম্যাচ ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

‘‘ভিনি ভিডি ভিসি’’ অর্থাৎ এলাম, দেখলাম জয় করলাম ৷ মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণের জন্য শুধু এবং শুধু মাত্র এই কথাটাই প্রযোজ্য ৷ কিছুটা অপ্রত্যাশিতভাবেই সুযোগ পেয়েছিলেন প্রথম একাদশে ৷ আর সেই সুযোগেই বাজি মাত করলেন ঝাড়খণ্ডের এই তরুণ ক্রিকেটার ৷ আগের দিনে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন রাহুল তেওয়াটিয়া ৷ এক ওভারেই পঞ্জাবের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন তিনি ৷ আজ সেই কাজটাই করলেন ঈশান ৷ তবে থাকলেন ট্র্যাজিক নায়ক হিসেবেই ৷ মাত্র 1 রানের জন্য শতরান হাতছাড়া করলেন ৷ ক্রিজে থাকলে হয়ত ম্যাচটা ঘরে তুলতে পারতেন ৷ কিন্তু কাপ আর ঠোঁটের মধ্য ফারাক থাকার মতো ম্যাচ জয় করা হল না ঈশানের ৷ অথচ আগের দুটি ম্যাচে দলে জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ৷ কিন্তু সৌরভ তিওয়ারির চোট সুযোগ করে দেয় ৷ আর সেই সুযোগ হাতছাড়া করলেন না ঈশান ৷ চার নম্বরে যখন ব্য়াটিং করতে নামলেন তখন মাত্র 16 রানে দুই উইকেট হারিয়েছে মুম্বই ৷ সেখান থেকে প্রথমে হার্দিক পাণ্ডিয়া ও পরে কায়রন পোলার্ডকে সঙ্গী করে ম্যাচ জয়ের আঙিনায় দলকে পৌঁছে দিয়েছিলেন ৷ তবে ম্যাচ জিততে না পারলেও তাঁর 58 বলে 99 রানের ইনিংসটার পর তাঁকে বাইরে রেখে দল সাজানোর সাহস হয়ত আর পাবেন না মাহেলা জয়বর্ধনে, রোহিত শর্মারা ৷

ইশান কিষাণ
ঈশান কিষাণ

ম্যাচটা হওয়ার কথা ছিল রোহিত বনাম বিরাটের, বুমরা বনাম ডিভিলিয়ার্সের, বোল্ট বনাম অ্যারন ফিঞ্চের ৷ শেষ দুটির ডুয়েল দেখা গেলেও রোহিত বনাম বিরাট ডাহা ফেল ৷ আজ ফের একবার ব্যর্থ ব্যাঙ্গালোর অধিনায়ক ৷ আগের ম্যাচেই তাঁর ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে তারকা স্ত্রী অনুষ্কা শর্মার প্রসঙ্গ তোলেন সুনীল গাভাসকর ৷ যা নিয়ে মাঠের বাইরে বহু বিতর্ক হয় ৷ ইনস্টাগ্রামে গাভাসকরের মন্তব্য রুচিহীন বলেও মন্তব্য করেন অনুষ্কা ৷ সেই বিতর্কের রেশ কাটার আগে মাঠে ফের ব্যর্থ হলেন বিরাট ৷ করলেন মাত্র 3 রান ৷ খেললেন 11টি বল ৷

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ফর্মে ফিরেছিলেন রোহিত ৷ কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারলেন না জাতীয় দলে কোহলির ডেপুটি ৷ কোহলির মতো তিনি থামলেন মাত্র 8 রান করে ৷ তবে মুম্বইয়ের ভালো খবর ৷ ফর্মে ফিরলেন কায়রন পোলার্ড ৷ 24 বলে 60 রানের ইনিংস শুধু ঈশানকে সাহায্যই করলেন না, দলকে নিয়ে গেল সুপার ওভারে ৷

ব্যাঙ্গালোরের সফলতম বোলার ইসুরু উদানা ৷ নিলেন 2টি উইকেট ৷ তবে 45 রান খরচ করলেন এই শ্রীলঙ্কান পেসার ৷ মাত্র একটি উইকেট নিলেও 4 ওভারে মাত্র 12 রান দিলেন ওয়াশিংটন সুন্দর ৷ এছাড়া চহাল ও জ্যাম্পা নিলেন 1টি করে উইকেট ৷

দুবাই, 28 সেপ্টেম্বর : টি-20 ম্যাচ মানে পরতে পরতে উত্তেজনা ৷ ম্যাচ কখনও এই পক্ষের তো কখনও ওই পক্ষের ৷ মাঠে চার ছক্কার বন্যা ৷ আর 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একেবারে এর পরিপূরক ৷ প্রতি ম্যাচেই কিছু না কিছু ঘটছেই ৷ কোটিপতি লিগ আরব আমিরশাহিতে যেন নতুন করে নিজেকে চেনাচ্ছে ৷ এখনও পর্যন্ত মাত্র 10টি ম্যাচ হয়েছে ৷ কিন্তু এরই মধ্যে একাধিক রেকর্ড গড়তে, ভাঙতে দেখেছে মরুদেশ ৷ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সুপার ওভার হয়েছে ৷ দশম ম্যাচেও দেখা গেল একই ছবি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 201 রানের জবাবে মুম্বইও থামল 201 রানে ৷ টাই ম্যাচের নিষ্পত্তি হল সুপার ওভারে ৷ আর সেখানেই প্রয়োজনীয় 8 রান তুলে ম্যাচ ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

‘‘ভিনি ভিডি ভিসি’’ অর্থাৎ এলাম, দেখলাম জয় করলাম ৷ মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণের জন্য শুধু এবং শুধু মাত্র এই কথাটাই প্রযোজ্য ৷ কিছুটা অপ্রত্যাশিতভাবেই সুযোগ পেয়েছিলেন প্রথম একাদশে ৷ আর সেই সুযোগেই বাজি মাত করলেন ঝাড়খণ্ডের এই তরুণ ক্রিকেটার ৷ আগের দিনে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন রাহুল তেওয়াটিয়া ৷ এক ওভারেই পঞ্জাবের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন তিনি ৷ আজ সেই কাজটাই করলেন ঈশান ৷ তবে থাকলেন ট্র্যাজিক নায়ক হিসেবেই ৷ মাত্র 1 রানের জন্য শতরান হাতছাড়া করলেন ৷ ক্রিজে থাকলে হয়ত ম্যাচটা ঘরে তুলতে পারতেন ৷ কিন্তু কাপ আর ঠোঁটের মধ্য ফারাক থাকার মতো ম্যাচ জয় করা হল না ঈশানের ৷ অথচ আগের দুটি ম্যাচে দলে জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ৷ কিন্তু সৌরভ তিওয়ারির চোট সুযোগ করে দেয় ৷ আর সেই সুযোগ হাতছাড়া করলেন না ঈশান ৷ চার নম্বরে যখন ব্য়াটিং করতে নামলেন তখন মাত্র 16 রানে দুই উইকেট হারিয়েছে মুম্বই ৷ সেখান থেকে প্রথমে হার্দিক পাণ্ডিয়া ও পরে কায়রন পোলার্ডকে সঙ্গী করে ম্যাচ জয়ের আঙিনায় দলকে পৌঁছে দিয়েছিলেন ৷ তবে ম্যাচ জিততে না পারলেও তাঁর 58 বলে 99 রানের ইনিংসটার পর তাঁকে বাইরে রেখে দল সাজানোর সাহস হয়ত আর পাবেন না মাহেলা জয়বর্ধনে, রোহিত শর্মারা ৷

ইশান কিষাণ
ঈশান কিষাণ

ম্যাচটা হওয়ার কথা ছিল রোহিত বনাম বিরাটের, বুমরা বনাম ডিভিলিয়ার্সের, বোল্ট বনাম অ্যারন ফিঞ্চের ৷ শেষ দুটির ডুয়েল দেখা গেলেও রোহিত বনাম বিরাট ডাহা ফেল ৷ আজ ফের একবার ব্যর্থ ব্যাঙ্গালোর অধিনায়ক ৷ আগের ম্যাচেই তাঁর ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে তারকা স্ত্রী অনুষ্কা শর্মার প্রসঙ্গ তোলেন সুনীল গাভাসকর ৷ যা নিয়ে মাঠের বাইরে বহু বিতর্ক হয় ৷ ইনস্টাগ্রামে গাভাসকরের মন্তব্য রুচিহীন বলেও মন্তব্য করেন অনুষ্কা ৷ সেই বিতর্কের রেশ কাটার আগে মাঠে ফের ব্যর্থ হলেন বিরাট ৷ করলেন মাত্র 3 রান ৷ খেললেন 11টি বল ৷

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ফর্মে ফিরেছিলেন রোহিত ৷ কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারলেন না জাতীয় দলে কোহলির ডেপুটি ৷ কোহলির মতো তিনি থামলেন মাত্র 8 রান করে ৷ তবে মুম্বইয়ের ভালো খবর ৷ ফর্মে ফিরলেন কায়রন পোলার্ড ৷ 24 বলে 60 রানের ইনিংস শুধু ঈশানকে সাহায্যই করলেন না, দলকে নিয়ে গেল সুপার ওভারে ৷

ব্যাঙ্গালোরের সফলতম বোলার ইসুরু উদানা ৷ নিলেন 2টি উইকেট ৷ তবে 45 রান খরচ করলেন এই শ্রীলঙ্কান পেসার ৷ মাত্র একটি উইকেট নিলেও 4 ওভারে মাত্র 12 রান দিলেন ওয়াশিংটন সুন্দর ৷ এছাড়া চহাল ও জ্যাম্পা নিলেন 1টি করে উইকেট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.