ETV Bharat / sports

IPL 2020 : শারজাতে কি উঠবে বিরাট ঝড় ? না কী বাজিমাৎ করবে নাইটরা ? - IPL 2020 match 28

শারজাতে সোমবার সন্ধেবেলায় তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে 40 শতাংশ । ফলে পেসারদের ধার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে । তাই লড়াইটা হতে চলেছে ব্যাটসম্যান বনাম স্পিনার ।

IPL 2020
IPL 2020
author img

By

Published : Oct 12, 2020, 9:01 AM IST

শারজা , 12 অক্টোবর : IPL এর 28 তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স । 6 ম্যাচে দুই দলেরই সংগ্রহ 8 পয়েন্ট । রান রেটে এগিয়ে থেকে তিনে রয়েছে কলকাতা । দুই দলের কাছেই সুযোগ থাকছে পয়েন্ট টেবিলে ওপরে ওঠার ।

পঞ্জাবের বিরুদ্ধে মিরাকেল উইনের পরও চাপ কমছে না কলকাতার । টিমের ব্যাটিং অর্ডারে একাধিক হার্ড হিটার থাকলেও তা ক্লিক করছে না । কোনও ম্যাচে রাহুল তো কোনও ম্যাচে শুভমান বা কোনও ম্যাচে কার্তিক রান পাচ্ছেন । ব্যাটসম্যানরা চাপ বাড়ালেও দলের বোলিং লাইনআপ স্বস্তি এনে দিয়েছে । নাগরাকোটি - প্রসিধ কৃষ্ণা থেকে বরুণ চক্রবর্তী , বিপক্ষের মুখ থেকে জয় ছিনিয়ে আনা অভ্যাসে পরিণত করে ফেলেছেন । তবে শারজাতে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিততে হলে বিরাট, ডি ভিলিয়র্স , অ্যারন ফিঞ্চের মত বিশ্বমানের ব্যাটসম্যানকে টেক্কা দিতে হবে ।

এদিকে অধিনায়ক বিরাট কোহলির চওড়া ব্যাট আত্মবিশ্বাস বাড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের । কোহলি ছাড়াও RCB-র শক্তি দেবদূত পাল্লিকল , ডিভিলিয়র্স , অ্যারন ফিঞ্চের মত টাপ অর্ডার । সেই সঙ্গে যুযবেন্দ্র চাহালের মিস্ট্রি স্পিন ও ইশুরু উদানার বৈচিত্রে ভরা পেস RCBর বোলিং লাইনের গভীরতা অনেকটাই বাড়িয়েছে । KKR এর ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতার অভাবকে কাজে লাগিয়ে জয়ের নকশা সাজিয়েছে ব্যাঙ্গালোর ।

দুই দলের ব্যাটিং লাইনআপ যথেষ্ঠ শক্তিশালী , ক্রিকেট প্রেমীদের আসা শারজায় উঠতে পারে রানের ঝড় । চার-ছক্কা হইচইয়ের লড়াইতে নিয়ন্ত্রক হবেন ব্যাটসম্যানরাই । এদিকে শারজাতে সোমবার সন্ধেবেলায় তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে 40 শতাংশ । ফলে পেসারদের ধার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে । তাই লড়াইটা হতে চলেছে ব্যাটসম্যান বনাম স্পিনার ।

শারজা , 12 অক্টোবর : IPL এর 28 তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স । 6 ম্যাচে দুই দলেরই সংগ্রহ 8 পয়েন্ট । রান রেটে এগিয়ে থেকে তিনে রয়েছে কলকাতা । দুই দলের কাছেই সুযোগ থাকছে পয়েন্ট টেবিলে ওপরে ওঠার ।

পঞ্জাবের বিরুদ্ধে মিরাকেল উইনের পরও চাপ কমছে না কলকাতার । টিমের ব্যাটিং অর্ডারে একাধিক হার্ড হিটার থাকলেও তা ক্লিক করছে না । কোনও ম্যাচে রাহুল তো কোনও ম্যাচে শুভমান বা কোনও ম্যাচে কার্তিক রান পাচ্ছেন । ব্যাটসম্যানরা চাপ বাড়ালেও দলের বোলিং লাইনআপ স্বস্তি এনে দিয়েছে । নাগরাকোটি - প্রসিধ কৃষ্ণা থেকে বরুণ চক্রবর্তী , বিপক্ষের মুখ থেকে জয় ছিনিয়ে আনা অভ্যাসে পরিণত করে ফেলেছেন । তবে শারজাতে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিততে হলে বিরাট, ডি ভিলিয়র্স , অ্যারন ফিঞ্চের মত বিশ্বমানের ব্যাটসম্যানকে টেক্কা দিতে হবে ।

এদিকে অধিনায়ক বিরাট কোহলির চওড়া ব্যাট আত্মবিশ্বাস বাড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের । কোহলি ছাড়াও RCB-র শক্তি দেবদূত পাল্লিকল , ডিভিলিয়র্স , অ্যারন ফিঞ্চের মত টাপ অর্ডার । সেই সঙ্গে যুযবেন্দ্র চাহালের মিস্ট্রি স্পিন ও ইশুরু উদানার বৈচিত্রে ভরা পেস RCBর বোলিং লাইনের গভীরতা অনেকটাই বাড়িয়েছে । KKR এর ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতার অভাবকে কাজে লাগিয়ে জয়ের নকশা সাজিয়েছে ব্যাঙ্গালোর ।

দুই দলের ব্যাটিং লাইনআপ যথেষ্ঠ শক্তিশালী , ক্রিকেট প্রেমীদের আসা শারজায় উঠতে পারে রানের ঝড় । চার-ছক্কা হইচইয়ের লড়াইতে নিয়ন্ত্রক হবেন ব্যাটসম্যানরাই । এদিকে শারজাতে সোমবার সন্ধেবেলায় তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে 40 শতাংশ । ফলে পেসারদের ধার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে । তাই লড়াইটা হতে চলেছে ব্যাটসম্যান বনাম স্পিনার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.