ETV Bharat / sports

স্লগ ওভারে ব্য়র্থ ব্য়াটিং, 145 রানে আটকে গেল RCB - রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালোর

এর আগে RCB এবং CSK 25 ম্য়াচে মুখোমুখি হয়েছে ৷ যে লড়াইয়ে 15-9 ফলাফলে চেন্নাই অনেকটাই এগিয়ে রয়েছে ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর অনেকটাই এগিয়ে রয়েছে ৷

ipl-2020-rcb-win-toss-opt-to-bat-first-vs-csk
CSK-র বিরুদ্ধে টস জিতে আগে ব্য়াট করার সিদ্ধান্ত RCB-র
author img

By

Published : Oct 25, 2020, 4:41 PM IST

Updated : Oct 25, 2020, 5:20 PM IST

দুবাই, 25 অক্টোবর : রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুটা ভালোই করেছিল বিরাট কোহলির রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তবে, শেষের দিকে এসে একের পর এক উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তেমন রান তুলতে পারলেন না কোহলিরা ৷ 6 উইকেট হারিয়ে মাত্র 145 রানে শেষ হল RCB-র ইনিংস ৷ আজ টস জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক বিরাট কোহলি ৷ 15 ওভার পর্যন্ত 2 উইকেট হারিয়ে 101 রান করে ভালো জায়গায় ছিল তাঁর দল ৷ ক্রিজে ছিলেন স্বয়ং অধিনায়ক কোহলি ও মিস্টার 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্স ৷

তবে, RCB ইনিংসের ছন্দ পতন শুরু হয় 18 তম ওভারের তৃতীয় বলে, যখন দীপক চাহরের বলকে লং অনের উপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে যান এবি ৷ মিস টাইম হওয়ায় বল লং অনে দাঁড়ানো ফাফ ডু’প্লেসির হাতে জমা হয় ৷ 36 বলে 39 রান করে ফিরে যান এবি ৷ এরপর ব্য়ক্তিগত 50 রান করে প্য়াভিলিয়নের রাস্তা ধরেন অধিনায়ক বিরাট কোহলিও ৷ তিনিও স্য়াম কুরানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডু’প্লেসির হাতে ক্য়াচ তুলে দেন ৷ এরপর একের পর এক উইকেট হারিয়ে মাত্র 145 রান তোলে RCB । জয়ের জন্য় চেন্নাই সুপার কিংসকে করতে হবে 146 রান ৷

রবিবার টস জিতে ব্যাঙ্গালোর অধিনায়ক বলেন, পিচ অনেকটাই শুকনো এবং রুক্ষ ৷ গরম বেশি থাকলে পিচ ভালো অবস্থায় থাকে না ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে দুবাইয়ের মাপমাত্রা অনেকটাই নেমেছে ৷ তবুও এটা অনেকটাই স্লো পিচ বলে জানান তিনি ৷ তাই প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক ৷ এ দিন শ্রীলঙ্কার মিডিয়াম পেসার ইসরু উডানাকে বসিয়ে স্পিনিং ওলরাউন্ডার মইন আলিকে দলে নিয়েছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

অন্য়দিকে, টস হেরে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, তিনি টস জিতলে আগে ব্য়াট করার সিদ্ধান্তই নিতেন ৷ তিনি দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে বলেন, অঙ্কের হিসেবে দেখতে গেলে তাঁর দল এখনও টুর্নামেন্টে বেঁচে রয়েছে ৷ তবে, এট ভাবতে হবে, যে দল হিসেবে তাঁরা কেমন পারফর্ম করেছেন ৷ এই মুহূর্তে 3টি ম্য়াচ রয়েছে ৷ তার মধ্য়ে এক একটি ম্য়াচ ধরে চেন্নাই এগোতে চায় বলে জানান ধোনি ৷ তাঁরা পয়েন্ট টেবিল নিয়ে ভাবতে নারাজ ৷ জস হেজলউড ও শার্দূল ঠাকুরের জায়গায় চেন্নাই শিবিরে মিচেল স্য়ান্টনার ও মোনু কুমার চেন্নাই দলে এসেছেন ৷

এর আগে RCB এবং CSK 25 ম্য়াচে মুখোমুখি হয়েছে ৷ যে লড়াইয়ে 15-9 ফলাফলে চেন্নাই অনেকটাই এগিয়ে রয়েছে ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর অনেকটাই এগিয়ে রয়েছে ৷

দুই দলের প্লেয়িং ইলেভেন---

রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর-- দেবদত্ত পডিক্কল, অ্য়ারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেট কিপার), মইন আলি, গুরকিরাত সিং মান, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

চেন্নাই সুপার কিংস-- রুতুরাজ গাইকোয়াড়, ফাফ ডু’প্লেসি, এন জগদীশন, এম এস ধোনি, (অধিনায়ক, উইকেট কিপার), স্য়াম কুরান, রবীন্দ্র জাডেজা, মিচল স্য়ান্টনার, দীপক চাহার, ইমরান তাহির, মোনু কুমার

দুবাই, 25 অক্টোবর : রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুটা ভালোই করেছিল বিরাট কোহলির রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তবে, শেষের দিকে এসে একের পর এক উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তেমন রান তুলতে পারলেন না কোহলিরা ৷ 6 উইকেট হারিয়ে মাত্র 145 রানে শেষ হল RCB-র ইনিংস ৷ আজ টস জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক বিরাট কোহলি ৷ 15 ওভার পর্যন্ত 2 উইকেট হারিয়ে 101 রান করে ভালো জায়গায় ছিল তাঁর দল ৷ ক্রিজে ছিলেন স্বয়ং অধিনায়ক কোহলি ও মিস্টার 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্স ৷

তবে, RCB ইনিংসের ছন্দ পতন শুরু হয় 18 তম ওভারের তৃতীয় বলে, যখন দীপক চাহরের বলকে লং অনের উপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে যান এবি ৷ মিস টাইম হওয়ায় বল লং অনে দাঁড়ানো ফাফ ডু’প্লেসির হাতে জমা হয় ৷ 36 বলে 39 রান করে ফিরে যান এবি ৷ এরপর ব্য়ক্তিগত 50 রান করে প্য়াভিলিয়নের রাস্তা ধরেন অধিনায়ক বিরাট কোহলিও ৷ তিনিও স্য়াম কুরানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডু’প্লেসির হাতে ক্য়াচ তুলে দেন ৷ এরপর একের পর এক উইকেট হারিয়ে মাত্র 145 রান তোলে RCB । জয়ের জন্য় চেন্নাই সুপার কিংসকে করতে হবে 146 রান ৷

রবিবার টস জিতে ব্যাঙ্গালোর অধিনায়ক বলেন, পিচ অনেকটাই শুকনো এবং রুক্ষ ৷ গরম বেশি থাকলে পিচ ভালো অবস্থায় থাকে না ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে দুবাইয়ের মাপমাত্রা অনেকটাই নেমেছে ৷ তবুও এটা অনেকটাই স্লো পিচ বলে জানান তিনি ৷ তাই প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক ৷ এ দিন শ্রীলঙ্কার মিডিয়াম পেসার ইসরু উডানাকে বসিয়ে স্পিনিং ওলরাউন্ডার মইন আলিকে দলে নিয়েছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

অন্য়দিকে, টস হেরে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, তিনি টস জিতলে আগে ব্য়াট করার সিদ্ধান্তই নিতেন ৷ তিনি দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে বলেন, অঙ্কের হিসেবে দেখতে গেলে তাঁর দল এখনও টুর্নামেন্টে বেঁচে রয়েছে ৷ তবে, এট ভাবতে হবে, যে দল হিসেবে তাঁরা কেমন পারফর্ম করেছেন ৷ এই মুহূর্তে 3টি ম্য়াচ রয়েছে ৷ তার মধ্য়ে এক একটি ম্য়াচ ধরে চেন্নাই এগোতে চায় বলে জানান ধোনি ৷ তাঁরা পয়েন্ট টেবিল নিয়ে ভাবতে নারাজ ৷ জস হেজলউড ও শার্দূল ঠাকুরের জায়গায় চেন্নাই শিবিরে মিচেল স্য়ান্টনার ও মোনু কুমার চেন্নাই দলে এসেছেন ৷

এর আগে RCB এবং CSK 25 ম্য়াচে মুখোমুখি হয়েছে ৷ যে লড়াইয়ে 15-9 ফলাফলে চেন্নাই অনেকটাই এগিয়ে রয়েছে ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর অনেকটাই এগিয়ে রয়েছে ৷

দুই দলের প্লেয়িং ইলেভেন---

রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর-- দেবদত্ত পডিক্কল, অ্য়ারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেট কিপার), মইন আলি, গুরকিরাত সিং মান, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

চেন্নাই সুপার কিংস-- রুতুরাজ গাইকোয়াড়, ফাফ ডু’প্লেসি, এন জগদীশন, এম এস ধোনি, (অধিনায়ক, উইকেট কিপার), স্য়াম কুরান, রবীন্দ্র জাডেজা, মিচল স্য়ান্টনার, দীপক চাহার, ইমরান তাহির, মোনু কুমার

Last Updated : Oct 25, 2020, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.