ETV Bharat / sports

হায়দরাবাদের বিরুদ্ধে বাউন্স ব্যাক করতে মরিয়া CSK - দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

বর্তমানে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দুটি দলই পয়েন্ট টেবিলের একেবারে শেষ দিকে আছে ৷ যদিও টুর্নামেন্টে ফিরে আসার এখনও প্রচুর সময় আছে ৷ কিন্তু প্রথম দিকে কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জন করা সবসমই ভালো ৷

CSK vs SRH
CSK vs SRH
author img

By

Published : Oct 2, 2020, 4:27 PM IST

দুবাই, 2 অক্টোবর : ছয় দিনের বিশ্রামের পর আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফের নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ ৷ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরপর দুই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে ৷

বর্তমানে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দুটি দলই পয়েন্ট টেবিলের একেবারে শেষ দিকে আছে ৷ যদিও টুর্নামেন্টে ফিরে আসার এখনও প্রচুর সময় আছে ৷ কিন্তু প্রথম দিকে কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জন করা সবসমই ভালো ৷

পরপর দুটি ম্যাচে হেরে গেলেও টুর্নামেন্টে বাউন্স ব্যাক করা নজির আছে চেন্নাই সুপার কিংসের ৷ তবে শুধু মাত্র তিন বারের চ্যাম্পিয়নরাই নয় টুর্নামেন্টের বাকি দলও অতীতে টুর্নামেন্টের শেষ দিকে ফিরে এসেছে ৷

ম্যাচের কথা বলতে হলে চেন্নাই সুপার কিংসকে হালকাভাবে নিচ্ছে না ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ ৷ বিশেষ করে অম্বাতি রায়ড়ু ও ডোয়েন ব্রাভো নিজেদের ফিট ঘোষণা করেছেন ৷ এবং সম্ভবত এই ম্যাচেই দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন ৷

যদি রায়ডু প্রথম একাদশে জায়গা পান, তাহলে ফর্মের বাইরে থাকা মুরলি বিজয়কে ডাগআউটে বসতে হবে ৷ অন্যদিকে ব্রাভোর অন্তর্ভুক্তি মহেন্দ্র সিং ধোনির দলকে ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও বিকল্প দেবে ৷ তবে ব্রাভো দলে এলে হয়ত বসতে হবে অজ়ি বোলার জস হেজেলউডকে ৷

আগের ম্যাচগুলিতে ধোনির অর্ডার নিয়ে অনেক সমালোচনা হয়েছে ৷ ব্যাটিং অর্ডারে ধোনির নিচের দিকে নামার সিদ্ধান্ত এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে ৷ তাই হায়দারাবাদের বিরুদ্ধে ধোনি কী সিদ্ধান্ত নেয় তা দিকে নজর রাখতেই হবে ৷ তবে এটাও মনে রাখতে হবে, আগের ম্যাচেই দিল্লি ক্যাপিট্যালসকে হারিয়েছে সানরাইজার্স ৷ তাই তারা এখন আত্মবিশ্বাসের শিখরে আছে ৷

তাদের বোলিং বিভাগে, দীপক চাহার এবং স্যাম কুরানকে নিজেদের ফর্মে পাওয়া যায়নি ৷ তাই তারা ফিরে আসার লক্ষ্যে থাকবেন ৷ অন্যদিকে দলের স্পিনের দায়িত্ব থাকবে পীযূষ চাওলা ও রবীন্দ্র জাদেজার উপরই ৷ যদিও এখনও পর্যন্ত তাঁরা দলকে হতাশ করেছেন ৷

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ অবশ্যই টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে থাকবে ৷ তবে একই সঙ্গে প্রতিপক্ষের চিন্তা ভাবনা ও শক্তি সম্পর্কে তাদের সচেতন থাকতে হবে ৷

আগের ম্যাচেই বোলিং ব্রিগেডের উপর ভর করে দিল্লি ক্যাপিট্যালসকে হারায় সানরাইজার্সরা ৷ বিশেষ করে রশিদ খান দুরন্ত বোলিং করেন ৷ 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ তাঁকে যোগ্য সাহায্য করেন ভুবনেশ্বর কুমার ৷ তিনিও 2টি উইকেট নেন ৷

চেন্নাই ব্যাটসম্যানরা রানে ফিরতে মরিয়া ৷ তাদের শান্ত রাখতে ফের একবার জ্বলে উঠতে হবে হায়দরাবাদ বোলারদের ৷

হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ওপেনার জনি বেয়ারস্টো ভাল ফর্মে আছেন ৷ কেন উইলিয়ামসনের প্রত্যাবর্তনও তাদের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করে তুলেছে। প্রথম দুটি ম্যাচ মিস করার পরে, দিল্লির বিরুদ্ধে নিউজিল্যান্ডের অধিনায়কের 26 বলে 41 রানের ইনিংস টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছে ৷

দুবাই, 2 অক্টোবর : ছয় দিনের বিশ্রামের পর আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফের নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ ৷ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরপর দুই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে ৷

বর্তমানে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দুটি দলই পয়েন্ট টেবিলের একেবারে শেষ দিকে আছে ৷ যদিও টুর্নামেন্টে ফিরে আসার এখনও প্রচুর সময় আছে ৷ কিন্তু প্রথম দিকে কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জন করা সবসমই ভালো ৷

পরপর দুটি ম্যাচে হেরে গেলেও টুর্নামেন্টে বাউন্স ব্যাক করা নজির আছে চেন্নাই সুপার কিংসের ৷ তবে শুধু মাত্র তিন বারের চ্যাম্পিয়নরাই নয় টুর্নামেন্টের বাকি দলও অতীতে টুর্নামেন্টের শেষ দিকে ফিরে এসেছে ৷

ম্যাচের কথা বলতে হলে চেন্নাই সুপার কিংসকে হালকাভাবে নিচ্ছে না ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ ৷ বিশেষ করে অম্বাতি রায়ড়ু ও ডোয়েন ব্রাভো নিজেদের ফিট ঘোষণা করেছেন ৷ এবং সম্ভবত এই ম্যাচেই দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন ৷

যদি রায়ডু প্রথম একাদশে জায়গা পান, তাহলে ফর্মের বাইরে থাকা মুরলি বিজয়কে ডাগআউটে বসতে হবে ৷ অন্যদিকে ব্রাভোর অন্তর্ভুক্তি মহেন্দ্র সিং ধোনির দলকে ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও বিকল্প দেবে ৷ তবে ব্রাভো দলে এলে হয়ত বসতে হবে অজ়ি বোলার জস হেজেলউডকে ৷

আগের ম্যাচগুলিতে ধোনির অর্ডার নিয়ে অনেক সমালোচনা হয়েছে ৷ ব্যাটিং অর্ডারে ধোনির নিচের দিকে নামার সিদ্ধান্ত এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে ৷ তাই হায়দারাবাদের বিরুদ্ধে ধোনি কী সিদ্ধান্ত নেয় তা দিকে নজর রাখতেই হবে ৷ তবে এটাও মনে রাখতে হবে, আগের ম্যাচেই দিল্লি ক্যাপিট্যালসকে হারিয়েছে সানরাইজার্স ৷ তাই তারা এখন আত্মবিশ্বাসের শিখরে আছে ৷

তাদের বোলিং বিভাগে, দীপক চাহার এবং স্যাম কুরানকে নিজেদের ফর্মে পাওয়া যায়নি ৷ তাই তারা ফিরে আসার লক্ষ্যে থাকবেন ৷ অন্যদিকে দলের স্পিনের দায়িত্ব থাকবে পীযূষ চাওলা ও রবীন্দ্র জাদেজার উপরই ৷ যদিও এখনও পর্যন্ত তাঁরা দলকে হতাশ করেছেন ৷

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ অবশ্যই টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে থাকবে ৷ তবে একই সঙ্গে প্রতিপক্ষের চিন্তা ভাবনা ও শক্তি সম্পর্কে তাদের সচেতন থাকতে হবে ৷

আগের ম্যাচেই বোলিং ব্রিগেডের উপর ভর করে দিল্লি ক্যাপিট্যালসকে হারায় সানরাইজার্সরা ৷ বিশেষ করে রশিদ খান দুরন্ত বোলিং করেন ৷ 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ তাঁকে যোগ্য সাহায্য করেন ভুবনেশ্বর কুমার ৷ তিনিও 2টি উইকেট নেন ৷

চেন্নাই ব্যাটসম্যানরা রানে ফিরতে মরিয়া ৷ তাদের শান্ত রাখতে ফের একবার জ্বলে উঠতে হবে হায়দরাবাদ বোলারদের ৷

হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ওপেনার জনি বেয়ারস্টো ভাল ফর্মে আছেন ৷ কেন উইলিয়ামসনের প্রত্যাবর্তনও তাদের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করে তুলেছে। প্রথম দুটি ম্যাচ মিস করার পরে, দিল্লির বিরুদ্ধে নিউজিল্যান্ডের অধিনায়কের 26 বলে 41 রানের ইনিংস টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.