দিল্লি, 28 সেপ্টেম্বর : শারজা ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানের জয়ের নায়ক সঞ্জু স্যামসন ৷ মাত্র 42 বল খেলে 85 রানের ইনিংস খেলেছেন রাজস্থান রয়্যালসের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৷ যার মধ্যে আছে 4টি চার ও 7টি বিশাল ছক্কা ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয় ৷
ম্যচের শেষে কংগ্রসে সাংসদ শশী থারুর টুইটারে রাজস্থান রয়্যালস ও সঞ্জু স্যামসনকে স্যালুট জানান ৷ তিনি তাঁর পুরোনো একটি কথার প্রসঙ্গ তুলে আনেন ৷ লেখেন, "সঞ্জু স্যামসনকে আমি অনেক বছর থেকে চিনি । তার যখন 14 বছর বয়স, তাকে বলেছিলাম, সে পরবর্তী ধোনি হবে। আজ সেই দিন এসেছে । " তাঁর টুইটের জবাব দিয়ে প্রাক্তন ক্রিকেটার ও BJP সাংসদ গৌতম গম্ভীর টুইট করেন ৷ তিনি লেখেন, ‘‘স্যামসনের পরবর্তী কেউ হওয়ার দরকার নেই ৷ ও ভারতীয় ক্রিকেটের দা সঞ্জু স্যামসন হবে।’’
-
What an absolutely incredible win for @rajasthanroyals ! I’ve known @iamSanjuSamson for a decade & told him when he was 14 that he would one day be the next MS Dhoni. Well, that day is here. After his two amazing innings in this IPL you know a world class player has arrived.
— Shashi Tharoor (@ShashiTharoor) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What an absolutely incredible win for @rajasthanroyals ! I’ve known @iamSanjuSamson for a decade & told him when he was 14 that he would one day be the next MS Dhoni. Well, that day is here. After his two amazing innings in this IPL you know a world class player has arrived.
— Shashi Tharoor (@ShashiTharoor) September 27, 2020What an absolutely incredible win for @rajasthanroyals ! I’ve known @iamSanjuSamson for a decade & told him when he was 14 that he would one day be the next MS Dhoni. Well, that day is here. After his two amazing innings in this IPL you know a world class player has arrived.
— Shashi Tharoor (@ShashiTharoor) September 27, 2020
এস শ্রীশান্তও টুইট করেন ৷ তিনি লেখেন, ‘‘ ও পরবর্তী ধোনি নয়। ও একমাত্র সঞ্জু সম্যামসন ৷’’
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত নিজেদের দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস ৷ আর দুটি জয়েই বড় ভূমিকা পালন করেছেন সঞ্জু ৷
-
Sanju Samson doesn’t need to be next anyone. He will be ‘the’ Sanju Samson of Indian Cricket. https://t.co/xUBmQILBXv
— Gautam Gambhir (@GautamGambhir) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sanju Samson doesn’t need to be next anyone. He will be ‘the’ Sanju Samson of Indian Cricket. https://t.co/xUBmQILBXv
— Gautam Gambhir (@GautamGambhir) September 27, 2020Sanju Samson doesn’t need to be next anyone. He will be ‘the’ Sanju Samson of Indian Cricket. https://t.co/xUBmQILBXv
— Gautam Gambhir (@GautamGambhir) September 27, 2020
আরও পড়ুন :তেওয়াটিয়ার 5 ছক্কায় ঘুরল ম্যাচ, সর্বোচ্চ রান তাড়া করে জয় রাজস্থানের
RR তাদের দুটি ম্যাচেই 200 রানের গণ্ডি পার করেছে ৷ তাদের টুর্নামেন্ট শুরুর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 32 বলে 74 রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন ৷ দলকে নির্ধারিত 20 ওভারে 216 রান তুলতে সাহায্য করেন ৷ রবিবার জয়ের জন্য রাজস্থানের 224 রান দরকার ছিল ৷ এখানেও 85 রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি ৷
জস বাটলার আউট হয়ে যাওয়ার পর রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে 81 রানের পার্টনারশিপ গড়েন তিনি ৷
-
He is not next Dhoni .,he is @IamSanjuSamson the one and only.he should have been playing from 2015 regularly in all formats.pls don’t compare him,if he had given right opportunities then ,he would have been playing like this for india and would have won world cups ..but
— Sreesanth (@sreesanth36) September 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">He is not next Dhoni .,he is @IamSanjuSamson the one and only.he should have been playing from 2015 regularly in all formats.pls don’t compare him,if he had given right opportunities then ,he would have been playing like this for india and would have won world cups ..but
— Sreesanth (@sreesanth36) September 28, 2020He is not next Dhoni .,he is @IamSanjuSamson the one and only.he should have been playing from 2015 regularly in all formats.pls don’t compare him,if he had given right opportunities then ,he would have been playing like this for india and would have won world cups ..but
— Sreesanth (@sreesanth36) September 28, 2020
স্মিথ আউট হয়ে যাওয়ার পরে স্যামসনের উপর চাপ বাড়তে থাকে ৷ অন্যপ্রান্তে ব্যাটিং করা রাহুল তেওয়াটিয়া তখন বাউন্ডারি মারতে পারছিলেন না ৷ কেরালার ব্যাটসম্যান সঞ্জু তখন রানের গতি বাড়াতে থাকেন ৷ কিন্তু 17 তম ওভারে তিনি আউট হয়ে যান ৷
কিন্তু রাজস্থানের সৌভাগ্য, একসময় 19 বলে 8 রান করা রাহুল তেওয়াটিয়া ব্যাটে বলে ভালো কানেক্ট করতে শুরু করেন ৷ এবং শেষ পর্যন্ত 53 রানে থামেন ৷ শেলডন কাটরেলের এক ওভারে তিনি 5টি ছক্কা হাঁকান ৷ ম্যাচের একেবারে শেষে টম কুরান তিন বল বাকি থাকতেই বাউন্ডারি মেরে ম্যাচ জেতান ৷