ETV Bharat / sports

পঞ্চমবার মুম্বই না প্রথমবার দিল্লি, কার ঘরে উঠবে খেতাব ? - দিল্লি ক্যাপিটালস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই দলের সাক্ষাতে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৷ শেষ চারটি ম্যাচেই মুম্বইয়ের কাছে হেরেছে দিল্লি ৷ তবে এবার পরিস্থিতি বদলাতেই পারে ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়েই চ্যাম্পিয়ন হতে পারে দিল্লি ক্যাপিটালস ৷

MI vs DC
MI vs DC
author img

By

Published : Nov 10, 2020, 7:01 AM IST

দুবাই, 10 নভেম্বর : শেষ ল্যাপে কোটিপতি লিগ ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ৷ এই প্রথম শনি বা রবিবারে নয়, কোরোনা প্যানডেমিকের কারণে মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে IPL -এর মেগা ফাইনাল ৷

59টি হাড্ডাহাড্ডি ম্যাচের পর IPL ট্রফির দৌড়ে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও প্রথম বার ফাইনালে দিল্লি ক্যাপিটালস ৷ গ্রুপ স্টেজেও দুটি দল প্রথম দুটি স্থানে ছিল ৷

চোটের কারণে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে কয়েক সপ্তাহ না পাওয়া গেলেও তাদের 15টি ম্যাচে 10টিতে জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ যেটা মুম্বইয়ের আত্মবিশ্বাস ও দলের গভীরতা প্রকাশ করে ৷

বিভিন্ন ক্ষেত্রে দলের একাধিক ব্যাটসম্যান বড় রান করেছেন ৷ ওপেনাররা থেকে শুরু করে টেলএন্ডাররাও দলের ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ৷ তেমনই বোলারার দুরন্ত পারফর্ম করছেন ৷ বোলিং ইউনিটে জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্ট জুটিতে দুরন্ত পারফর্ম করছেন ৷ ইতিমধ্যে দুজনে 49টি উইকেট তুলে নিয়েছেন ৷

এছাড়া মুম্বই দলে পাণ্ডিয়া ভাইরা ও কাইরন পোলার্ড দুরন্ত অলরাউন্ড পারফর্ম করছেন ৷ যেটা দলের ভারসাম্য ধরে রেখেছে ৷ যদিও দলের অধিনায়ক রোহিত শর্মা আগের ফর্মে নেই, তা সত্ত্বেও দলের অন্যরা তাঁর অভাব পূরণ করে দিয়েছেন ৷ ফলে পঞ্চম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল জয়ের জন্য আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স ৷

অন্যদিকে দিল্লি ক্যাপিটালস শেষ কয়েক সপ্তাহ ভালো কাটেনি ৷ কয়েকটি ম্যাচে হারের মুখ দেখে শ্রেয়সের দল ৷ তবে শেষ ল্যাপে জিতে ফাইনালে পৌঁছায় রিকি পন্টিংয়েপর প্রশিক্ষণাধীন দিল্লি ক্যাপিটালস ৷ তাদের বিদেশি ক্রিকেটাররা সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে জ্বলে উঠেছে ৷ ব্যাটে ও বলে দুরন্ত পারফর্ম করেন মার্কাস স্টইনিস ৷

ব্যাটে দিল্লিকে ভরসা দিচ্ছেন শিখর ধাওয়ান ৷ অন্যদিকে বলে কাগিসো রাবাডা ৷ টুর্নামেন্টে ইতিমধ্যে 600 রান সম্পূর্ণ করেছেন শিখর ৷ অন্যদিকে আগুন ঝরাচ্ছেন রাবাডা ৷ বেগুনি টুপির লড়াইয়ে 29টি উইকেট নিয়ে সবার উপরে তিনি ৷

তবে দিল্লির চিন্তার কারণ অবশ্যই ঋষভ পন্থ ৷ IPL 2020 তে বড় রান আসেনি পন্থের ব্যাট থেকে ৷ তবে শেষ ম্যাচে রান পেয়েছেন শিমরন হেটমেয়ার ৷ তাই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে খেতাব ঘরে তুলতে আশাবাদী দিল্লি ক্যাপিটালস ৷

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই দলের সাক্ষাতে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৷ শেষ চারটি ম্যাচেই মুম্বইয়ের কাছে হেরেছে দিল্লি ৷ তবে এবার পরিস্থিতি বদলাতেই পারে ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়েই চ্যাম্পিয়ন হতে পারে দিল্লি ক্যাপিটালস ৷

দুবাই, 10 নভেম্বর : শেষ ল্যাপে কোটিপতি লিগ ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ৷ এই প্রথম শনি বা রবিবারে নয়, কোরোনা প্যানডেমিকের কারণে মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে IPL -এর মেগা ফাইনাল ৷

59টি হাড্ডাহাড্ডি ম্যাচের পর IPL ট্রফির দৌড়ে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও প্রথম বার ফাইনালে দিল্লি ক্যাপিটালস ৷ গ্রুপ স্টেজেও দুটি দল প্রথম দুটি স্থানে ছিল ৷

চোটের কারণে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে কয়েক সপ্তাহ না পাওয়া গেলেও তাদের 15টি ম্যাচে 10টিতে জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ যেটা মুম্বইয়ের আত্মবিশ্বাস ও দলের গভীরতা প্রকাশ করে ৷

বিভিন্ন ক্ষেত্রে দলের একাধিক ব্যাটসম্যান বড় রান করেছেন ৷ ওপেনাররা থেকে শুরু করে টেলএন্ডাররাও দলের ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ৷ তেমনই বোলারার দুরন্ত পারফর্ম করছেন ৷ বোলিং ইউনিটে জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্ট জুটিতে দুরন্ত পারফর্ম করছেন ৷ ইতিমধ্যে দুজনে 49টি উইকেট তুলে নিয়েছেন ৷

এছাড়া মুম্বই দলে পাণ্ডিয়া ভাইরা ও কাইরন পোলার্ড দুরন্ত অলরাউন্ড পারফর্ম করছেন ৷ যেটা দলের ভারসাম্য ধরে রেখেছে ৷ যদিও দলের অধিনায়ক রোহিত শর্মা আগের ফর্মে নেই, তা সত্ত্বেও দলের অন্যরা তাঁর অভাব পূরণ করে দিয়েছেন ৷ ফলে পঞ্চম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল জয়ের জন্য আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স ৷

অন্যদিকে দিল্লি ক্যাপিটালস শেষ কয়েক সপ্তাহ ভালো কাটেনি ৷ কয়েকটি ম্যাচে হারের মুখ দেখে শ্রেয়সের দল ৷ তবে শেষ ল্যাপে জিতে ফাইনালে পৌঁছায় রিকি পন্টিংয়েপর প্রশিক্ষণাধীন দিল্লি ক্যাপিটালস ৷ তাদের বিদেশি ক্রিকেটাররা সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে জ্বলে উঠেছে ৷ ব্যাটে ও বলে দুরন্ত পারফর্ম করেন মার্কাস স্টইনিস ৷

ব্যাটে দিল্লিকে ভরসা দিচ্ছেন শিখর ধাওয়ান ৷ অন্যদিকে বলে কাগিসো রাবাডা ৷ টুর্নামেন্টে ইতিমধ্যে 600 রান সম্পূর্ণ করেছেন শিখর ৷ অন্যদিকে আগুন ঝরাচ্ছেন রাবাডা ৷ বেগুনি টুপির লড়াইয়ে 29টি উইকেট নিয়ে সবার উপরে তিনি ৷

তবে দিল্লির চিন্তার কারণ অবশ্যই ঋষভ পন্থ ৷ IPL 2020 তে বড় রান আসেনি পন্থের ব্যাট থেকে ৷ তবে শেষ ম্যাচে রান পেয়েছেন শিমরন হেটমেয়ার ৷ তাই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে খেতাব ঘরে তুলতে আশাবাদী দিল্লি ক্যাপিটালস ৷

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই দলের সাক্ষাতে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৷ শেষ চারটি ম্যাচেই মুম্বইয়ের কাছে হেরেছে দিল্লি ৷ তবে এবার পরিস্থিতি বদলাতেই পারে ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়েই চ্যাম্পিয়ন হতে পারে দিল্লি ক্যাপিটালস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.