ETV Bharat / sports

IPL 2020 : রাজস্থানকে 57 রানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মুম্বই - মুম্বাই বনাম রাজস্থান

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা । সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝোড়ো 76 রানের পার্টনারশিপের সৌজন্যে 193 রান তোলে মুম্বই ।

mumbai indians vs rajasthan royals
mumbai indians vs rajasthan royals
author img

By

Published : Oct 6, 2020, 7:45 PM IST

Updated : Oct 7, 2020, 12:20 AM IST

আবু ধাবি , 6 অক্টোবর : রাজস্থান রয়্যালসকে 57 রানে হারাল মুম্বই ইন্ডিয়ানস । আজ প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেটে 193 রান তোলে তারা । সৌজন্যে- শেষ 6 ওভারে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝোড়ো 76 রানের পার্টনারশিপ । ব্যাট করতে নেমে 136 রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস ।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা । প্রথম ওভারে 10 দ্বিতীয় ওভারে 4 ও তৃতীয় ওভারে 15 , চতুর্থ ওভারে 12 রান তুলে বড় পার্টনারশিপের ইঙ্গিত দিয়েছিল রোহিত - ডি কক জুটি । পঞ্চম ওভারে কার্তিক ত্যাগীর বলে জস বাটলারের হাতে ধরা দিয়ে ডাগ আউটে ফেরেন ডি কক ।

এর পর সূর্য কুমার যাদবকে সঙ্গী করে দলকে টানেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা । দশম ওভারে মুম্বই শিবিরে জোড়া ধাক্কা দেন শ্রেয়স গোপাল । প্রথম বলে রোহিত শর্মাকে ফেরানোর পর তৃতীয় বলে ইশান কিষানকে ফেরান গোপাল । পর পর দুই উকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় মুম্বই শিবির ।

চতুর্থ উইকেটে ক্রুনাল পান্ডিয়াকে নামায় মুম্বই শিবির । ক্রুনালকে সঙ্গী করে রানরেট বাড়ানোর চেষ্টা করতে থাকেন সূর্য কুমার । 14 ওভারের শেষ বলে ক্রুনালকে ফেরান জোফ্রা আর্চার । তখন মুম্বইয়ের সংগ্রহ 4 উইকেট হারিয়ে 117 ।

এরপরই হার্দিককে সঙ্গে নিয়ে ঝড় তোলেন সূর্য কুমার । শেষ 6 ওভারে 76 রান যোগ করে মুম্বইকে পৌঁছে দেন 193-এ । একটা সময় বেশি রান উঠবে না মনে হলেও সূর্য কুমার ও হার্দিক ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন ।

ব্যাট করতে নেমে প্রথমেই যশস্বী জয়সওয়ালের উইকেট হারায় রাজস্থান । এরপর একের পর এক উইকেট হারাতে থাকে তারা । কিন্তু, লড়াই চালিয়ে যান বাটলার । যখন কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছিলেন তিনি তখনই অসাধারণ ক্যাচ ধরে তাঁকে ফেরান পোলার্ড । 44 বলে 70 রান করেন তিনি । বুমরাহ 20 রান দিয়ে চার উইকেট নেন । এর ফলে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছাল মুম্বই ।

আবু ধাবি , 6 অক্টোবর : রাজস্থান রয়্যালসকে 57 রানে হারাল মুম্বই ইন্ডিয়ানস । আজ প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেটে 193 রান তোলে তারা । সৌজন্যে- শেষ 6 ওভারে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝোড়ো 76 রানের পার্টনারশিপ । ব্যাট করতে নেমে 136 রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস ।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা । প্রথম ওভারে 10 দ্বিতীয় ওভারে 4 ও তৃতীয় ওভারে 15 , চতুর্থ ওভারে 12 রান তুলে বড় পার্টনারশিপের ইঙ্গিত দিয়েছিল রোহিত - ডি কক জুটি । পঞ্চম ওভারে কার্তিক ত্যাগীর বলে জস বাটলারের হাতে ধরা দিয়ে ডাগ আউটে ফেরেন ডি কক ।

এর পর সূর্য কুমার যাদবকে সঙ্গী করে দলকে টানেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা । দশম ওভারে মুম্বই শিবিরে জোড়া ধাক্কা দেন শ্রেয়স গোপাল । প্রথম বলে রোহিত শর্মাকে ফেরানোর পর তৃতীয় বলে ইশান কিষানকে ফেরান গোপাল । পর পর দুই উকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় মুম্বই শিবির ।

চতুর্থ উইকেটে ক্রুনাল পান্ডিয়াকে নামায় মুম্বই শিবির । ক্রুনালকে সঙ্গী করে রানরেট বাড়ানোর চেষ্টা করতে থাকেন সূর্য কুমার । 14 ওভারের শেষ বলে ক্রুনালকে ফেরান জোফ্রা আর্চার । তখন মুম্বইয়ের সংগ্রহ 4 উইকেট হারিয়ে 117 ।

এরপরই হার্দিককে সঙ্গে নিয়ে ঝড় তোলেন সূর্য কুমার । শেষ 6 ওভারে 76 রান যোগ করে মুম্বইকে পৌঁছে দেন 193-এ । একটা সময় বেশি রান উঠবে না মনে হলেও সূর্য কুমার ও হার্দিক ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন ।

ব্যাট করতে নেমে প্রথমেই যশস্বী জয়সওয়ালের উইকেট হারায় রাজস্থান । এরপর একের পর এক উইকেট হারাতে থাকে তারা । কিন্তু, লড়াই চালিয়ে যান বাটলার । যখন কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছিলেন তিনি তখনই অসাধারণ ক্যাচ ধরে তাঁকে ফেরান পোলার্ড । 44 বলে 70 রান করেন তিনি । বুমরাহ 20 রান দিয়ে চার উইকেট নেন । এর ফলে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছাল মুম্বই ।

Last Updated : Oct 7, 2020, 12:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.