ETV Bharat / sports

পৃথ্বীর চোখে সমস্যা, এগিয়ে এলেন ধোনি ; জিতলেন ক্রিকেটপ্রেমীদের হৃদয় - Delhi capitals tweet about Dhoni's game spirit

দিল্লির ইনিংসের নবম ওভারে পৃথ্বীর চোখে ধুলোর কণা বা ওই জাতীয় কিছু পড়ায় দেখতে অসুবিধে হচ্ছিল ।

N
N
author img

By

Published : Sep 26, 2020, 5:05 PM IST

দুবাই, 26 সেপ্টেম্বর : দুবাইয়ের মাঠে তখন দিল্লি ক্যাপিটালসের "ছোটা প্যাকেট বড়া ধামাকা" পৃথ্বী শ-র ব্যাটিং তাণ্ডব চলছে । উইকেটের পিছন থেকে এই তরুণ ব্যাটসম্যানকে আটকানোর প্রবল চেষ্টা করছেন প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । তার মাঝেই এমন কিছু ঘটল যা জেন্টলম্যানস গেমের সেরা উদাহরণ হয়ে রইল ।

দিল্লির ইনিংসের নবম ওভারে পৃথ্বীর চোখে ধুলোর কণা বা ওই জাতীয় কিছু পড়ায় দেখতে অসুবিধে হচ্ছিল । দিল্লির ফিজ়িয়ো প্যাট্রিক ফারহার্টকে মাঠে ডাকার আগেই পৃথ্বীর সাহায্যের জন্য পৌঁছে যান ধোনি । প্রতিপক্ষ তরুণ ব্যাটসম্যানের প্রতি সিনিয়রের এই আচরণ ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেয় । পরে দিল্লি ক্যাপিটালসের টুইটারেও সেই মুহূর্তের ছবি দিয়ে পোস্ট করা হয় । সঙ্গে ক্যাপশন ছিল, "এই মহামানবও আজ তোমার চোখে স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছে ।"

জুনিয়রদের সাহায্যের জন্য সবসময় প্রস্তুত ধোনি । তা পারফরম্যান্স সংক্রান্ত টিপস হোক বা অন্যকিছু । শুধু নিজের দল নয়, প্রতিপক্ষের তরুণদের কাছেও ধোনি যে অভিভাবকের মতো, তা এই ঘটনা থেকেই স্পষ্ট ।

দুবাই, 26 সেপ্টেম্বর : দুবাইয়ের মাঠে তখন দিল্লি ক্যাপিটালসের "ছোটা প্যাকেট বড়া ধামাকা" পৃথ্বী শ-র ব্যাটিং তাণ্ডব চলছে । উইকেটের পিছন থেকে এই তরুণ ব্যাটসম্যানকে আটকানোর প্রবল চেষ্টা করছেন প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । তার মাঝেই এমন কিছু ঘটল যা জেন্টলম্যানস গেমের সেরা উদাহরণ হয়ে রইল ।

দিল্লির ইনিংসের নবম ওভারে পৃথ্বীর চোখে ধুলোর কণা বা ওই জাতীয় কিছু পড়ায় দেখতে অসুবিধে হচ্ছিল । দিল্লির ফিজ়িয়ো প্যাট্রিক ফারহার্টকে মাঠে ডাকার আগেই পৃথ্বীর সাহায্যের জন্য পৌঁছে যান ধোনি । প্রতিপক্ষ তরুণ ব্যাটসম্যানের প্রতি সিনিয়রের এই আচরণ ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেয় । পরে দিল্লি ক্যাপিটালসের টুইটারেও সেই মুহূর্তের ছবি দিয়ে পোস্ট করা হয় । সঙ্গে ক্যাপশন ছিল, "এই মহামানবও আজ তোমার চোখে স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছে ।"

জুনিয়রদের সাহায্যের জন্য সবসময় প্রস্তুত ধোনি । তা পারফরম্যান্স সংক্রান্ত টিপস হোক বা অন্যকিছু । শুধু নিজের দল নয়, প্রতিপক্ষের তরুণদের কাছেও ধোনি যে অভিভাবকের মতো, তা এই ঘটনা থেকেই স্পষ্ট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.