ETV Bharat / sports

আবু ধাবিতে দুরন্ত দিল্লির সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই নড়বড়ে KKR-এর - Kolkata Knight Riders

দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান দুরন্ত ফর্মে রয়েছেন ৷ পরপর দুই ম্যাচে শতরান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ কিন্তু তাঁর শতরান সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি দিল্লি ৷

KKR vs DC
KKR vs DC
author img

By

Published : Oct 24, 2020, 7:00 AM IST

আবু ধাবি, 23 অক্টোবর : আজ ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিট্যালস ৷ আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে লজ্জার হার মানতে হয়েছে KKR-কে ৷ 8 উইকেটে ম্যাচ হারে ইয়ন মরগ্যানের দল ৷ এদিকে শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরে যায় দিল্লি ক্যাপিট্যালস ৷ তাই জয়ে ফিরতে মরিয়া দুই দলই ৷

দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান দুরন্ত ফর্মে রয়েছেন ৷ পরপর দুই ম্যাচে শতরান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ কিন্তু তাঁর শতরান সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি দিল্লি ৷ কারণ দলের অন্য ব্যাটসম্যানরা বড় রান করতে ব্যর্থ হন ৷ শিখর যখন ক্রমাগত রান করছেন, তখনই ফর্ম হারিয়েছেন আর এক ওপেনার পৃথ্বী শ ৷ তাই ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতার দিকে তাকিয়ে থাকবে শ্রেয়স আইয়ারের দল ৷ নিজের শেষ 4টি ইনিংসে দু'বার শূন্য রানে ফিরতে হয়েছে পৃথ্বীকে ৷

অধিনায়ক শ্রেয়স আইয়ারও কুঁচকির চোট পাওয়ার আগে থেকেই ফর্ম হারিয়েছেন ৷ চোট সারিয়ে ফিরে আসা ঋষভ পন্থকেও সেই আগের ফর্মে দেখা যায়নি ৷ দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারের শিরদাঁড়া শ্রেয়স, ঋসভ ও মার্কাস স্টইনিস ৷ তাই দলের বড় রানের জন্য তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ৷

দিল্লির বোলিংয়ের অন্যতম ভরসা কাগিসো রাবাডা ও এনরিচ নরৎজ়ে ৷ কিন্তু চোটের কারণে শেষ ম্যাচে দেখা যায়নি নরৎজ়েকে ৷ তাই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর ফিরে আসার দিকে তাকিয়ে দিল্লি ক্যাপিটালস ৷ তবে তিনি যদি ফিরে আসেন তাহলে অজ়ি পেসার ড্যানিয়েল স্যামকে ডাগ আউটে বসতে হবে ৷

অন্যদিকে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লজ্জার হারের পর দিল্লির মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ৷ মহম্মদ সিরাজ়ের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র 84 রানে শেষ হয় কলকাতার ইনিংস ৷ তাই পরের ম্যাচে ফিরে আসা কলকাতার কাছে বেশ কঠিন, চ্যালেঞ্জিংও বটে ৷ বর্তমানে 10 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে KKR ৷ তাই প্লে-অফে থাকতে কলকাতা এই ম্যাচ জিততে চাইবে তা বলাইবাহুল্য ৷ এমনকী টুর্নামেন্টের মাঝপথে অধিনায়কের পরিবর্তনেও লাভ হয়নি কিছু ৷

তবে এত কিছুর মধ্যেও আশার আলো দেখাচ্ছেন লকি ফার্গুসন ৷ তবে KKR-এর মূল চিন্তার কারণ অবশ্যই আন্দ্রে রাসেলের ফর্ম ৷ শেষ ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না তিনি ৷ তাই দিল্লির বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে কি না তা পরিষ্কার করে বলা যাচ্ছে না ৷

আবু ধাবি, 23 অক্টোবর : আজ ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিট্যালস ৷ আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে লজ্জার হার মানতে হয়েছে KKR-কে ৷ 8 উইকেটে ম্যাচ হারে ইয়ন মরগ্যানের দল ৷ এদিকে শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরে যায় দিল্লি ক্যাপিট্যালস ৷ তাই জয়ে ফিরতে মরিয়া দুই দলই ৷

দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান দুরন্ত ফর্মে রয়েছেন ৷ পরপর দুই ম্যাচে শতরান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ কিন্তু তাঁর শতরান সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি দিল্লি ৷ কারণ দলের অন্য ব্যাটসম্যানরা বড় রান করতে ব্যর্থ হন ৷ শিখর যখন ক্রমাগত রান করছেন, তখনই ফর্ম হারিয়েছেন আর এক ওপেনার পৃথ্বী শ ৷ তাই ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতার দিকে তাকিয়ে থাকবে শ্রেয়স আইয়ারের দল ৷ নিজের শেষ 4টি ইনিংসে দু'বার শূন্য রানে ফিরতে হয়েছে পৃথ্বীকে ৷

অধিনায়ক শ্রেয়স আইয়ারও কুঁচকির চোট পাওয়ার আগে থেকেই ফর্ম হারিয়েছেন ৷ চোট সারিয়ে ফিরে আসা ঋষভ পন্থকেও সেই আগের ফর্মে দেখা যায়নি ৷ দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারের শিরদাঁড়া শ্রেয়স, ঋসভ ও মার্কাস স্টইনিস ৷ তাই দলের বড় রানের জন্য তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ৷

দিল্লির বোলিংয়ের অন্যতম ভরসা কাগিসো রাবাডা ও এনরিচ নরৎজ়ে ৷ কিন্তু চোটের কারণে শেষ ম্যাচে দেখা যায়নি নরৎজ়েকে ৷ তাই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর ফিরে আসার দিকে তাকিয়ে দিল্লি ক্যাপিটালস ৷ তবে তিনি যদি ফিরে আসেন তাহলে অজ়ি পেসার ড্যানিয়েল স্যামকে ডাগ আউটে বসতে হবে ৷

অন্যদিকে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লজ্জার হারের পর দিল্লির মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ৷ মহম্মদ সিরাজ়ের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র 84 রানে শেষ হয় কলকাতার ইনিংস ৷ তাই পরের ম্যাচে ফিরে আসা কলকাতার কাছে বেশ কঠিন, চ্যালেঞ্জিংও বটে ৷ বর্তমানে 10 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে KKR ৷ তাই প্লে-অফে থাকতে কলকাতা এই ম্যাচ জিততে চাইবে তা বলাইবাহুল্য ৷ এমনকী টুর্নামেন্টের মাঝপথে অধিনায়কের পরিবর্তনেও লাভ হয়নি কিছু ৷

তবে এত কিছুর মধ্যেও আশার আলো দেখাচ্ছেন লকি ফার্গুসন ৷ তবে KKR-এর মূল চিন্তার কারণ অবশ্যই আন্দ্রে রাসেলের ফর্ম ৷ শেষ ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না তিনি ৷ তাই দিল্লির বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে কি না তা পরিষ্কার করে বলা যাচ্ছে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.