ETV Bharat / sports

IPL-র ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড স্পর্শ - আইপিএল 2020 খবর

চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস মিলে মোট ৩৩টি ছক্কা হাঁকিয়েছে । এবং এই ছক্কার সংখ্যার বিচারে এটি 2018 সালে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে মারা ছক্কার সমান ।

সঞ্জু স্যামসন
সঞ্জু স্যামসন
author img

By

Published : Sep 23, 2020, 4:56 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

শারজা, 23 সেপ্টেম্বর : আরব আমিরশাহির স্টেডিয়ামগুলি আকারে বড় । 22 গজও শুষ্ক ও মন্থর। তাই আশঙ্কা করা হয়েছিল এবারের IPL এ হয়ত চার, ছয়ের বন্যা দেখা যাবে না । তবে মঙ্গলবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে আলাদা ছবি ধরা পড়ল । চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস মিলে মোট ৩৩টি ছক্কা হাঁকিয়েছে । এবং এই ছক্কার সংখ্যার বিচারে এটি 2018 সালে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে মারা ছক্কার সমান । স্টিভ স্মিথের দল 16 রানে ম্যাচ জেতে ।

মঙ্গলবার ছক্কা মারার তালিকায় সবার উপরে সঞ্জু স্যামসন । তিনি 9টি ছক্কা হাঁকান । তার পরে আছেন ফাফ ডুপ্লেসি (7), স্টিভ স্মিথ (4), শেন ওয়াটসন (4), জোফ্রে আর্চার (4), এম এস ধোনি (3) ও স্যাম কুরান (2) ।

যদি ম্যাচের কথা বলা হয় তাহলে 3 নম্বরে নেমে স্যামসন 32 বলে 74 রান করেন । শেষ দিকে পেসার জোফ্রে আর্চার ব্যাটিংয়ে ঝড় তোলেন । শেষ ওভারে টানা চারটি ছক্কা মারেন তিনি । এবং বল হাতে লেগ স্পিনার রাহুল তেওয়াটিয়ার তিন উইকেটের সৌজন্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 16 রানে জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস ।

স্যামসনের সঙ্গে অধিনায়ক স্মিথও 69 রান করেন । মূলত এই দুই ব্যাটসম্যান ও আর্চারের দৌলতে চেন্নাইকে 217 রানের বিশাল টার্গেট দেয় রাজস্থান । জবাবে ফাফ ডুপ্লেসির 37 বলে 72 রানের ইনিংস সত্ত্বেও 20 ওভারে 200 রানে থামতে হয় 3 বারের চ্যাম্পিয়নদের ।

পরের ম্যাচে শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে CSK । অন্যদিকে রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ।

শারজা, 23 সেপ্টেম্বর : আরব আমিরশাহির স্টেডিয়ামগুলি আকারে বড় । 22 গজও শুষ্ক ও মন্থর। তাই আশঙ্কা করা হয়েছিল এবারের IPL এ হয়ত চার, ছয়ের বন্যা দেখা যাবে না । তবে মঙ্গলবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে আলাদা ছবি ধরা পড়ল । চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস মিলে মোট ৩৩টি ছক্কা হাঁকিয়েছে । এবং এই ছক্কার সংখ্যার বিচারে এটি 2018 সালে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে মারা ছক্কার সমান । স্টিভ স্মিথের দল 16 রানে ম্যাচ জেতে ।

মঙ্গলবার ছক্কা মারার তালিকায় সবার উপরে সঞ্জু স্যামসন । তিনি 9টি ছক্কা হাঁকান । তার পরে আছেন ফাফ ডুপ্লেসি (7), স্টিভ স্মিথ (4), শেন ওয়াটসন (4), জোফ্রে আর্চার (4), এম এস ধোনি (3) ও স্যাম কুরান (2) ।

যদি ম্যাচের কথা বলা হয় তাহলে 3 নম্বরে নেমে স্যামসন 32 বলে 74 রান করেন । শেষ দিকে পেসার জোফ্রে আর্চার ব্যাটিংয়ে ঝড় তোলেন । শেষ ওভারে টানা চারটি ছক্কা মারেন তিনি । এবং বল হাতে লেগ স্পিনার রাহুল তেওয়াটিয়ার তিন উইকেটের সৌজন্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 16 রানে জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস ।

স্যামসনের সঙ্গে অধিনায়ক স্মিথও 69 রান করেন । মূলত এই দুই ব্যাটসম্যান ও আর্চারের দৌলতে চেন্নাইকে 217 রানের বিশাল টার্গেট দেয় রাজস্থান । জবাবে ফাফ ডুপ্লেসির 37 বলে 72 রানের ইনিংস সত্ত্বেও 20 ওভারে 200 রানে থামতে হয় 3 বারের চ্যাম্পিয়নদের ।

পরের ম্যাচে শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে CSK । অন্যদিকে রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.