ETV Bharat / sports

IPL 2020 : প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি মুম্বই ও দিল্লি - Delhi Capitals

চারবারের চ্যাম্পিয়ন গ্রুপের শেষ ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে 10 উইকেটে হারের মুখ দেখেছে ৷ ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহার দুরন্ত ব্যাটিংয়ের সামনে ভোঁতা হয়ে যায় মুম্বইয়ের বোলিং আক্রমণ ৷

MI vs DC
MI vs DC
author img

By

Published : Nov 5, 2020, 6:23 AM IST

দুবাই, 4 নভেম্বর : গ্রুপ স্টেজের 56টি ম্যাচ শেষ ৷ আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ৷ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ৷ চার বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ অন্যদিকে একবারও ট্রফি ছোঁয়া হয়নি শ্রেয়স আইয়ারের দলের ৷ তবে এই ম্যাচে হারলেও আরও একটি সুযোগ পাবে পরাজিত দল ৷

চারবারের চ্যাম্পিয়ন গ্রুপের শেষ ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে 10 উইকেটে হারের মুখ দেখেছে ৷ ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহার দুরন্ত ব্যাটিংয়ের সামনে ভোঁতা হয়ে যায় মুম্বইয়ের বোলিং আক্রমণ ৷

অন্যদিকে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চনমনে দিল্লি ক্যাপিটালস ৷ পরপর 4টি ম্যাচে হারের পর জয় তুলে নেওয়ায় খুশি কোচ রিকি পন্টিংও ৷

তবে মুম্বইয়ের কাছে সবথেকে বড় সুখবর যে দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে কয়েকটি ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি ৷ পরিবর্তে দল সামলাচ্ছিলেন কাইরন পোলার্ড ৷ যদিও সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফর্মে দেখা যায়নি রোহিতকে ৷ যদিও দলের একটি বিধ্বংসী ব্যাটিং লাইন আপ আছে, তা সত্ত্বেও SRH -এর বিরুদ্ধে ধস নেমেছিল সেই ব্যাটিংয়ে ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বোলারদের পারফরম্যান্সও আতস কাঁচের তলায় ৷

অন্যদিকে দিল্লির ব্যাটিং লাইনআপের মিডল অর্ডার এক দু’জন ব্যাটসম্যানের উপর নির্ভরশীল ৷ তুলনায় শেষ ম্যাচে রান না পেলেও মুম্বই টপ অর্ডার গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে আছে ৷ ঈশান কিষাণের পারফরম্যান্স মুম্বইকে বড় ভরসা জোগাচ্ছে ৷ এখনও পর্যন্ত টুর্নামেন্টে 428 রান করেছেন তিনি ৷ তাঁর ওপেনিং পার্টনার কুইন্টন ডি ককও ভালো ছন্দে আছেন ৷ এখনও পর্যন্ত 443 রান করেছেন তিনি ৷ সূর্যকুমার যাদবের সংগ্রহ 410 রান ৷

শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে দলের প্রধান দুই বোলার জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়েছিল মুম্বই ম্যানেজমেন্ট ৷ দু’জনেই নিজের দিনে ভয়ংকর হয়ে ওঠার ক্ষমতা রাখেন ৷ স্পিনার রাহুল চাহারও 15টি উইকেট তুলে নিয়েছেন ৷

এদিকে অজিঙ্কা রাহানে রানে ফিরেছেন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ জেতানো 60 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ তবে তাঁর ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান দিল্লির ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে ধারাবাহিকভাবে রান করেছেন ৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁর 2টি শতরান ও 3টি অর্ধশতরান হয়ে গেছে ৷ তবে যেটা চিন্তার কারণ তা হল দলের তরুণ ক্রিকেটারদের ফর্ম ৷ একেবারেই ছন্দে নেই পৃথ্বী শ, ঋষভ পন্থরা ৷ দলের বিদেশি ক্রিকেটার শিমরান হেটমেয়ার ও মার্কাস স্টইনিসও ফর্ম হারিয়েছেন ৷ তবে ইনিংস গড়ার কাজ করতে হবে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ৷

তবে বোলিং ইউনিট দুরন্ত ছন্দে আছে ৷ দক্ষিণ আফ্রিকার দুই পেসার সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়ে আছেন ৷ বর্তমানে বেগুনি টুপির মালিকও কাগিসো রাবাডা ৷ অন্যদিকে নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন এনরিচ নর্জে ৷ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলও নিজেদের কাজ করছেন ৷

দুবাই, 4 নভেম্বর : গ্রুপ স্টেজের 56টি ম্যাচ শেষ ৷ আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ৷ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ৷ চার বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ অন্যদিকে একবারও ট্রফি ছোঁয়া হয়নি শ্রেয়স আইয়ারের দলের ৷ তবে এই ম্যাচে হারলেও আরও একটি সুযোগ পাবে পরাজিত দল ৷

চারবারের চ্যাম্পিয়ন গ্রুপের শেষ ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে 10 উইকেটে হারের মুখ দেখেছে ৷ ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহার দুরন্ত ব্যাটিংয়ের সামনে ভোঁতা হয়ে যায় মুম্বইয়ের বোলিং আক্রমণ ৷

অন্যদিকে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চনমনে দিল্লি ক্যাপিটালস ৷ পরপর 4টি ম্যাচে হারের পর জয় তুলে নেওয়ায় খুশি কোচ রিকি পন্টিংও ৷

তবে মুম্বইয়ের কাছে সবথেকে বড় সুখবর যে দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে কয়েকটি ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি ৷ পরিবর্তে দল সামলাচ্ছিলেন কাইরন পোলার্ড ৷ যদিও সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফর্মে দেখা যায়নি রোহিতকে ৷ যদিও দলের একটি বিধ্বংসী ব্যাটিং লাইন আপ আছে, তা সত্ত্বেও SRH -এর বিরুদ্ধে ধস নেমেছিল সেই ব্যাটিংয়ে ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বোলারদের পারফরম্যান্সও আতস কাঁচের তলায় ৷

অন্যদিকে দিল্লির ব্যাটিং লাইনআপের মিডল অর্ডার এক দু’জন ব্যাটসম্যানের উপর নির্ভরশীল ৷ তুলনায় শেষ ম্যাচে রান না পেলেও মুম্বই টপ অর্ডার গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে আছে ৷ ঈশান কিষাণের পারফরম্যান্স মুম্বইকে বড় ভরসা জোগাচ্ছে ৷ এখনও পর্যন্ত টুর্নামেন্টে 428 রান করেছেন তিনি ৷ তাঁর ওপেনিং পার্টনার কুইন্টন ডি ককও ভালো ছন্দে আছেন ৷ এখনও পর্যন্ত 443 রান করেছেন তিনি ৷ সূর্যকুমার যাদবের সংগ্রহ 410 রান ৷

শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে দলের প্রধান দুই বোলার জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়েছিল মুম্বই ম্যানেজমেন্ট ৷ দু’জনেই নিজের দিনে ভয়ংকর হয়ে ওঠার ক্ষমতা রাখেন ৷ স্পিনার রাহুল চাহারও 15টি উইকেট তুলে নিয়েছেন ৷

এদিকে অজিঙ্কা রাহানে রানে ফিরেছেন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ জেতানো 60 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ তবে তাঁর ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান দিল্লির ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে ধারাবাহিকভাবে রান করেছেন ৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁর 2টি শতরান ও 3টি অর্ধশতরান হয়ে গেছে ৷ তবে যেটা চিন্তার কারণ তা হল দলের তরুণ ক্রিকেটারদের ফর্ম ৷ একেবারেই ছন্দে নেই পৃথ্বী শ, ঋষভ পন্থরা ৷ দলের বিদেশি ক্রিকেটার শিমরান হেটমেয়ার ও মার্কাস স্টইনিসও ফর্ম হারিয়েছেন ৷ তবে ইনিংস গড়ার কাজ করতে হবে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ৷

তবে বোলিং ইউনিট দুরন্ত ছন্দে আছে ৷ দক্ষিণ আফ্রিকার দুই পেসার সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়ে আছেন ৷ বর্তমানে বেগুনি টুপির মালিকও কাগিসো রাবাডা ৷ অন্যদিকে নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন এনরিচ নর্জে ৷ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলও নিজেদের কাজ করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.