ETV Bharat / sports

প্রথম IPL মরশুমেই একাধিক রেকর্ড দেবদূত পড়িক্কলের - শিখর ধাওয়ান

তবে শুধু অর্ধশতরানই করলেন না, ভাঙলেন একাধিক রেকর্ড ৷ চলতি টুর্নামেন্টে এটি দেবদূতের পঞ্চম IPL অর্ধশতরান ৷ যা কোনও IPL অভিষেক মরশুমে সর্বোচ্চ ৷

Devdutt Padikkal
Devdutt Padikkal
author img

By

Published : Nov 2, 2020, 9:46 PM IST

আবু ধাবি, 2 নভেম্বর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবথকে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আর এই ম্যাচে অর্ধশতরান করে দলকে টানলেন অনামী দেবদূত পড়িক্কল ৷ দলের সর্বোচ্চ 41 বলে খেললেন 50 রানের ইনিংস ৷

তবে শুধু অর্ধশতরানই করলেন না ভাঙলেন একাধিক রেকর্ড ৷ চলতি টুর্নামেন্টে এটি দেবদূতের পঞ্চম IPL অর্ধশতরান ৷ যা কোনও IPL অভিষেক মরশুমে সর্বোচ্চ ৷ এর আগে শিখর ধাওয়ান (2008) ও শ্রেয়স আইয়ার (2015) অভিষেক মরশুমে 4টি করে শতরান করেছিলেন ৷

এছাড়া আরও একটি রেকর্ড গড়লেন দেবদূত পড়িক্কল ৷ আনক্যাপ ভারতীয় বোলার হিসেবে অভিষেক মরশুমে সর্বোচ্চ রান করলেন দেবদূত ৷ এখনও পর্যন্ত তাঁর রান 472 ৷

চলতি টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান দেবদূত ৷ দলের সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি ৷ তিনি পিছনে ফেলেছেন বিরাট কোহলি ও এবি ডেভিলিয়ার্সকেও ৷

প্রশংসাও কুড়িয়েছেন প্রচুর ৷ অনেক প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন ভারতীয় সিনিয়র দলের জার্সি পরে দেবদূতের ওপেনিং করা শুধু সময়ের অপেক্ষা ৷

আবু ধাবি, 2 নভেম্বর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবথকে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আর এই ম্যাচে অর্ধশতরান করে দলকে টানলেন অনামী দেবদূত পড়িক্কল ৷ দলের সর্বোচ্চ 41 বলে খেললেন 50 রানের ইনিংস ৷

তবে শুধু অর্ধশতরানই করলেন না ভাঙলেন একাধিক রেকর্ড ৷ চলতি টুর্নামেন্টে এটি দেবদূতের পঞ্চম IPL অর্ধশতরান ৷ যা কোনও IPL অভিষেক মরশুমে সর্বোচ্চ ৷ এর আগে শিখর ধাওয়ান (2008) ও শ্রেয়স আইয়ার (2015) অভিষেক মরশুমে 4টি করে শতরান করেছিলেন ৷

এছাড়া আরও একটি রেকর্ড গড়লেন দেবদূত পড়িক্কল ৷ আনক্যাপ ভারতীয় বোলার হিসেবে অভিষেক মরশুমে সর্বোচ্চ রান করলেন দেবদূত ৷ এখনও পর্যন্ত তাঁর রান 472 ৷

চলতি টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান দেবদূত ৷ দলের সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি ৷ তিনি পিছনে ফেলেছেন বিরাট কোহলি ও এবি ডেভিলিয়ার্সকেও ৷

প্রশংসাও কুড়িয়েছেন প্রচুর ৷ অনেক প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন ভারতীয় সিনিয়র দলের জার্সি পরে দেবদূতের ওপেনিং করা শুধু সময়ের অপেক্ষা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.