ETV Bharat / sports

জিতল দিল্লি, প্লে অফে বিরাটরাও

মাত্র 152 রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস ৷ ওপেনার পৃথ্বী শ ফেরেন মাত্র 9 রান করে ৷ দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় DC ৷ তবে তারপর ইনিংসের হাল ধরেন দিল্লির দুই অভিজ্ঞ ক্রিকেটার, শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে ৷

RCB vs DC
RCB vs DC
author img

By

Published : Nov 2, 2020, 11:04 PM IST

আবু ধাবি, 2 নভেম্বর : প্লে অফে দিল্লি ৷ ম্যাচ হেরেও প্লে অফে RCB-ও ৷ আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে প্লে অফের রাস্তা পাকা করল শ্রেয়স আইয়ারের দল ৷ ব্যাঙ্গালোরকে 152 রানে আটকে রেখে ব্যাটসম্যানদের কাজ সহজ করে দেন বোলাররা ৷ তবে ব্যাটে দুরন্ত পারফর্ম করেন অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান ৷

মাত্র 152 রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস ৷ ওপেনার পৃথ্বী শ ফেরেন মাত্র 9 রান করে ৷ দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় DC ৷ তবে তারপর ইনিংসের হাল ধরেন দিল্লির দুই অভিজ্ঞ ক্রিকেটার, শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে ৷ মূলত এই দুজনের ব্যাটে ভর করেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় দিল্লি ৷

পরপর দুটি ম্যাচে শতরানের পর হঠাৎ ছন্দপতন ৷ পরপর দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি দিল্লির গব্বর ৷ তবে আজ ফের ফিরলেন সমহিমায় ৷ খেললেন 54 রানের ইনিংস৷ অন্যদিকে বহুদিন রানে ছিলেন না ৷ সমালোচনার শিকারও হতে হয়েছিল ৷ তবে গুরুত্বপূর্ণ দিনে ম্যাজিক দেখালেন অজিঙ্কা রাহানে ৷ 46 বলে খেললেন 60 রানের ইনিংস ৷ তবে আজ ব্যর্থ শ্রেয়স আইয়ার ৷ করলেন মাত্র 7 রান ৷ অন্যদিকে ঋষভ পন্থ ও মার্কাস স্টইনিস বাকি কাজটা সারলেন ৷ 6 বল বাকি থাকতেই ম্যাচ ঘরে তুলল দিল্লি ৷

ব্যাঙ্গালোর বোলারদের মধ্যে ভালো বোলিং করলেন শাহবাজ আহমেদ ৷ নিলেন 2টি উইকেট ৷ মহম্মদ সিরাজ ও ওয়াশিনটং সুন্দর নিলেন একটি করে উইকেট ৷

ইনিংসের শুরু থেকেই আঁটোসাটো বোলিং করেন দিল্লির বোলাররা ৷ পঞ্চম ওভারের মাথায় প্রথম উইকেট পড়ে RCB-র ৷ অ্যারোন ফিঞ্চের পরিবর্তে খেলা জস ফিলিপে মাত্র 12 রান করেই আউট হন ৷ তাঁকে ফেরান এনরিচ নর্জে ৷

তবে এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও দেবদূত পাড়িক্কল ৷ টুর্নামেন্টের আবিস্কার বলা চলে দেবদূতকে ৷ আজ অর্ধশতরান করে দলকে টানলেন ৷ 41 বলে খেললেন 50 রানের ইনিংস ৷ তবে আজ একবার বাঁচলেও বড় তরান করতে ব্যর্থ হলেন বিরাট ৷ তাঁর সহজ ক্যাচ ফেলেন নর্জে ৷ 24 বলে অশ্বিনের বলে স্টইনিসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বিরাট ৷

তবে ব্যাঙ্গালোরের দুর্ভাগ্য এবি ডেভিলিয়ার্সের রান আউট ৷ প্রথম ইনিংসের টার্নিং পয়েন্টও বলা যেতে পারে ৷ ভয়ঙ্কর দেখাছিলেন এবিডি ৷ কিন্তু 21 বলে 35 করে রান আউট হয়ে ফিরতে হল মিস্টার 360 ডিগ্রিকে ৷ তবে রান পেলেন না আর কোনও ব্যাটসম্যান ৷ শিবম দুবে করলেন 11 বলে 17 রান ৷

দিল্লির হয়ে ফের দুরন্ত বোলিং রাবাডা ও নর্জে জুটির ৷ নর্জে তুলে নিলেন 3টি উইকেট ৷ অন্যদিকে রাবাডা নিলেন 2টি ৷ একটি উইকেট নিলেন অশ্বিন ৷

আবু ধাবি, 2 নভেম্বর : প্লে অফে দিল্লি ৷ ম্যাচ হেরেও প্লে অফে RCB-ও ৷ আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে প্লে অফের রাস্তা পাকা করল শ্রেয়স আইয়ারের দল ৷ ব্যাঙ্গালোরকে 152 রানে আটকে রেখে ব্যাটসম্যানদের কাজ সহজ করে দেন বোলাররা ৷ তবে ব্যাটে দুরন্ত পারফর্ম করেন অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান ৷

মাত্র 152 রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস ৷ ওপেনার পৃথ্বী শ ফেরেন মাত্র 9 রান করে ৷ দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় DC ৷ তবে তারপর ইনিংসের হাল ধরেন দিল্লির দুই অভিজ্ঞ ক্রিকেটার, শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে ৷ মূলত এই দুজনের ব্যাটে ভর করেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় দিল্লি ৷

পরপর দুটি ম্যাচে শতরানের পর হঠাৎ ছন্দপতন ৷ পরপর দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি দিল্লির গব্বর ৷ তবে আজ ফের ফিরলেন সমহিমায় ৷ খেললেন 54 রানের ইনিংস৷ অন্যদিকে বহুদিন রানে ছিলেন না ৷ সমালোচনার শিকারও হতে হয়েছিল ৷ তবে গুরুত্বপূর্ণ দিনে ম্যাজিক দেখালেন অজিঙ্কা রাহানে ৷ 46 বলে খেললেন 60 রানের ইনিংস ৷ তবে আজ ব্যর্থ শ্রেয়স আইয়ার ৷ করলেন মাত্র 7 রান ৷ অন্যদিকে ঋষভ পন্থ ও মার্কাস স্টইনিস বাকি কাজটা সারলেন ৷ 6 বল বাকি থাকতেই ম্যাচ ঘরে তুলল দিল্লি ৷

ব্যাঙ্গালোর বোলারদের মধ্যে ভালো বোলিং করলেন শাহবাজ আহমেদ ৷ নিলেন 2টি উইকেট ৷ মহম্মদ সিরাজ ও ওয়াশিনটং সুন্দর নিলেন একটি করে উইকেট ৷

ইনিংসের শুরু থেকেই আঁটোসাটো বোলিং করেন দিল্লির বোলাররা ৷ পঞ্চম ওভারের মাথায় প্রথম উইকেট পড়ে RCB-র ৷ অ্যারোন ফিঞ্চের পরিবর্তে খেলা জস ফিলিপে মাত্র 12 রান করেই আউট হন ৷ তাঁকে ফেরান এনরিচ নর্জে ৷

তবে এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও দেবদূত পাড়িক্কল ৷ টুর্নামেন্টের আবিস্কার বলা চলে দেবদূতকে ৷ আজ অর্ধশতরান করে দলকে টানলেন ৷ 41 বলে খেললেন 50 রানের ইনিংস ৷ তবে আজ একবার বাঁচলেও বড় তরান করতে ব্যর্থ হলেন বিরাট ৷ তাঁর সহজ ক্যাচ ফেলেন নর্জে ৷ 24 বলে অশ্বিনের বলে স্টইনিসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বিরাট ৷

তবে ব্যাঙ্গালোরের দুর্ভাগ্য এবি ডেভিলিয়ার্সের রান আউট ৷ প্রথম ইনিংসের টার্নিং পয়েন্টও বলা যেতে পারে ৷ ভয়ঙ্কর দেখাছিলেন এবিডি ৷ কিন্তু 21 বলে 35 করে রান আউট হয়ে ফিরতে হল মিস্টার 360 ডিগ্রিকে ৷ তবে রান পেলেন না আর কোনও ব্যাটসম্যান ৷ শিবম দুবে করলেন 11 বলে 17 রান ৷

দিল্লির হয়ে ফের দুরন্ত বোলিং রাবাডা ও নর্জে জুটির ৷ নর্জে তুলে নিলেন 3টি উইকেট ৷ অন্যদিকে রাবাডা নিলেন 2টি ৷ একটি উইকেট নিলেন অশ্বিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.