ETV Bharat / sports

দিশেহারা ব্যাটিং CSK-র, 44 রানে জিতল দিল্লি - দিল্লি ক্যাপিট্যালস

ছন্দে ফিরল দিল্লি ক্যাপিট্যালসের টপ অর্ডার ৷ রান পেলেন পৃথ্বী শ, শিখর ধাওয়ানরা ৷ অর্ধশতরান করলেন পৃথ্বী শ ৷ 43 বল খেলে করলেন 64 রান ৷

DC vs CSK
DC vs CSK
author img

By

Published : Sep 25, 2020, 11:40 PM IST

দুবাই, 25 সেপ্টেম্বর : ফের ব্যর্থ চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার ৷ রান পেলেন না মহেন্দ্র সিং ধোনিও ৷ বোলারদের ব্যর্থতার পর মুখ থুবড়ে পড়ল ব্যাটসম্যানরাও ৷ আর জোড়া ব্যর্থতায় দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে 44 রানে হারল চেন্নাই সুপার কিংস ৷ দিল্লির 175 রানের জবাবে চেন্নাই থামল 131 রানে ৷

ছন্দে ফিরল দিল্লি ক্যাপিট্যালসের টপ অর্ডার ৷ রান পেলেন পৃথ্বী শ, শিখর ধাওয়ানরা ৷ অর্ধশতরান করলেন পৃথ্বী শ ৷ 43 বল খেলে করলেন 64 রান ৷ অন্য ওপেনার শিখর ধাওয়ান করলেন 27 বলে 35 রান ৷ টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালো ব্যাটিংয়ের সৌজন্যে চেন্নাই সুপার কিংসকে 176 রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিট্যালস ৷

DC vs CSK
দুরন্ত ব্য়াটিং দিল্লির দুই ওপেনারের

আজও টস জিতে বোলিং করার প্রবণতার কোনও ব্যতিক্রম হল না ৷ টস জিতে দিল্লি ক্যাপিট্যালসকে ব্যাটিং করতে ডাকেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগালেন দুই দিল্লি ওপেনার ৷ চাওলার বলে যখন শিখর আউট হলেন তখন দলের স্কোর 10.4 ওভারে 94 ৷

DC vs CSK
মেজাজে পৃথ্বী শ

ওপেনারদের মতো ভালো ব্যাটিং করলেন শ্রেয়স ও ঋষভ ৷ 22 বলে 26 রান দিল্লি অধিনায়কের ৷ অন্যদিকে ঋষভ করলেন 25 বলে অপরাজিত 37 রান ৷ তবে আজ দিল্লির ব্যাটিংয়ে একটি বিশেষ দিক লক্ষ্য করা গেল ৷ চার ছক্কার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শিখর, পৃথ্বী, ঋষভরা মারলেন মাত্র 2টি ছক্কা ৷ তবে গোটা ইনিংস জুড়ে 20 টি চার মারলেন দিল্লির ক্রিকেটাররা ৷ প্রথম থেকেই বল তুলে না মারার একটি প্রবণতা দেখা গেল দিল্লি শিবিরে ৷ হাওয়ায় বল বোশি মারার থেকে প্রোপার ক্রিকেট শট খেলতে দেখা গেল পৃথ্বী, ঋষভদের ৷

আইপিএল 2020
ধোনি ও পৃথ্বী

আজ বল হাতে দাগ কাটতে পারলেন না দীপক চাহার ৷ 4 ওভার বোলিং করে খরচ করলেন 38 রান ৷ তবে বোলারদের মধ্যে সফল পীযূষ চাওলা ৷ 33 রান দিয়ে তুলে নিলেন 2টি উইকেট ৷ অন্যদিকে আর এক স্পিনার জাদেজা 4 ওভারে দিলেন 44 রান ৷

দিল্লির মতো চেন্নাইয়েরও ওপেনাররা রান পাচ্ছিলেন না ৷ আজ ফর্মে ফিরলেন দিল্লির ওপেনাররা ৷ কিন্তু আগের অবস্থাই ধরা পড়ল চেন্নাই শিবিরে ৷ ফের ব্যর্থ ওয়াটশন-বিজয়ের ওপেনিং জুটি ৷ দুই ওপেনারের সংগ্রহ যথাক্রমে 14 ও 10 রান ৷ তবে আজও দলের হার ধরলেন ফাফ ডুপ্লেসি ৷ দলের হয়ে সর্বোচ্চ 43 রান করলেন তিনিই ৷ তবে টুর্নামেন্টে ফিরতে খুব তাড়াতাড়ি ছন্দে ফিরতে হবে দলের বাকি ক্রিকেটারদের ৷

অন্যদিকে ফের বল হাতে আগুন ঝরালেন রাবাডা ৷ 4 ওভার বল করে তুলে নিলেন 3টি উইকেট ৷ দলের অন্য পেসার এনরিচ নরৎজে নিলেন 2টি উইকেট ৷ খরচ করলেন মাত্র 21 রান ৷ পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে ছন্দে দিল্লি ক্যাপিট্যালস ৷

দুবাই, 25 সেপ্টেম্বর : ফের ব্যর্থ চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার ৷ রান পেলেন না মহেন্দ্র সিং ধোনিও ৷ বোলারদের ব্যর্থতার পর মুখ থুবড়ে পড়ল ব্যাটসম্যানরাও ৷ আর জোড়া ব্যর্থতায় দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে 44 রানে হারল চেন্নাই সুপার কিংস ৷ দিল্লির 175 রানের জবাবে চেন্নাই থামল 131 রানে ৷

ছন্দে ফিরল দিল্লি ক্যাপিট্যালসের টপ অর্ডার ৷ রান পেলেন পৃথ্বী শ, শিখর ধাওয়ানরা ৷ অর্ধশতরান করলেন পৃথ্বী শ ৷ 43 বল খেলে করলেন 64 রান ৷ অন্য ওপেনার শিখর ধাওয়ান করলেন 27 বলে 35 রান ৷ টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালো ব্যাটিংয়ের সৌজন্যে চেন্নাই সুপার কিংসকে 176 রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিট্যালস ৷

DC vs CSK
দুরন্ত ব্য়াটিং দিল্লির দুই ওপেনারের

আজও টস জিতে বোলিং করার প্রবণতার কোনও ব্যতিক্রম হল না ৷ টস জিতে দিল্লি ক্যাপিট্যালসকে ব্যাটিং করতে ডাকেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগালেন দুই দিল্লি ওপেনার ৷ চাওলার বলে যখন শিখর আউট হলেন তখন দলের স্কোর 10.4 ওভারে 94 ৷

DC vs CSK
মেজাজে পৃথ্বী শ

ওপেনারদের মতো ভালো ব্যাটিং করলেন শ্রেয়স ও ঋষভ ৷ 22 বলে 26 রান দিল্লি অধিনায়কের ৷ অন্যদিকে ঋষভ করলেন 25 বলে অপরাজিত 37 রান ৷ তবে আজ দিল্লির ব্যাটিংয়ে একটি বিশেষ দিক লক্ষ্য করা গেল ৷ চার ছক্কার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শিখর, পৃথ্বী, ঋষভরা মারলেন মাত্র 2টি ছক্কা ৷ তবে গোটা ইনিংস জুড়ে 20 টি চার মারলেন দিল্লির ক্রিকেটাররা ৷ প্রথম থেকেই বল তুলে না মারার একটি প্রবণতা দেখা গেল দিল্লি শিবিরে ৷ হাওয়ায় বল বোশি মারার থেকে প্রোপার ক্রিকেট শট খেলতে দেখা গেল পৃথ্বী, ঋষভদের ৷

আইপিএল 2020
ধোনি ও পৃথ্বী

আজ বল হাতে দাগ কাটতে পারলেন না দীপক চাহার ৷ 4 ওভার বোলিং করে খরচ করলেন 38 রান ৷ তবে বোলারদের মধ্যে সফল পীযূষ চাওলা ৷ 33 রান দিয়ে তুলে নিলেন 2টি উইকেট ৷ অন্যদিকে আর এক স্পিনার জাদেজা 4 ওভারে দিলেন 44 রান ৷

দিল্লির মতো চেন্নাইয়েরও ওপেনাররা রান পাচ্ছিলেন না ৷ আজ ফর্মে ফিরলেন দিল্লির ওপেনাররা ৷ কিন্তু আগের অবস্থাই ধরা পড়ল চেন্নাই শিবিরে ৷ ফের ব্যর্থ ওয়াটশন-বিজয়ের ওপেনিং জুটি ৷ দুই ওপেনারের সংগ্রহ যথাক্রমে 14 ও 10 রান ৷ তবে আজও দলের হার ধরলেন ফাফ ডুপ্লেসি ৷ দলের হয়ে সর্বোচ্চ 43 রান করলেন তিনিই ৷ তবে টুর্নামেন্টে ফিরতে খুব তাড়াতাড়ি ছন্দে ফিরতে হবে দলের বাকি ক্রিকেটারদের ৷

অন্যদিকে ফের বল হাতে আগুন ঝরালেন রাবাডা ৷ 4 ওভার বল করে তুলে নিলেন 3টি উইকেট ৷ দলের অন্য পেসার এনরিচ নরৎজে নিলেন 2টি উইকেট ৷ খরচ করলেন মাত্র 21 রান ৷ পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে ছন্দে দিল্লি ক্যাপিট্যালস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.