শারজা, 16 অক্টোবর : দল সাতটা ম্যাচে জিতেছে মাত্র একটিতে । আর বাইরে থেকে তা দেখতে হয়েছে তাঁকে । পেটের সমস্যা কাটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে ফিরলেন দলে । আর দলে ফিরেই কিংস ইলেভেন পঞ্জাবের (KXIP) জয়ে অবদান রাখলেন "ইউনিভার্স বস" ক্রিস গেইল । 45 বলে 53 রান করলেন । মারলেন 5টি ছয় । বিরাটের দলকে আট উইকেটে হারাল পঞ্জাব ।
172 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পঞ্জাবের দুই ওপেনার জয়ের ভিত গড়ে দেন । অষ্টম ওভারের শেষ বলে ময়ঙ্ক আগরওয়াল আউট হন । ততক্ষণে পঞ্জাবের স্কোর বোর্ডে 78 রান উঠে গেছে । 25 বলে 45 রান করেন আগরওয়াল ।
এরপর মাঠে নামেন ইউনিভার্স বস । পেশাদার ক্রিকেটে দীর্ঘদিন পর মাঠে নামলেন তিনি । এবছরের জানুয়ারিতে শেষবার পেশাদার ক্রিকেট ম্যাচ খেলেছিলেন বাংলাদেশে । নিজের পুরানো ছন্দে ফিরতে একটু সময় লাগে গেলের । এরপর মাঠের বিভিন্ন প্রান্তে উড়ে গিয়ে পড়তে থাকে বল ।
18 ওভার পর্যন্ত নিশ্চিত ভাবে জয়ের দিকে এগোতে থাকে পঞ্জাব । কিন্তু শেষ ওভারে কিছুটা টেনশন তৈরি হয় । জয়ের জন্য 2 রান দরকার ছিল শেষ ওভারে । ক্রিজে গেল ও রাহুল । কিন্তু, সেই রান করতেই লাগল শেষ বল পর্যন্ত । যুজবেন্দ্র চাহালের প্রথম 2 বলে কোনও রান নিতে পারেননি গেল । তৃতীয় বলে একরান নেন । চতুর্থ বলে রান পাননি রাহুল । পঞ্চম বলে তাড়াহুড়ো করে সিঙ্গল নিতে চান । রান আউট হন গেল । পঞ্জাব শিবিরে তখন টেনশনের চোরা স্রোত । কারণ, কলকাতার বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে তাদের । এই ম্যাচ কি সুপার ওভারে যাবে ? দলের টেনশন অবশ্য দূর করে দেন নিকোলাস পুরান । শেষ বলে ছয় মেরে দলকে জেতান তিনি । 49 বলে 61 রান করে ম্যাচের সেরা হলে কে এল রাহুল ।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন RCB অধিনায়ক বিরাট কোহলি । 20 ওভারে 6 উইকেটে 171 রান করে ব্যাঙ্গালোর । 39 বলে 48 রান করেন কোহলি । শেষদিকে ঝোড়ো ইনিংস খেলেন ক্রিস মরিস । 8 বলে 25 রান করেন ।