ETV Bharat / sports

রেকর্ড গড়ে পরপর শতরান, চমকে দিলেন "গব্বর"

প্রথম শতরান পেতে অপেক্ষা করতে হল 13 বছর ৷ যদিও শতরান এল এক সপ্তাহের মধ্যেই৷ ধারাবাহিকভাবে এভাবে রান করতে পারলে তা নিঃসন্দেহে আত্মবিশ্বাস দেয়, বললেন ধাওয়ান৷

curious_case_of_shikhar_dhawan_from_no_centuries_in_ten_yrs_to_two_in_a_week
রেকর্ড গড়ে পরপর শতরান, চমকে দিলেন 'গব্বর'
author img

By

Published : Oct 21, 2020, 7:53 PM IST

দুবাই, 21 অক্টোবর: চলতি IPL স্মরণীয় হয়ে থাকবে "গব্বর"-এর কাছে ৷ পরপর জোড়া শতরান করে রেকর্ড বুকে নাম তুলে নিলেন শিখর ধাওয়ান ৷ IPL-এর ইতিহাসে এই কৃতিত্ব আর কারও নেই ৷ আরও চমকপ্রদ তথ্য হল, T20 আন্তর্জাতিকে তো বটেই, IPL-সহ ঘরোয়া T20-তে যেখানে 13 বছর শতরান ছিল না শিখরের, সেখানে এবার এক সপ্তাহের মধ্যেই জোড়া শতরান এল তাঁর ব্যাট থেকে৷

গত শনিবার চেন্নাই সুপার কিংস (CSK)-এর বিরুদ্ধে অপরাজিত 101 রান করেন দিল্লি ক্যাপিটালসের (DC) ওপেনার৷

গতকাল শিখরের শতরান সত্ত্বেও কিংস ইলেভেন পঞ্জাব (KXIP)-এর বিরুদ্ধে 5 উইকেটে হেরে যায় দিল্লি৷ তবে 61 বলে কেরিয়ারের সেরা 106 রান করে অপরাজিত থাকেন 'গব্বর', ম্যাচের সেরাও নির্বাচিত হন৷ গতকালের ম্যাচে 57 বলে শতরান পূর্ণ করেন ধাওয়ান৷ 12টি চার ও তিনটি ছয়ের সাহায্যে দলের মোট রানে (164/5)-র সিংহভাগই এসেছে তাঁর ব্যাট থেকে৷ ম্যাচের সেরার পুরস্কার পেয়ে তৃপ্ত শিখর বলেন, "এই ইনিংস দারুণ উপভোগ করলাম৷ টেস্ট অভিষেকের সময়ও এমন মসৃণ ইনিংস খেলেছিলাম৷ ধারাবাহিকভাবে এভাবে রান করতে পারলে তা নিঃসন্দেহে আত্মবিশ্বাস দেয়৷ বিশ্রাম পেয়ে তরতাজা হয়ে মাঠে নামতে চেয়েছিলাম, সেটাই হয়েছে৷"

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন শিখর ধাওয়ান৷ দু অঙ্কের রান পাননি মাত্র দুইবার৷ এই মরশুমের প্রথম 6টি ইনিংসের মধ্যে তিনটিতে 30-এর বেশি রান করেছেন৷ আইপিএলে প্রথম শতরানের জন্য শিখরকে দীর্ঘ সময় (167টি ইনিংস) অপেক্ষা করতে হয়েছে৷ দুই বা তার বেশি আইপিএল শতরানের নিরিখে ভারতীয়দের মধ্যে শিখর রয়েছেন সপ্তম স্থানে৷

এখনও অবধি সবচেয়ে বেশি IPL শতরান রয়েছে বিরাট কোহলির (5)৷ অজিঙ্কা রাহানে, বীরেন্দ্র শেওয়াগ, মুরলী বিজয় ও সঞ্জু স্যামসনের সঙ্গে এখন একাসনে শিখর, সকলেই দুটি করে শতরান করেছেন আইপিএলে৷

2019 সালে দিল্লি ক্যাপিটালসে আসার আগে সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে 85টি ম্যাচ খেলেছেন শিখর, করেছেন 2 হাজার 518 রান৷ 2016 সালে আইপিএল জয়ের স্বাদ পান, সেবার 38.53 গড়ে চারটি অর্ধশতরান-সহ 501 রান করেছিলেন তিনি৷ যদিও তাঁর এই পারফরম্যান্স ঢাকা পড়ে গিয়েছিল ডেভিড ওয়ার্নারের দাপটে, 60.57 গড়ে নটি অর্ধশতরান-সহ 843 রান করেছিলেন অজ়ি ওপেনার৷ গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বাধিক 521 রান করেছিলেন শিখর, 34.73 গড়ে৷ 2008 সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন তিনি৷

চলতি IPL-এর শুরুর দিকে খুব একটা ছন্দে না থাকায় খুব একটা বড় রান পাচ্ছিলেন না৷ ফলে তাঁকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল৷ যদিও সেই জল্পনা আপাতত মাঠের বাইরেই পাঠিয়েছেন 'গব্বর'৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 69 রান করলেও খেলেছিলেন 52টি বল৷ যদিও সহজাত বিস্ফোরক ব্যাটিং শুরু করেন রাজস্থান রয়্যালস ম্যাচে৷ 33 বলে 57 রান করেন, তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শ্রেয়স আইয়ারের সহ্গে যোগ করেন ঝোড়ো 85 রান৷ চেন্নাই ম্যাচে অপরাজিত শতরান করেন মাত্র 58 বলে৷ ধাওয়ানের চেনা ফর্ম দিল্লি ক্যাপিটালস তো বটেই, ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও আপাতত স্বস্তিতেই রাখছে৷

দুবাই, 21 অক্টোবর: চলতি IPL স্মরণীয় হয়ে থাকবে "গব্বর"-এর কাছে ৷ পরপর জোড়া শতরান করে রেকর্ড বুকে নাম তুলে নিলেন শিখর ধাওয়ান ৷ IPL-এর ইতিহাসে এই কৃতিত্ব আর কারও নেই ৷ আরও চমকপ্রদ তথ্য হল, T20 আন্তর্জাতিকে তো বটেই, IPL-সহ ঘরোয়া T20-তে যেখানে 13 বছর শতরান ছিল না শিখরের, সেখানে এবার এক সপ্তাহের মধ্যেই জোড়া শতরান এল তাঁর ব্যাট থেকে৷

গত শনিবার চেন্নাই সুপার কিংস (CSK)-এর বিরুদ্ধে অপরাজিত 101 রান করেন দিল্লি ক্যাপিটালসের (DC) ওপেনার৷

গতকাল শিখরের শতরান সত্ত্বেও কিংস ইলেভেন পঞ্জাব (KXIP)-এর বিরুদ্ধে 5 উইকেটে হেরে যায় দিল্লি৷ তবে 61 বলে কেরিয়ারের সেরা 106 রান করে অপরাজিত থাকেন 'গব্বর', ম্যাচের সেরাও নির্বাচিত হন৷ গতকালের ম্যাচে 57 বলে শতরান পূর্ণ করেন ধাওয়ান৷ 12টি চার ও তিনটি ছয়ের সাহায্যে দলের মোট রানে (164/5)-র সিংহভাগই এসেছে তাঁর ব্যাট থেকে৷ ম্যাচের সেরার পুরস্কার পেয়ে তৃপ্ত শিখর বলেন, "এই ইনিংস দারুণ উপভোগ করলাম৷ টেস্ট অভিষেকের সময়ও এমন মসৃণ ইনিংস খেলেছিলাম৷ ধারাবাহিকভাবে এভাবে রান করতে পারলে তা নিঃসন্দেহে আত্মবিশ্বাস দেয়৷ বিশ্রাম পেয়ে তরতাজা হয়ে মাঠে নামতে চেয়েছিলাম, সেটাই হয়েছে৷"

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন শিখর ধাওয়ান৷ দু অঙ্কের রান পাননি মাত্র দুইবার৷ এই মরশুমের প্রথম 6টি ইনিংসের মধ্যে তিনটিতে 30-এর বেশি রান করেছেন৷ আইপিএলে প্রথম শতরানের জন্য শিখরকে দীর্ঘ সময় (167টি ইনিংস) অপেক্ষা করতে হয়েছে৷ দুই বা তার বেশি আইপিএল শতরানের নিরিখে ভারতীয়দের মধ্যে শিখর রয়েছেন সপ্তম স্থানে৷

এখনও অবধি সবচেয়ে বেশি IPL শতরান রয়েছে বিরাট কোহলির (5)৷ অজিঙ্কা রাহানে, বীরেন্দ্র শেওয়াগ, মুরলী বিজয় ও সঞ্জু স্যামসনের সঙ্গে এখন একাসনে শিখর, সকলেই দুটি করে শতরান করেছেন আইপিএলে৷

2019 সালে দিল্লি ক্যাপিটালসে আসার আগে সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে 85টি ম্যাচ খেলেছেন শিখর, করেছেন 2 হাজার 518 রান৷ 2016 সালে আইপিএল জয়ের স্বাদ পান, সেবার 38.53 গড়ে চারটি অর্ধশতরান-সহ 501 রান করেছিলেন তিনি৷ যদিও তাঁর এই পারফরম্যান্স ঢাকা পড়ে গিয়েছিল ডেভিড ওয়ার্নারের দাপটে, 60.57 গড়ে নটি অর্ধশতরান-সহ 843 রান করেছিলেন অজ়ি ওপেনার৷ গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বাধিক 521 রান করেছিলেন শিখর, 34.73 গড়ে৷ 2008 সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন তিনি৷

চলতি IPL-এর শুরুর দিকে খুব একটা ছন্দে না থাকায় খুব একটা বড় রান পাচ্ছিলেন না৷ ফলে তাঁকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল৷ যদিও সেই জল্পনা আপাতত মাঠের বাইরেই পাঠিয়েছেন 'গব্বর'৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 69 রান করলেও খেলেছিলেন 52টি বল৷ যদিও সহজাত বিস্ফোরক ব্যাটিং শুরু করেন রাজস্থান রয়্যালস ম্যাচে৷ 33 বলে 57 রান করেন, তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শ্রেয়স আইয়ারের সহ্গে যোগ করেন ঝোড়ো 85 রান৷ চেন্নাই ম্যাচে অপরাজিত শতরান করেন মাত্র 58 বলে৷ ধাওয়ানের চেনা ফর্ম দিল্লি ক্যাপিটালস তো বটেই, ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও আপাতত স্বস্তিতেই রাখছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.