ETV Bharat / sports

Nita Ambani: 'ভারতের মাটিতে প্রস্তাব পাশ হওয়ায় খুব খুশি', অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি প্রসঙ্গে নীতা আম্বানি

author img

By ANI

Published : Oct 16, 2023, 4:10 PM IST

Nita on Cricket in Olympics:128 বছর পর অলিম্পিকসে ফিরছে 22 গজের লড়াই ৷ এবার এই নিয়ে মুখ খুললেন আইওসি-র সদস্য়া নীতা আম্বানি ৷ তিনি জানান, ভারতের মাটিতে এই ঐতিহাসিক প্রস্তাব পাশ হওয়ায় তিনি ভীষণ খুশি ৷ শুধু তাই নয় এই খেলা অলিম্পিকসকে আরও নতুন ভৌগলিক ক্ষেত্রে নিবিড় যোগ স্থাপনেও সাহায্য করবে ৷

Nita on Cricket in Olympics
অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে বললেন নীতা

মুম্বই, 16 অক্টোবর: 128 বছর পর আবার অলিম্পিকসে ফিরছে ক্রিকেট ৷ জল্পনা চলছিল বেশ অনেক দিন ধরেই ৷ এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির 141তম সেশনে ৷ কমিটির এই সেশনে আয়োজিত নির্বাচনে রায় গেল ক্রিকেটের পক্ষেই ৷ বলাই বাহুল্য 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে 22 গজের লড়াই দেখার জন্য় এখন মুখিয়ে সকলেই ৷ ইতিমধ্য়েই এই নিয়ে তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেছেন আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে ৷ খুশি আইওসি-র সদস্য়া নীতা আম্বানিও ৷ তাঁর মতে, ক্রিকেট এবং অন্য খেলাগুলির অন্তর্ভুক্তি অনেক নতুন সুযোগ তৈরি করবে ৷

  • #WATCH | On the inclusion of Cricket in the 2028 Los Angeles Summer Olympics, IOC Member Nita Ambani says, "It is a historic day not just for India but all South Asian countries..." pic.twitter.com/9lDNRORdfZ

    — ANI (@ANI) October 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন, "আইওসি-র সদস্য়া হিসাবে, একজন ভারতীয় হিসাবে এবং সর্বোপরি ক্রিকেট অনুরাগী হিসাবে আমি ভীষণ খুশি যে আইওসি-র সদস্যরা ক্রিকেটকে 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে অন্তর্ভুক্ত করেছেন ৷" এর আগে 1900 সালে প্রথমবার অলিম্পিকসে ক্রিকেট খেলা হয়েছিল ৷ সেসময় অংশ নিয়েছিল মাত্র দু'টি দল ৷ ক্রিকেট সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির অন্যতম ৷ আর 1.40 মিলিয়ন ভারতীয়র জন্য় এটা শুধু একটা খেলা নয় বরং একটা ধর্ম ৷

প্রথম ভারতীয় মহিলা হিসাবে আইওসি-র সদস্য়া হয়েছিলেন নীতা আম্বানি ৷ তিনি সদস্যা পদে থাকাকালীন ঘটল এই ঐতিহাসিক অন্তর্ভুক্তি ৷ ভারতের জন্যও এটি একটি বিশেষ মুহূর্ত ৷ এইবারের মুম্বই সেশনের কথা ধরে নিলে মাত্র দু'বার ভারতে আয়োজিত হল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির সেশন ৷ আর দ্বিতীয় সেশনেই গৃহিত হল এই নতুন সিদ্ধান্ত ৷ এই নিয়ে বলতে গিয়ে নীতা বলেন, "আমি খুব খুশি যে এই ঐতিহাসিক প্রস্তাবটি পাশ হল আমাদের দেশে ৷ ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন নতুন ভৌগলিক ক্ষেত্রের সঙ্গে অলিম্পিকসের যোগ আরও নিবিড় করবে এবং অলিম্পিকস বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবে ৷" শুধু তাই নয় ক্রিকেটের বিপুল জনপ্রিয়তা অলিম্পিকের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই সুখবর, 128 বছর পর অলিম্পিকসে প্রত্যাবর্তন ক্রিকেটের

এর আগে অলিম্পিকসে 22 গজের যুদ্ধ হয়েছিল গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ৷ সেবার জয় তুলে নিয়েছিল গ্রেট ব্রিটেন ৷ শুধু ক্রিকেট নয় আরও বেশ কয়েকটি খেলা যুক্ত হল অলিম্পিকসে ৷ তালিকায় রয়েছে বেসবল-সফট, স্কোয়াশ এবং ফ্ল্যাগ ফুটবল (এএনআই) ৷

মুম্বই, 16 অক্টোবর: 128 বছর পর আবার অলিম্পিকসে ফিরছে ক্রিকেট ৷ জল্পনা চলছিল বেশ অনেক দিন ধরেই ৷ এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির 141তম সেশনে ৷ কমিটির এই সেশনে আয়োজিত নির্বাচনে রায় গেল ক্রিকেটের পক্ষেই ৷ বলাই বাহুল্য 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে 22 গজের লড়াই দেখার জন্য় এখন মুখিয়ে সকলেই ৷ ইতিমধ্য়েই এই নিয়ে তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেছেন আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে ৷ খুশি আইওসি-র সদস্য়া নীতা আম্বানিও ৷ তাঁর মতে, ক্রিকেট এবং অন্য খেলাগুলির অন্তর্ভুক্তি অনেক নতুন সুযোগ তৈরি করবে ৷

  • #WATCH | On the inclusion of Cricket in the 2028 Los Angeles Summer Olympics, IOC Member Nita Ambani says, "It is a historic day not just for India but all South Asian countries..." pic.twitter.com/9lDNRORdfZ

    — ANI (@ANI) October 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন, "আইওসি-র সদস্য়া হিসাবে, একজন ভারতীয় হিসাবে এবং সর্বোপরি ক্রিকেট অনুরাগী হিসাবে আমি ভীষণ খুশি যে আইওসি-র সদস্যরা ক্রিকেটকে 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে অন্তর্ভুক্ত করেছেন ৷" এর আগে 1900 সালে প্রথমবার অলিম্পিকসে ক্রিকেট খেলা হয়েছিল ৷ সেসময় অংশ নিয়েছিল মাত্র দু'টি দল ৷ ক্রিকেট সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির অন্যতম ৷ আর 1.40 মিলিয়ন ভারতীয়র জন্য় এটা শুধু একটা খেলা নয় বরং একটা ধর্ম ৷

প্রথম ভারতীয় মহিলা হিসাবে আইওসি-র সদস্য়া হয়েছিলেন নীতা আম্বানি ৷ তিনি সদস্যা পদে থাকাকালীন ঘটল এই ঐতিহাসিক অন্তর্ভুক্তি ৷ ভারতের জন্যও এটি একটি বিশেষ মুহূর্ত ৷ এইবারের মুম্বই সেশনের কথা ধরে নিলে মাত্র দু'বার ভারতে আয়োজিত হল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির সেশন ৷ আর দ্বিতীয় সেশনেই গৃহিত হল এই নতুন সিদ্ধান্ত ৷ এই নিয়ে বলতে গিয়ে নীতা বলেন, "আমি খুব খুশি যে এই ঐতিহাসিক প্রস্তাবটি পাশ হল আমাদের দেশে ৷ ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন নতুন ভৌগলিক ক্ষেত্রের সঙ্গে অলিম্পিকসের যোগ আরও নিবিড় করবে এবং অলিম্পিকস বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবে ৷" শুধু তাই নয় ক্রিকেটের বিপুল জনপ্রিয়তা অলিম্পিকের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই সুখবর, 128 বছর পর অলিম্পিকসে প্রত্যাবর্তন ক্রিকেটের

এর আগে অলিম্পিকসে 22 গজের যুদ্ধ হয়েছিল গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ৷ সেবার জয় তুলে নিয়েছিল গ্রেট ব্রিটেন ৷ শুধু ক্রিকেট নয় আরও বেশ কয়েকটি খেলা যুক্ত হল অলিম্পিকসে ৷ তালিকায় রয়েছে বেসবল-সফট, স্কোয়াশ এবং ফ্ল্যাগ ফুটবল (এএনআই) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.