ইসলামাবাদ, 30 অক্টোবর: চলতি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক ৷ মঙ্গলবার ক্রিকেটের নন্দনকাননে জয়ে ফিরতে মরিয়া বাবর আজমের দল ৷ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগেই জাতীয় মুখ্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল হক ৷ সোমবার পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে সামনে এসেছে এই খবর ৷
রবিবার জানা গিয়েছিল স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে তাঁকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে ৷ সোমবার এই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য় বোর্ডের দফতরে ডেকে পাঠানো হয় প্রাক্তন পাক অধিনায়ককে ৷ তারপরেই সামনে আসে তাঁর ইস্তফার খবর ৷ চলতি বিশ্বকাপে পাকিস্তান শুরুটা ভালোই করেছিল ৷ প্রথম দুই ম্যাচে জয়ও পেয়েছিল বাবরবাহিনী ৷ কিন্তু তারপর থেকে টানা চার ম্যাচে ভাগ্য জুটেছে শুধুই হার ৷ আাগামিদিনে বিশ্বকাপের চুড়ান্ত পর্বে পৌঁছনোর রাস্তাও বেশ কঠিন তাঁদের জন্য ৷ এরই মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরে বাবরের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এহেন পরিস্থিতির মাঝেই ইস্তফা দিলেন ইঞ্জি ৷
-
Pakistan Cricket Board (PCB) has set up a five-member fact-finding committee to investigate allegations in respect of conflict of interest reported in the media pertaining to the team selection process.
— PCB Media (@TheRealPCBMedia) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The committee will submit its report and any recommendations to the PCB…
">Pakistan Cricket Board (PCB) has set up a five-member fact-finding committee to investigate allegations in respect of conflict of interest reported in the media pertaining to the team selection process.
— PCB Media (@TheRealPCBMedia) October 30, 2023
The committee will submit its report and any recommendations to the PCB…Pakistan Cricket Board (PCB) has set up a five-member fact-finding committee to investigate allegations in respect of conflict of interest reported in the media pertaining to the team selection process.
— PCB Media (@TheRealPCBMedia) October 30, 2023
The committee will submit its report and any recommendations to the PCB…
সোমবার এক্স-এ একটি বিবৃতি দিয়ে পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, "সম্প্রতি সংবাদমাধ্যমে দল নির্বাচন প্রক্রিয়ায় স্বার্থের সংঘাতের যে অভিযোগ সামনে এসেছে তা খতিয়ে দেখছে পিসিবি ৷ পাক ক্রিকেট বোর্ড এর জন্য় পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে ৷ এই কমিটি দ্রুত পিসিবি ম্যানেজমেন্টের কাছে এই বিষয়ে রিপোর্ট জমা দেবে ৷"
আরো পড়ুন: বিশ্বকাপের মাঝেই বাবরদের মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা ইনজামামের
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ইনজামাম নাকি এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন যার মালিক ক্রিকেটারদের একজন এজেন্ট ৷ তার জেরেই প্রশ্ন ওঠে তবে কি ওই এজেন্টের হাত রয়েছে দল নির্বাচনে? ইনজামাম যদিও একটি বিবৃতিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ৷