ETV Bharat / sports

Inzamam ul Haq Resigns: বিশ্বকাপের মাঝেই বাবরদের মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা ইনজামামের

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল হক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 7:28 PM IST

Updated : Oct 30, 2023, 8:04 PM IST

ICC World Cup 2023
পাক দলের মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা ইনজামামের

ইসলামাবাদ, 30 অক্টোবর: চলতি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক ৷ মঙ্গলবার ক্রিকেটের নন্দনকাননে জয়ে ফিরতে মরিয়া বাবর আজমের দল ৷ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগেই জাতীয় মুখ্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল হক ৷ সোমবার পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে সামনে এসেছে এই খবর ৷

রবিবার জানা গিয়েছিল স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে তাঁকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে ৷ সোমবার এই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য় বোর্ডের দফতরে ডেকে পাঠানো হয় প্রাক্তন পাক অধিনায়ককে ৷ তারপরেই সামনে আসে তাঁর ইস্তফার খবর ৷ চলতি বিশ্বকাপে পাকিস্তান শুরুটা ভালোই করেছিল ৷ প্রথম দুই ম্যাচে জয়ও পেয়েছিল বাবরবাহিনী ৷ কিন্তু তারপর থেকে টানা চার ম্যাচে ভাগ্য জুটেছে শুধুই হার ৷ আাগামিদিনে বিশ্বকাপের চুড়ান্ত পর্বে পৌঁছনোর রাস্তাও বেশ কঠিন তাঁদের জন্য ৷ এরই মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরে বাবরের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এহেন পরিস্থিতির মাঝেই ইস্তফা দিলেন ইঞ্জি ৷

  • Pakistan Cricket Board (PCB) has set up a five-member fact-finding committee to investigate allegations in respect of conflict of interest reported in the media pertaining to the team selection process.

    The committee will submit its report and any recommendations to the PCB…

    — PCB Media (@TheRealPCBMedia) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোমবার এক্স-এ একটি বিবৃতি দিয়ে পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, "সম্প্রতি সংবাদমাধ্যমে দল নির্বাচন প্রক্রিয়ায় স্বার্থের সংঘাতের যে অভিযোগ সামনে এসেছে তা খতিয়ে দেখছে পিসিবি ৷ পাক ক্রিকেট বোর্ড এর জন্য় পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে ৷ এই কমিটি দ্রুত পিসিবি ম্যানেজমেন্টের কাছে এই বিষয়ে রিপোর্ট জমা দেবে ৷"

আরো পড়ুন: বিশ্বকাপের মাঝেই বাবরদের মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা ইনজামামের

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ইনজামাম নাকি এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন যার মালিক ক্রিকেটারদের একজন এজেন্ট ৷ তার জেরেই প্রশ্ন ওঠে তবে কি ওই এজেন্টের হাত রয়েছে দল নির্বাচনে? ইনজামাম যদিও একটি বিবৃতিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ৷

ইসলামাবাদ, 30 অক্টোবর: চলতি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক ৷ মঙ্গলবার ক্রিকেটের নন্দনকাননে জয়ে ফিরতে মরিয়া বাবর আজমের দল ৷ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগেই জাতীয় মুখ্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল হক ৷ সোমবার পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে সামনে এসেছে এই খবর ৷

রবিবার জানা গিয়েছিল স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে তাঁকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে ৷ সোমবার এই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য় বোর্ডের দফতরে ডেকে পাঠানো হয় প্রাক্তন পাক অধিনায়ককে ৷ তারপরেই সামনে আসে তাঁর ইস্তফার খবর ৷ চলতি বিশ্বকাপে পাকিস্তান শুরুটা ভালোই করেছিল ৷ প্রথম দুই ম্যাচে জয়ও পেয়েছিল বাবরবাহিনী ৷ কিন্তু তারপর থেকে টানা চার ম্যাচে ভাগ্য জুটেছে শুধুই হার ৷ আাগামিদিনে বিশ্বকাপের চুড়ান্ত পর্বে পৌঁছনোর রাস্তাও বেশ কঠিন তাঁদের জন্য ৷ এরই মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরে বাবরের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এহেন পরিস্থিতির মাঝেই ইস্তফা দিলেন ইঞ্জি ৷

  • Pakistan Cricket Board (PCB) has set up a five-member fact-finding committee to investigate allegations in respect of conflict of interest reported in the media pertaining to the team selection process.

    The committee will submit its report and any recommendations to the PCB…

    — PCB Media (@TheRealPCBMedia) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোমবার এক্স-এ একটি বিবৃতি দিয়ে পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, "সম্প্রতি সংবাদমাধ্যমে দল নির্বাচন প্রক্রিয়ায় স্বার্থের সংঘাতের যে অভিযোগ সামনে এসেছে তা খতিয়ে দেখছে পিসিবি ৷ পাক ক্রিকেট বোর্ড এর জন্য় পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে ৷ এই কমিটি দ্রুত পিসিবি ম্যানেজমেন্টের কাছে এই বিষয়ে রিপোর্ট জমা দেবে ৷"

আরো পড়ুন: বিশ্বকাপের মাঝেই বাবরদের মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা ইনজামামের

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ইনজামাম নাকি এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন যার মালিক ক্রিকেটারদের একজন এজেন্ট ৷ তার জেরেই প্রশ্ন ওঠে তবে কি ওই এজেন্টের হাত রয়েছে দল নির্বাচনে? ইনজামাম যদিও একটি বিবৃতিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ৷

Last Updated : Oct 30, 2023, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.