ETV Bharat / sports

Virat-Shikhar: শিখরকে নকল বিরাটের, মিস করছেন তাঁর রসিকতা - বিরাট কোহলি

শিখর ধাওয়ানকে নকল করলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি ৷ টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করেছেন ভারত অধিনায়ক নিজে ৷ শিখরের ব্যাটিং স্টাইলের নকল করেছেন বিরাট ৷

Virat Kohli Mimic Shikhar Dhawans Batting Style
শিখরকে নকল বিরাটের, জানালেন মিস করছেন তাঁর রসিকতাকে
author img

By

Published : Oct 18, 2021, 7:21 PM IST

কলকাতা, 18 অক্টোবর : ভারতীয় দলে মজার ব্যক্তিত্বদের মধ্যে একজন শিখর ধাওয়ান ৷ তিনি যখনই মাঠে নামেন সবসময় মুখে হাসি লেগে থাকে ৷ ভারতীয় দলের ড্রেসিংরুমে বিরাটদের খুব প্রিয় 'গব্বর'৷ এবার তাঁর মুখে হাসি ফোটানোর আরও একটি কারণ তুলে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ বাঁ-হাতি শিখর ধাওয়ানের ব্যাটিং স্টাইলের নকল করলেন বিরাট ৷ একটি বিজ্ঞাপনের শুটিংয়ের ফাঁকে বিরাটকে শিখরের নকল করতে দেখা গিয়েছে ৷ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন বিরাট কোহলি ৷

ওই ভিডিয়োতে বিরাটকে শিখরকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আমি শিখর ধাওয়ানকে নকল করতে চলেছি ৷ কারণ, তিনি তাঁর সেই জায়গাটা অনেকটাই হারিয়ে ফেলেছেন, যা খুবই মজার ছিল এবং তা আমি অনেকবার উল্টোদিক থেকে উপভোগ করেছি ৷’’ ওই পোস্টে বিরাট একটি ক্যাপশনও দিয়েছেন, শিখরকে উদ্দেশ্য করে ৷ যেখানে তিনি জানতে চেয়েছেন, শিখি (শিখরের ডাক নাম), এটা কেমন ?

আরও পড়ুন : Team India Coach : ভাবনায় দ্রাবিড়কে রেখেই বিরাটদের কোচের পদে আবেদন চাইল বিসিসিআই

ভিডিয়ো-তে দেখা গিয়েছে, বিরাট তাঁর টি-শার্টের হাতা গুটিয়ে ধাওয়ানের ব্যাটিং স্টানটের নকল করছেন ৷ তার পরেই বাঁ-হাতি ওপেনারের বল ছাড়ার ভঙ্গির অভিনয় করেন কোহলি ৷ বিরাটের করা পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের মধ্যে এই মজা মনে ধরে দুই তারকা ক্রিকেটারের অনুরাগীদের ৷

আরও পড়ুন : Hardik Pandya: টি-20 বিশ্বকাপ বড় চ্যালেঞ্জ, প্রত্যাবর্তন নিয়ে অকপট হার্দিক

কলকাতা, 18 অক্টোবর : ভারতীয় দলে মজার ব্যক্তিত্বদের মধ্যে একজন শিখর ধাওয়ান ৷ তিনি যখনই মাঠে নামেন সবসময় মুখে হাসি লেগে থাকে ৷ ভারতীয় দলের ড্রেসিংরুমে বিরাটদের খুব প্রিয় 'গব্বর'৷ এবার তাঁর মুখে হাসি ফোটানোর আরও একটি কারণ তুলে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ বাঁ-হাতি শিখর ধাওয়ানের ব্যাটিং স্টাইলের নকল করলেন বিরাট ৷ একটি বিজ্ঞাপনের শুটিংয়ের ফাঁকে বিরাটকে শিখরের নকল করতে দেখা গিয়েছে ৷ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন বিরাট কোহলি ৷

ওই ভিডিয়োতে বিরাটকে শিখরকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আমি শিখর ধাওয়ানকে নকল করতে চলেছি ৷ কারণ, তিনি তাঁর সেই জায়গাটা অনেকটাই হারিয়ে ফেলেছেন, যা খুবই মজার ছিল এবং তা আমি অনেকবার উল্টোদিক থেকে উপভোগ করেছি ৷’’ ওই পোস্টে বিরাট একটি ক্যাপশনও দিয়েছেন, শিখরকে উদ্দেশ্য করে ৷ যেখানে তিনি জানতে চেয়েছেন, শিখি (শিখরের ডাক নাম), এটা কেমন ?

আরও পড়ুন : Team India Coach : ভাবনায় দ্রাবিড়কে রেখেই বিরাটদের কোচের পদে আবেদন চাইল বিসিসিআই

ভিডিয়ো-তে দেখা গিয়েছে, বিরাট তাঁর টি-শার্টের হাতা গুটিয়ে ধাওয়ানের ব্যাটিং স্টানটের নকল করছেন ৷ তার পরেই বাঁ-হাতি ওপেনারের বল ছাড়ার ভঙ্গির অভিনয় করেন কোহলি ৷ বিরাটের করা পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের মধ্যে এই মজা মনে ধরে দুই তারকা ক্রিকেটারের অনুরাগীদের ৷

আরও পড়ুন : Hardik Pandya: টি-20 বিশ্বকাপ বড় চ্যালেঞ্জ, প্রত্যাবর্তন নিয়ে অকপট হার্দিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.