ETV Bharat / sports

টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকে করতে মুম্বই পৌঁছলেন সৌরভ - Mumbai

টি-২০ বিশ্বকাপে কর ছাড়ের বিষয়ে আলোচনা করতে মুম্বই পৌঁছলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । বৈঠক করবেন বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও ।

Sourav Ganguly
টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকে করতে মুম্বই পৌঁছলেন সৌরভ
author img

By

Published : Jun 14, 2021, 2:27 PM IST

নয়াদিল্লি, ১৪ জুন: টি-২০ বিশ্বকাপে কর ছাড়ের বিষয়ে আলোচনা করতে মুম্বই পৌঁছলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । বৈঠক করবেন বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও । চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতেই বসবে বিশ্বকাপের আসর । বিসিসিআইয়ের তরফে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে এই কর ছাড়ের বিষয়ে নিশ্চিত করতে হবে আগামী মঙ্গলবারের মধ্যে ।

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের নানা উন্নতির দিক নিয়েও আলোচনা হবে বৈঠকে । বৈঠকে সবকিছুর পাশাপাশি বাড়তি গুরুত্ব দেওয়া হবে টি-২০ বিশ্বকাপের বিষয়ে । টুর্নামেন্টের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া ২৮ জুনের মধ্যে ।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরের আগে 15 দিনের কোয়ারানটিন পর্ব শিখরদের

করোনা প্যানডেমিকের কারণে ভারতে এই টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে । ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপের আয়োজনের বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে বিসিসিআই । শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও ভারতকে টি-২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সাহায্য করতে এগিয়ে এসেছে । তবে কোন দেশে টি-২০ বিশ্বকাপের আসর বসবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ।

নয়াদিল্লি, ১৪ জুন: টি-২০ বিশ্বকাপে কর ছাড়ের বিষয়ে আলোচনা করতে মুম্বই পৌঁছলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । বৈঠক করবেন বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও । চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতেই বসবে বিশ্বকাপের আসর । বিসিসিআইয়ের তরফে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে এই কর ছাড়ের বিষয়ে নিশ্চিত করতে হবে আগামী মঙ্গলবারের মধ্যে ।

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের নানা উন্নতির দিক নিয়েও আলোচনা হবে বৈঠকে । বৈঠকে সবকিছুর পাশাপাশি বাড়তি গুরুত্ব দেওয়া হবে টি-২০ বিশ্বকাপের বিষয়ে । টুর্নামেন্টের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া ২৮ জুনের মধ্যে ।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরের আগে 15 দিনের কোয়ারানটিন পর্ব শিখরদের

করোনা প্যানডেমিকের কারণে ভারতে এই টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে । ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপের আয়োজনের বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে বিসিসিআই । শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও ভারতকে টি-২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সাহায্য করতে এগিয়ে এসেছে । তবে কোন দেশে টি-২০ বিশ্বকাপের আসর বসবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.