ETV Bharat / sports

করোনা আক্রান্ত শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাহিরু কুমারা - coronavirus

করোনা আক্রান্ত হলেন শ্রীলঙ্কান মিডিয়াম পেসার লাহিরু কুমারা ৷ ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পুরো শ্রীলঙ্কান দলের করোনা পরীক্ষা করানো হয় ৷ সেই পরীক্ষাতেই লাহিরু কুমারার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷

sri-lanka-bowler-lahiru-kumara-tests-positive-for-coronavirus
কোরোনা আক্রান্ত শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাহিরু কুমারা
author img

By

Published : Feb 22, 2021, 4:40 PM IST

কলম্বো, 22 ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে করোনা আক্রান্ত হলেন শ্রীলঙ্কার মিডিয়াম পেসার লাহিরু কুমারা ৷ প্রায় এক মাসের এই সফরে লাহিরু কুমারাকে শ্রীলঙ্কার সফরকারি দলে রাখা হয়েছিল ৷ সফরের আগে রবিবার শ্রীলঙ্কান দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করানো হয় ৷ সেই আরটি পিসিআর পরীক্ষায় লাহিরু কুমারার রিপোর্ট পজিটিভ এসেছে ৷

লাহিরু কুমারাকে শ্রীলঙ্কান সরকারের কোভিড নিয়মবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, ‘‘ওয়েস্ট ইন্ডিজে সাদা বলে ক্রিকেটের আগে পুরো দলের আরটি পিসিআর পরীক্ষা করানো হয় ৷ সেখানেই লাহিরু কুমারা করোনা পজিটিভ এসেছে ৷’’ একইসঙ্গে এও বলা হয়েছে, শ্রীলঙ্কান ক্রিকেট দল করোনার স্বাস্থ্যবিধি মেনে সফর জারি রাখবে ৷

আরও পড়ুন : ঘূর্ণি পিচে দিন-রাতের টেস্ট, জানালেন রোহিত

23 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা দল ক্যারিবিয়ান দ্বীপে সফরের জন্য উড়ে যাবে ৷ সেখানে 3টি টি-20 ম্যাচ, 3টি ওয়ান’ডে এবং 2টি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কান দল ৷ 3 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত বায়ো সিকিওর বাবলে এই ক্রিকেট সিরিজ খেলা হবে ৷

কলম্বো, 22 ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে করোনা আক্রান্ত হলেন শ্রীলঙ্কার মিডিয়াম পেসার লাহিরু কুমারা ৷ প্রায় এক মাসের এই সফরে লাহিরু কুমারাকে শ্রীলঙ্কার সফরকারি দলে রাখা হয়েছিল ৷ সফরের আগে রবিবার শ্রীলঙ্কান দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করানো হয় ৷ সেই আরটি পিসিআর পরীক্ষায় লাহিরু কুমারার রিপোর্ট পজিটিভ এসেছে ৷

লাহিরু কুমারাকে শ্রীলঙ্কান সরকারের কোভিড নিয়মবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, ‘‘ওয়েস্ট ইন্ডিজে সাদা বলে ক্রিকেটের আগে পুরো দলের আরটি পিসিআর পরীক্ষা করানো হয় ৷ সেখানেই লাহিরু কুমারা করোনা পজিটিভ এসেছে ৷’’ একইসঙ্গে এও বলা হয়েছে, শ্রীলঙ্কান ক্রিকেট দল করোনার স্বাস্থ্যবিধি মেনে সফর জারি রাখবে ৷

আরও পড়ুন : ঘূর্ণি পিচে দিন-রাতের টেস্ট, জানালেন রোহিত

23 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা দল ক্যারিবিয়ান দ্বীপে সফরের জন্য উড়ে যাবে ৷ সেখানে 3টি টি-20 ম্যাচ, 3টি ওয়ান’ডে এবং 2টি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কান দল ৷ 3 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত বায়ো সিকিওর বাবলে এই ক্রিকেট সিরিজ খেলা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.