ETV Bharat / sports

Kanpur Test Gutkha Man: অপপ্রচার, বোনকে কটূক্তি! প্রতিবাদে সরব কানপুর টেস্টের ‘গুটখা ম্যান’ - Shobit Pandey Kanpur Test Gutkha Man

অপপ্রচারের অভিযোগ তুললেন কানপুর টেস্টের গুটখা ম্যান (Kanpur Test Gutkha Man) ৷ তাঁর দাবি, ম্যাচ চলাকালীন তিনি গুটখা খাচ্ছিলেন না ৷ ফোন কথা বলার সময় মুখে সুপারি ছিল তাঁর ৷ পাশাপাশি, তাঁর বোনকে কটূক্তির অভিযোগ করেছেন তিনি ৷

Shobit Pandey Kanpur Test Gutkha Man
অপপ্রচার, বোনকে কূটক্তি! প্রতিবাদে সরব কানপুর টেস্টের ‘গুটখা ম্যান’
author img

By

Published : Nov 27, 2021, 1:57 PM IST

Updated : Nov 27, 2021, 3:23 PM IST

কানপুর, 27 নভেম্বর : তাঁকে নিয়ে ভুল প্রচার করা হচ্ছে ৷ সংবাদ সংস্থা এএনআই’কে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রতিবাদে সরব হলেন কানপুর টেস্টের ‘গুটখা ম্যান’ শোভিত পান্ডে (Kanpur Test Gutkha Man) ৷ জানালেন টিভি ক্যামেরায় যে দশ সেকেন্ডের ফুটেজ ধরা পড়েছে সেখানে তিনি গুটখা খাচ্ছিলেন না ৷ সেই সময় সুপারি চিবচ্ছিলেন ৷

প্রসঙ্গত, কানপুর টেস্টের প্রথমদিন গ্যালারিতে শোভিত পান্ডে ক্যামেরায় ধরা পড়েন ৷ সেই সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন ৷ আর তাঁকে কিছু একটা চিবতে দেখা যায় ৷ ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় এবং বলা হয় মাঠে ম্যাচ চলাকালীন গুটখা খাচ্ছিলেন ওই যুবক ৷ এমনকি তাঁকে নিয়ে একাধিক মিম ও ট্রোল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ এর পর টেস্টের দ্বিতীয় দিন তাঁকে ফের মাঠে দেখা যায় ৷ সেখানে তাঁর হাতে একটি পোস্টার ছিল এবং তাতে লেখা ছিল, ‘‘গুটখা খাওয়া বাজে অভ্যেস’’ ৷ হ্যাশ ট্যাগ দিয়ে লেখা ছিল কানপুর গুটখাবাজ ৷

এই ভিডিয়োটিও নিমেষে ভাইরাল হয় এবং সেখানেও শোভিত পান্ডেকে ট্রোল করা হয় (Shobit Pandey Kanpur Test Gutkha Man) ৷ এমনকি বিখ্যাত ব্যক্তিত্ব ড. কুমার বিশ্ব এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শোভিতকে নিয়ে হওয়া মিম শেয়ার করেন ৷ এর পরেই প্রতিবাদ জানান তিনি ৷ শোভিত পান্ডে বলেন, ‘‘প্রথমত, জানিয়ে দিতে চাই আমি গুটখা খাচ্ছিলাম না ৷ আমি সুপারি চিবচ্ছিলাম এবং আমার এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম ৷ সেও স্টেডিয়ামে ম্যাচ দেখতে এসেছিল ৷ কিন্তু, অন্য স্ট্যান্ডে বসেছিল ৷ আমি যে বন্ধুর সঙ্গে কথা বলছিলাম সেই আমাকে জানায় যে, ভিডিয়োটি ভাইরাল হয়েছে ৷ আগুনের মতো ছড়িয়ে পড়ে সেটি ৷’’

আরও পড়ুন : India's South Africa Tour : করোনার নয়া ভ্যারিয়েন্টের আতঙ্কে বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে অনিশ্চয়তা

তিনি জানান, ওই ভিডিয়োটি ভাইরাল হওয়ায় মূল যে সমস্যার সম্মুখীন তিনি হন, তা হল, স্টেডিয়ামে তাঁর বোনও সেখানে ছিলেন ৷ তিনিও ওই ভিডিয়োতে ভাইরাল হন এবং কিছু লোক তাঁকে উদ্দেশ্য করে কূটক্তি করছে সোশ্যাল মিডিয়ায় ৷ শোভিতের স্পষ্ট বক্তব্য, তিনি কোনও ভুল করেননি ৷ আর তাই তিনি ভয় পাচ্ছেন না এবং এর জন্য লজ্জিতও নন ৷ তাঁর চিন্তা একটাই ৷ যে কিছু মানুষ তাঁর বোনকে উদ্দেশ্য করে কটূক্তি করছে ৷ আর সেই সঙ্গে তিনি একাধিক সংবাদ মাধ্য়ম থেকে ফোন পাচ্ছেন ৷ এমনকি গোটা বিষয়টি নিয়ে অনেকে শোভিতকে ফোন করে জানতে চাইছেন ৷ যা তাঁর কাছে বিরক্তির পর্যায়ে চলে গিয়েছে বলে জানিয়েছেন শোভিত পান্ডে ৷

কানপুর, 27 নভেম্বর : তাঁকে নিয়ে ভুল প্রচার করা হচ্ছে ৷ সংবাদ সংস্থা এএনআই’কে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রতিবাদে সরব হলেন কানপুর টেস্টের ‘গুটখা ম্যান’ শোভিত পান্ডে (Kanpur Test Gutkha Man) ৷ জানালেন টিভি ক্যামেরায় যে দশ সেকেন্ডের ফুটেজ ধরা পড়েছে সেখানে তিনি গুটখা খাচ্ছিলেন না ৷ সেই সময় সুপারি চিবচ্ছিলেন ৷

প্রসঙ্গত, কানপুর টেস্টের প্রথমদিন গ্যালারিতে শোভিত পান্ডে ক্যামেরায় ধরা পড়েন ৷ সেই সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন ৷ আর তাঁকে কিছু একটা চিবতে দেখা যায় ৷ ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় এবং বলা হয় মাঠে ম্যাচ চলাকালীন গুটখা খাচ্ছিলেন ওই যুবক ৷ এমনকি তাঁকে নিয়ে একাধিক মিম ও ট্রোল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ এর পর টেস্টের দ্বিতীয় দিন তাঁকে ফের মাঠে দেখা যায় ৷ সেখানে তাঁর হাতে একটি পোস্টার ছিল এবং তাতে লেখা ছিল, ‘‘গুটখা খাওয়া বাজে অভ্যেস’’ ৷ হ্যাশ ট্যাগ দিয়ে লেখা ছিল কানপুর গুটখাবাজ ৷

এই ভিডিয়োটিও নিমেষে ভাইরাল হয় এবং সেখানেও শোভিত পান্ডেকে ট্রোল করা হয় (Shobit Pandey Kanpur Test Gutkha Man) ৷ এমনকি বিখ্যাত ব্যক্তিত্ব ড. কুমার বিশ্ব এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শোভিতকে নিয়ে হওয়া মিম শেয়ার করেন ৷ এর পরেই প্রতিবাদ জানান তিনি ৷ শোভিত পান্ডে বলেন, ‘‘প্রথমত, জানিয়ে দিতে চাই আমি গুটখা খাচ্ছিলাম না ৷ আমি সুপারি চিবচ্ছিলাম এবং আমার এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম ৷ সেও স্টেডিয়ামে ম্যাচ দেখতে এসেছিল ৷ কিন্তু, অন্য স্ট্যান্ডে বসেছিল ৷ আমি যে বন্ধুর সঙ্গে কথা বলছিলাম সেই আমাকে জানায় যে, ভিডিয়োটি ভাইরাল হয়েছে ৷ আগুনের মতো ছড়িয়ে পড়ে সেটি ৷’’

আরও পড়ুন : India's South Africa Tour : করোনার নয়া ভ্যারিয়েন্টের আতঙ্কে বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে অনিশ্চয়তা

তিনি জানান, ওই ভিডিয়োটি ভাইরাল হওয়ায় মূল যে সমস্যার সম্মুখীন তিনি হন, তা হল, স্টেডিয়ামে তাঁর বোনও সেখানে ছিলেন ৷ তিনিও ওই ভিডিয়োতে ভাইরাল হন এবং কিছু লোক তাঁকে উদ্দেশ্য করে কূটক্তি করছে সোশ্যাল মিডিয়ায় ৷ শোভিতের স্পষ্ট বক্তব্য, তিনি কোনও ভুল করেননি ৷ আর তাই তিনি ভয় পাচ্ছেন না এবং এর জন্য লজ্জিতও নন ৷ তাঁর চিন্তা একটাই ৷ যে কিছু মানুষ তাঁর বোনকে উদ্দেশ্য করে কটূক্তি করছে ৷ আর সেই সঙ্গে তিনি একাধিক সংবাদ মাধ্য়ম থেকে ফোন পাচ্ছেন ৷ এমনকি গোটা বিষয়টি নিয়ে অনেকে শোভিতকে ফোন করে জানতে চাইছেন ৷ যা তাঁর কাছে বিরক্তির পর্যায়ে চলে গিয়েছে বলে জানিয়েছেন শোভিত পান্ডে ৷

Last Updated : Nov 27, 2021, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.