জোহানেসবার্গ, 22 ডিসেম্বর : 26 ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করতে চলেছে ভারতীয় দল (South Africa vs India) ৷ তার আগে সেঞ্চুরিয়ানে প্রস্তুতি শুরু করেছে ভারত ৷ আর দক্ষিণ আফ্রিকা দল ওয়ান্ডারার্সে তাঁদের প্রস্তুতি শিবির শুরু করেছে ৷ এই প্রস্তুতি শিবিরের শেষদিনে ভারতীয় পেস বোলিং বিভাগের প্রশংসা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের (Dean Elgar on Indian team) ৷ বিশেষ করে জসপ্রীত বুমরার ৷ 2018 সালে শেষ দক্ষিণ আফ্রিকা সফরেই টেস্ট ক্রিকেট অভিষেক ঘটেছিল ডানহাতি এই পেসারের ৷
ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এলগার বলেন, ভারতীয় পেস আক্রমণ গত কয়েক বছরে অসাধারণ উন্নতি করেছে ৷ বিশেষ করে বিদেশ সফরে ৷ আর দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্সে ভরা উইকেটে বুমরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে মনে করেন ডিন এলগার (Proteas Captain is Carefull to Jasprit Bumrah) ৷ তিনি জানান, ‘‘ও বিশ্বমানের বোলার ৷ এখানে কেউ যদি দক্ষিণ আফ্রিকার পরিবেশকে কাজে লাগাতে পারেন, তা হল একমাত্র বুমরা (Dean Elgar on Jasprit Bumrah) ৷ কিন্তু, তা সত্ত্বেও আমরা কোনও একজনের উপর নজর রাখব না ৷ ভারত দলগতভাবে অনেক শক্তিশালী ৷’’
2018 সালে শেষ দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম দু’টি ম্যাচে রীতিমত দুর্মুশ হতে হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপকে ৷ কিন্তু, শেষ ম্যাচে ভারতের পেস আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি প্রোটিয়া বাহিনী ৷ ভারত সেই সিরিজ 2-1 ফলে হারলেও, সেই সিরিজের পর থেকেই এক অন্য ভারতীয় দলকে দেখেছিল ক্রিকেট বিশ্ব (Dean Elgar on India pace attack) ৷ আর সেই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ব্যাট হাতে এবি ডি’ভিলিয়ার্স, ফাফ ডুপ্লেসি, হাসিম আমলারা ছিলেন ৷ আর বল হাতে ছিলেন ডেল স্টেইন ও ভার্নন ফিলেন্ডারের মত অভিজ্ঞ বোলাররা ৷ কিন্তু, এ বার সেই তারকা ক্রিকেটাররা কেউ নেই ৷ ফলে স্বাভাবিকভাবেই অনভিজ্ঞ দল নিয়ে ভারতের বিরুদ্ধে নামার আগে সাবধানী দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ৷
আরও পড়ুন : Anrich Nortje ruled out : কোহলিদের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা প্রোটিয়া শিবিরে, ছিটকে গেলেন নর্তজে
সাংবাদিক বৈঠকে এলগার তা বলেও ফেলেছেন ৷ তিনি বলেন, ‘‘গত 2-3 বছর ধরে ভারত দল হিসেবে খুব ভাল খেলছে ৷ আগদের সফরের শেষে খুব ভাল খেলেও ছিল তারা ৷’’ তবে, ঘরের মাঠে খেলার সুবাদে নিজেদের চেনা পরিবেশকে বেশি করে কাজে লাগাতে চাইবেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ৷ তেমনই তিনি জানিয়েছেন ৷ তাই তাঁরা যেমন ভারতীয় বোলরাদের নিয়ে ভাবছেন ৷ তেমনি ভারতীয় দল ভাবছে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলাতে হবে ৷ এমনই মনে করছেন ডিন এলগার ৷
আরও পড়ুন : Kohli to break Dravid record : দক্ষিণ আফ্রিকায় গুরু দ্রাবিড়ের রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি
তবে, সিরিজ শুরু আগে বড় সমস্যায় পড়েছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট ৷ হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো সিরিজ থেকে বাদ পড়েছেন এনরিক নখিয়া ৷ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলার হিসেবে ধরা হচ্ছে তাঁকে ৷ যিনি লাগাতার 150 বা তার বেশি গতিতে এক টানা বল করে যেতে পারেন ৷ যা সম্প্রতি দুবাইয়ে আইপিএল এবং পরে টি-20 বিশ্বকাপে দেখিয়েছেন নখিয়া ৷ তবে, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিডি’র মতো বিশ্বমানের বোলার রয়েছে দক্ষিণ আফ্রিকার হাতে ৷ শেষ সফরে এই দুই বোলারের কাছে ধরাশায়ী হতে হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপকে ৷ ফলে এনরিক নখিয়া না থাকলেও, ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলার রসদ প্রোটিয়া শিবিরে রয়েছে ৷