ETV Bharat / sports

Ravi Shastri : করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে আরও 3 সাপোর্ট স্টাফ - ভারত বনাম ইংল্যান্ড

করোনা আক্রান্ত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ৷ শনিবার সন্ধ্যায় তাঁর ল্যাটারাল ফ্লো টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আর তার পরেই রবি শাস্ত্রীর সংস্পর্শে আসা ভারতীয় দলের আর তিন সাপোর্ট স্টাফকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ তাঁদের মধ্যে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট নীতিন প্যাটেল ৷ সুরক্ষার খাতিরে তাঁদের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে ৷

Ravi Shastri is Covid Positive his Lateral Flow Test Come Positive
করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে আরও 3 সাপোর্ট স্টাফ
author img

By

Published : Sep 5, 2021, 3:58 PM IST

Updated : Sep 5, 2021, 4:53 PM IST

লন্ডন, 5 সেপ্টেম্বর : করোনা আক্রান্ত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ৷ শনিবার সন্ধ্যায় তাঁর ল্যাটারাল ফ্লো টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আর তার পরেই রবি শাস্ত্রীর সংস্পর্শে আসা ভারতীয় দলের আর তিন সাপোর্ট স্টাফকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ তাঁদের মধ্যে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট নীতিন প্যাটেল ৷ সুরক্ষার খাতিরে তাঁদের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে ৷

বিসিসিআই’র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সবার আরটি-পিসিআর পরীক্ষা করানো হচ্ছে এবং তাঁরা টিম হোটেলেই থাকবেন ৷ মেডিক্যালে টিমের তরফে তাঁদের নিয়ে কোনওরকম বার্তা না আসা পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে তাঁরা ট্রাভেল করবেন না ৷ অন্যদিকে, রবি শাস্ত্রী রিপোর্ট পজিটিভ আসতেই ভারতীয় দলের বাকি সদস্যদের দু’টি ল্যাটারাল ফ্লো টেস্ট করানো হয় ৷ যার একটি শনিবার সন্ধ্যায় ম্যাচ শেষে করা হয়েছিল এবং দ্বিতীয় টেস্টটি করানো হয় রবিবার সকালে ৷ যাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তাঁদের ওভালে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Tokyo Paralympics: প্য়ারালিম্পিকসে রেকর্ড পদক নিয়ে 24 নম্বরে শেষ করল ভারত

আপাতত রবি শাস্ত্রী এবং বাকি সাপোর্ট স্টাফদের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় দল ৷ প্রসঙ্গত, ওভালের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে লিড এগিয়ে রয়েছেন বিরাট কোহিলরা ৷ চতুর্থ দিনে অধিনায়ক বিরাট কোহলি এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নতুন বলের সুইং সামলে শুরুটা ভালই করেছেন ৷ 100 ওভারের শেষে ভারতের রান 3 উইকেট হারিয়ে 291 ৷ উইকেট হাতে রেখে আজ তৃতীয় সেশন পর্যন্ত অন্তত একঘণ্টা ব্যাট করার পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের ৷

আরও পড়ুন : US Open 2021 : যুক্তরাষ্ট্র ওপেনে হার অ্যাশলে বার্টির , পিছিয়ে থেকেও জয় নোভাকের

আজকের শেষ সেশন এবং আগামিকাল নিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অল আউট করতে চাইবেন ভারতীয় বোলাররা ৷ প্রসঙ্গত, ভারতের প্রধান তিন বোলারের দুই অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা এবং মহম্মদ শামি এই ম্যাচে চোটের কারণে নেই ৷ যার অভাব প্রথম ইনিংসে স্পষ্ট অনুভব করেছে ভারতীয় দল ৷ কারণ, মাত্র 62 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরেও 290 রান তুলে ফেলে ইংল্যান্ড ৷ যার জেরে 99 রানের লিড পেয়ে যান জো রুটরা ৷ যা এই ম্যাচে ভারতের কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷

লন্ডন, 5 সেপ্টেম্বর : করোনা আক্রান্ত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ৷ শনিবার সন্ধ্যায় তাঁর ল্যাটারাল ফ্লো টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আর তার পরেই রবি শাস্ত্রীর সংস্পর্শে আসা ভারতীয় দলের আর তিন সাপোর্ট স্টাফকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ তাঁদের মধ্যে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট নীতিন প্যাটেল ৷ সুরক্ষার খাতিরে তাঁদের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে ৷

বিসিসিআই’র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সবার আরটি-পিসিআর পরীক্ষা করানো হচ্ছে এবং তাঁরা টিম হোটেলেই থাকবেন ৷ মেডিক্যালে টিমের তরফে তাঁদের নিয়ে কোনওরকম বার্তা না আসা পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে তাঁরা ট্রাভেল করবেন না ৷ অন্যদিকে, রবি শাস্ত্রী রিপোর্ট পজিটিভ আসতেই ভারতীয় দলের বাকি সদস্যদের দু’টি ল্যাটারাল ফ্লো টেস্ট করানো হয় ৷ যার একটি শনিবার সন্ধ্যায় ম্যাচ শেষে করা হয়েছিল এবং দ্বিতীয় টেস্টটি করানো হয় রবিবার সকালে ৷ যাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তাঁদের ওভালে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Tokyo Paralympics: প্য়ারালিম্পিকসে রেকর্ড পদক নিয়ে 24 নম্বরে শেষ করল ভারত

আপাতত রবি শাস্ত্রী এবং বাকি সাপোর্ট স্টাফদের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় দল ৷ প্রসঙ্গত, ওভালের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে লিড এগিয়ে রয়েছেন বিরাট কোহিলরা ৷ চতুর্থ দিনে অধিনায়ক বিরাট কোহলি এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নতুন বলের সুইং সামলে শুরুটা ভালই করেছেন ৷ 100 ওভারের শেষে ভারতের রান 3 উইকেট হারিয়ে 291 ৷ উইকেট হাতে রেখে আজ তৃতীয় সেশন পর্যন্ত অন্তত একঘণ্টা ব্যাট করার পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের ৷

আরও পড়ুন : US Open 2021 : যুক্তরাষ্ট্র ওপেনে হার অ্যাশলে বার্টির , পিছিয়ে থেকেও জয় নোভাকের

আজকের শেষ সেশন এবং আগামিকাল নিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অল আউট করতে চাইবেন ভারতীয় বোলাররা ৷ প্রসঙ্গত, ভারতের প্রধান তিন বোলারের দুই অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা এবং মহম্মদ শামি এই ম্যাচে চোটের কারণে নেই ৷ যার অভাব প্রথম ইনিংসে স্পষ্ট অনুভব করেছে ভারতীয় দল ৷ কারণ, মাত্র 62 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরেও 290 রান তুলে ফেলে ইংল্যান্ড ৷ যার জেরে 99 রানের লিড পেয়ে যান জো রুটরা ৷ যা এই ম্যাচে ভারতের কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷

Last Updated : Sep 5, 2021, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.