ETV Bharat / sports

Ramiz Raja: সমালোচনা করলেও ভারতকে ক্রিকেটের সুপার পাওয়ার মানল পাক বোর্ড

নেতিবাচক ভাবে হলেও ভারতকে ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে মেনে নিল পাকিস্তান ৷ আর সেটাও স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা ৷ তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আইসিসি’র আয়ের যে 90 শতাংশ তা ভারত থেকে যায় ৷ আর ভারত যদি ভবিষ্যতে সেই আয়ের অধিকাংশ দাবি করে, তবে, সবচেয়ে বেশি ক্ষতি হবে পাকিস্তান ক্রিকেটের ৷

pcb-can-collapse-if-india-wants-as-icc-getting-90-per-cent-of-its-funds-there-says-ramiz-raja
সমালোচনার মাধ্যমেই ভারতকে ক্রিকেটের সুপার পাওয়ার মানল পাক ক্রিকেট বোর্ড
author img

By

Published : Oct 8, 2021, 3:45 PM IST

করাচি, 8 অক্টোবর : সমালোচনা করলেও, ভারতকেই ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে স্বীকার করে নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান তথা প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা ৷ বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেটের আন্তঃ প্রাদেশিক বিষয়ে সেনেটের স্ট্যান্ডিং কমিটির সামনে হাজিরা দিতে যান রামিজ ৷ সেখানেই তিনি পাকিস্তান ক্রিকেটের আর্থিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ভারতের প্রসঙ্গত টেনে আনেন পিসিবি প্রধান ৷ তিনি বলেন, ‘‘আইসিসি’র আয়ের 90 শতাংশ আসে ভারত থেকে ৷ তাই ভারত যদি তাঁদের অধিকার দাবি করে তবে, পাকিস্তান ক্রিকেট ভেঙে পড়বে ৷ কারণ, পাকিস্তানের আয়ের 50 শতাংশ আসে আইসিসি থেকে ৷’’

রামিজ রাজা অভিযোগ করেছেন, আইসিসি একটি রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে ৷ যা এশিয়া ও পশ্চিমের লবিতে ভাগ হয়ে গিয়েছে ৷ রামিজ রাজা বলেন, ‘‘আইসিসি একটি রাজনৈতিক সংগঠন হয়ে গেছে ৷ যার একদিকে রয়েছে এশিয়া ও আরেক দিকে রয়েছে পশ্চিমের দেশের লবি ৷ আর এর 90 শতাংশ আয় আসে ভারত থেকে ৷ এটা খুবই ভয়ঙ্কর ৷’’ এর পরেই তিনি যোগ করেন, পাকিস্তানের আয়ের 50 শতাংশই আসে আইসিসি থেকে ৷

আরও পড়ুন : MI vs SRH: আইপিএল’র প্লে অফে পৌঁছতে মুম্বইয়ের সামনে অঙ্কের জটিল সমীকরণ

এই প্রসঙ্গেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে খোঁচা দিয়ে রামিজ রাজা বলেন, ‘‘একরকমভাবে ভারতের ব্যবসায়ীক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চালাচ্ছে এবং যদি আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে, তিনি পাকিস্তানকে কোনওরকম আর্থিক সাহায্য় করতে দেবেন না ৷ তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ভেঙে পড়তে পারে ৷’’ এ নিয়ে আইসিসিকে নিশানা করতেও ছাড়েননি রামিজ রাজা ৷ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড নিরাপত্তার প্রশ্নে পূর্ব নির্ধারিত সফর বাতিল করেছে ৷ সে নিয়ে রামিজ রাজা অভিযোগ করে বলেন, ‘‘আইসিসি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় পরিণত হয়েছে ৷ আর তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাঁদের স্বর চড়াতেই হবে ৷ যাতে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো আর কেউ নিরাপত্তার প্রশ্নে পূর্ব ঘোষিত সিরিজ বাতিল না করতে পারে ৷’’

আরও পড়ুন : World Wrestling Championships: প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় অংশু মালিকের

নিউজিল্যান্ডের সফর বাতিল করা নিয়ে ক্ষোভপ্রকাশ করে রামিজ রাজা বলেন, ‘‘নিউজিল্যান্ড যা করেছে তা মেনে নেওয়া যায় না ৷ সিরিজ বাতিল করে দিয়ে ফিরে যাওয়ার পিছনে কী কারণ ছিল ? তা নিয়ে তাদের তরফে আমাদের কাছে কোনও তথ্য আসেনি ৷ কিন্তু, তারা এখন পুনরায় সিরিজ আয়োজনের চেষ্টা করছে ৷’’ আর বাতিল হওয়া সেই সিরিজ নিয়ে এক সপ্তাহের মধ্যে ভাল খবর তিনি দিতে পারবেন বলেই ইঙ্গিত দিয়েছেন রামিজ রাজা ৷ তিনি ইঙ্গিত দিয়েছে, পাকিস্তানে গিয়ে বাতিল হওয়া সিরিজ পুনরায় খেলার জন্য সফর সূচি তৈরির পরিকল্পনা করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ৷

করাচি, 8 অক্টোবর : সমালোচনা করলেও, ভারতকেই ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে স্বীকার করে নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান তথা প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা ৷ বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেটের আন্তঃ প্রাদেশিক বিষয়ে সেনেটের স্ট্যান্ডিং কমিটির সামনে হাজিরা দিতে যান রামিজ ৷ সেখানেই তিনি পাকিস্তান ক্রিকেটের আর্থিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ভারতের প্রসঙ্গত টেনে আনেন পিসিবি প্রধান ৷ তিনি বলেন, ‘‘আইসিসি’র আয়ের 90 শতাংশ আসে ভারত থেকে ৷ তাই ভারত যদি তাঁদের অধিকার দাবি করে তবে, পাকিস্তান ক্রিকেট ভেঙে পড়বে ৷ কারণ, পাকিস্তানের আয়ের 50 শতাংশ আসে আইসিসি থেকে ৷’’

রামিজ রাজা অভিযোগ করেছেন, আইসিসি একটি রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে ৷ যা এশিয়া ও পশ্চিমের লবিতে ভাগ হয়ে গিয়েছে ৷ রামিজ রাজা বলেন, ‘‘আইসিসি একটি রাজনৈতিক সংগঠন হয়ে গেছে ৷ যার একদিকে রয়েছে এশিয়া ও আরেক দিকে রয়েছে পশ্চিমের দেশের লবি ৷ আর এর 90 শতাংশ আয় আসে ভারত থেকে ৷ এটা খুবই ভয়ঙ্কর ৷’’ এর পরেই তিনি যোগ করেন, পাকিস্তানের আয়ের 50 শতাংশই আসে আইসিসি থেকে ৷

আরও পড়ুন : MI vs SRH: আইপিএল’র প্লে অফে পৌঁছতে মুম্বইয়ের সামনে অঙ্কের জটিল সমীকরণ

এই প্রসঙ্গেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে খোঁচা দিয়ে রামিজ রাজা বলেন, ‘‘একরকমভাবে ভারতের ব্যবসায়ীক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চালাচ্ছে এবং যদি আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে, তিনি পাকিস্তানকে কোনওরকম আর্থিক সাহায্য় করতে দেবেন না ৷ তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ভেঙে পড়তে পারে ৷’’ এ নিয়ে আইসিসিকে নিশানা করতেও ছাড়েননি রামিজ রাজা ৷ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড নিরাপত্তার প্রশ্নে পূর্ব নির্ধারিত সফর বাতিল করেছে ৷ সে নিয়ে রামিজ রাজা অভিযোগ করে বলেন, ‘‘আইসিসি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় পরিণত হয়েছে ৷ আর তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাঁদের স্বর চড়াতেই হবে ৷ যাতে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো আর কেউ নিরাপত্তার প্রশ্নে পূর্ব ঘোষিত সিরিজ বাতিল না করতে পারে ৷’’

আরও পড়ুন : World Wrestling Championships: প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় অংশু মালিকের

নিউজিল্যান্ডের সফর বাতিল করা নিয়ে ক্ষোভপ্রকাশ করে রামিজ রাজা বলেন, ‘‘নিউজিল্যান্ড যা করেছে তা মেনে নেওয়া যায় না ৷ সিরিজ বাতিল করে দিয়ে ফিরে যাওয়ার পিছনে কী কারণ ছিল ? তা নিয়ে তাদের তরফে আমাদের কাছে কোনও তথ্য আসেনি ৷ কিন্তু, তারা এখন পুনরায় সিরিজ আয়োজনের চেষ্টা করছে ৷’’ আর বাতিল হওয়া সেই সিরিজ নিয়ে এক সপ্তাহের মধ্যে ভাল খবর তিনি দিতে পারবেন বলেই ইঙ্গিত দিয়েছেন রামিজ রাজা ৷ তিনি ইঙ্গিত দিয়েছে, পাকিস্তানে গিয়ে বাতিল হওয়া সিরিজ পুনরায় খেলার জন্য সফর সূচি তৈরির পরিকল্পনা করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.