ETV Bharat / sports

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল পাকিস্তান

গতকাল থেকে শুরু হওয়া করাচি টেস্টের প্রথমদিনে 220 রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ জবাবে ব্য়াট করতে নেমে পাকিস্তান মাত্র 27 রানে তাঁদের টপ অর্ডারের 4 উইকেট হারিয়ে বসে পাকিস্তান ৷

author img

By

Published : Jan 28, 2021, 8:54 AM IST

pak-vs-sa-1st-test-fawad-alam-scores-century-pakistan-on-top
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাওয়াদ আলামের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল পাকিস্তান

করাচি, 27 জানুয়ারি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে ঘুরে দাঁড়াল পাকিস্তান ৷ ফাওয়াদ আলমের 109 এবং ফাহিম আশরাফের 64 রানের ইনিংসে ভর করে দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াল বাবর আজমের দল ৷ আজ 4 উইকেটে 33 রান দিয়ে ইনিংস শুরু করে পাকিস্তান ৷ সেখান থেকে ফাওয়াদ ও ফাহিম পাকিস্তানের ইনিংস গড়া শুরু করেন ৷ দিনের শেষে 308 রানে 8 উইকেটে ব্য়াট করছে পাকিস্তান ৷

গতকাল থেকে শুরু হওয়া করাচি টেস্টের প্রথমদিনে 220 রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ জবাবে ব্য়াট করতে নেমে পাকিস্তান মাত্র 27 রানে তাঁদের টপ অর্ডারের 4 উইকেট হারিয়ে বসে পাকিস্তান ৷ যেখানে অধিনায়ক বাবর আজম সহ দুই ওপেনার দ্রুত প্য়াভিলিয়নে ফিরে যান ৷ এর মধ্য়ে নাইট ওয়াচ ম্য়ান হিসেবে নামা শাহিন শা আফ্রিদি শূন্য় রানে আউট হয়ে ফিরে যান ৷ সেই অবস্থায় আজ ব্য়াট করতে নামেন ফাওয়াদ আলম এবং ফাহিম আশরাফ ৷ সেখান থেকে তাঁরা পাকিস্তানের ইনিংস টানতে শুরু করেন ৷ এই মুহূর্তে হাসান আলি এবং নুমান আলি ব্য়াট করছেন ৷

আরও পড়ুন : 14 বছর পর পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ৷

করাচি, 27 জানুয়ারি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে ঘুরে দাঁড়াল পাকিস্তান ৷ ফাওয়াদ আলমের 109 এবং ফাহিম আশরাফের 64 রানের ইনিংসে ভর করে দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াল বাবর আজমের দল ৷ আজ 4 উইকেটে 33 রান দিয়ে ইনিংস শুরু করে পাকিস্তান ৷ সেখান থেকে ফাওয়াদ ও ফাহিম পাকিস্তানের ইনিংস গড়া শুরু করেন ৷ দিনের শেষে 308 রানে 8 উইকেটে ব্য়াট করছে পাকিস্তান ৷

গতকাল থেকে শুরু হওয়া করাচি টেস্টের প্রথমদিনে 220 রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ জবাবে ব্য়াট করতে নেমে পাকিস্তান মাত্র 27 রানে তাঁদের টপ অর্ডারের 4 উইকেট হারিয়ে বসে পাকিস্তান ৷ যেখানে অধিনায়ক বাবর আজম সহ দুই ওপেনার দ্রুত প্য়াভিলিয়নে ফিরে যান ৷ এর মধ্য়ে নাইট ওয়াচ ম্য়ান হিসেবে নামা শাহিন শা আফ্রিদি শূন্য় রানে আউট হয়ে ফিরে যান ৷ সেই অবস্থায় আজ ব্য়াট করতে নামেন ফাওয়াদ আলম এবং ফাহিম আশরাফ ৷ সেখান থেকে তাঁরা পাকিস্তানের ইনিংস টানতে শুরু করেন ৷ এই মুহূর্তে হাসান আলি এবং নুমান আলি ব্য়াট করছেন ৷

আরও পড়ুন : 14 বছর পর পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.