ETV Bharat / sports

কোহলি ও আমার সম্পর্কে কোনও পরিবর্তন আসেনি: রাহানে - সম্পর্ক

বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন অজিঙ্ক রাহানে৷ তাঁর নেতৃত্বে সাফল্য় পেয়েছে দল৷ এসেছে ঐতিহাসিক জয়৷ তবে ব্রিটিশদের সঙ্গে আসন্ন টেস্ট ম্য়াচে অধিনায়কত্বে ফিরছেন কোহলি৷ রাহানে তাঁর ডেপুটি৷ রাহানের সাফ কথা, এখনও বিরাটই দলের অধিনায়ক৷ তাঁদের দু’জনের মধ্য়ে সম্পর্কও আগের মতোই আছে৷

Nothing changes between me and Virat, he is my captain and I am his deputy: Rahane
কোহলি ও আমার সম্পর্কে কোনও পরিবর্তন আসেনি: রাহানে
author img

By

Published : Jan 26, 2021, 7:29 PM IST

নয়া দিল্লি, 26 জানুয়ারি: বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় ভারতকে সাফল্য়ের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্ক রাহানে৷ এসেছে অভাবনীয় জয়৷ রাহানের এই সাফল্য়ে বুঁদ ক্রিকেটপ্রেমীরা৷ যদিও রাহানে নিজে জানিয়েছেন, তিনি শুধুমাত্র বিরাটের অনুপস্থিতিতে নিজের দায়িত্বপালন করেছেন৷ ভবিষ্য়তেও করবেন৷ তবে ভারতীয় ক্রিকেট দলের প্রধান সেনানায়ক অবশ্য়ই বিরাট কোহলি৷

আগামী 5 ফেব্রুয়ারি থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া৷ সেখানে বিরাটের পাশে থেকে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রাহানে৷ প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়া সফরের পর তাঁদের দু’জনের রসায়নে কি কোনও পরিবর্তন আসবে? মানতে নারাজ রাহানে নিজে৷

আরও পড়ুন: রাহানে অসাধারণ, কিন্তু এই দল বিরাটের তৈরি : ইরফান

সংবাদমাধ্য়মকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন রাহানে৷ তিনি বলেন, ‘‘কোনও কিছুই বদলায়নি৷ টেস্ট ম্য়াচে বিরাট অধিনায়ক ছিলেন এবং থাকবেন৷ আমি ওঁর সহকারী৷ যখন তিনি অনুপস্থিত ছিলেন, তখন তাঁর হয়ে দলকে নেতৃত্ব দেওয়াটা আমার কর্তব্য় ছিল৷ আপনি দলের অধিনায়ক কি না, সেটা বড় কথা নয়৷ তবে অধিনায়কের ভূমিকায় আপনার অবদান কী, সেটা অবশ্য়ই গুরুত্বপূর্ণ৷ এখনও পর্যন্ত আমি সফল৷ আশা করি, ভবিষ্য়তেও এই ধারা অব্য়াহত থাকবে৷ আমি বরাবরই দলের জন্য় সেরাটা দেওয়ার চেষ্টা করব৷’’

নয়া দিল্লি, 26 জানুয়ারি: বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় ভারতকে সাফল্য়ের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্ক রাহানে৷ এসেছে অভাবনীয় জয়৷ রাহানের এই সাফল্য়ে বুঁদ ক্রিকেটপ্রেমীরা৷ যদিও রাহানে নিজে জানিয়েছেন, তিনি শুধুমাত্র বিরাটের অনুপস্থিতিতে নিজের দায়িত্বপালন করেছেন৷ ভবিষ্য়তেও করবেন৷ তবে ভারতীয় ক্রিকেট দলের প্রধান সেনানায়ক অবশ্য়ই বিরাট কোহলি৷

আগামী 5 ফেব্রুয়ারি থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া৷ সেখানে বিরাটের পাশে থেকে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রাহানে৷ প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়া সফরের পর তাঁদের দু’জনের রসায়নে কি কোনও পরিবর্তন আসবে? মানতে নারাজ রাহানে নিজে৷

আরও পড়ুন: রাহানে অসাধারণ, কিন্তু এই দল বিরাটের তৈরি : ইরফান

সংবাদমাধ্য়মকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন রাহানে৷ তিনি বলেন, ‘‘কোনও কিছুই বদলায়নি৷ টেস্ট ম্য়াচে বিরাট অধিনায়ক ছিলেন এবং থাকবেন৷ আমি ওঁর সহকারী৷ যখন তিনি অনুপস্থিত ছিলেন, তখন তাঁর হয়ে দলকে নেতৃত্ব দেওয়াটা আমার কর্তব্য় ছিল৷ আপনি দলের অধিনায়ক কি না, সেটা বড় কথা নয়৷ তবে অধিনায়কের ভূমিকায় আপনার অবদান কী, সেটা অবশ্য়ই গুরুত্বপূর্ণ৷ এখনও পর্যন্ত আমি সফল৷ আশা করি, ভবিষ্য়তেও এই ধারা অব্য়াহত থাকবে৷ আমি বরাবরই দলের জন্য় সেরাটা দেওয়ার চেষ্টা করব৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.