ETV Bharat / sports

বল বিকৃতিকাণ্ডে 3 জনের বেশি ক্রিকেটার যুক্ত থাকলে অবাক হব না : ক্লার্ক - দক্ষিণ আফ্রিকা

বল বিকৃতিকাণ্ডে 3 জনের বেশি খেলোয়াড় যুক্ত থাকলে অবাক হবেন না মাইকেল ক্লার্ক ৷ তাঁর মতে, অস্ট্রেলিয়ার মত এমন দল সেটা করতেই পারে ৷

nobody-is-surprised-that-more-than-three-people-knew-about-the-ball-tampering-incident-says-michael-clarke
বল বিকৃতিকাণ্ডে 3 জনের বেশি ক্রিকেটার যুক্ত থাকলে অবাক হব না : ক্লার্ক
author img

By

Published : May 17, 2021, 3:34 PM IST

মেলবোর্ন, 17 মে : স্য়ান্ড পেপার গেট অর্থাৎ, 2018 সালে দক্ষিণ আফ্রিকায় কেপটাউন টেস্টে বল বিকৃতিকাণ্ডে আর অনেকের যুক্ত থাকার অভিযোগে অবাক নন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক ৷ তাঁর কথায়, ‘‘কেউ অবাক হবেন না, যদি বল বিকৃতিকাণ্ডে ওই তিনজন (ক্যামরন ব্যানক্রফ্ট, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার) ছাড়া আরও কেউ জড়িত থাকেন ৷’’

আরও পড়ুন : নতুন তথ্য থাকলে স্যান্ড পেপার গেট নিয়ে ফের তদন্ত, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রসঙ্গত, দু’দিন আগে বল বিকৃতিকাণ্ডে বোলারদের যুক্ত থাকার ইঙ্গিত দিয়েছিলেন অন্যতম অভিযুক্ত ক্যামরন ব্যানক্রফ্ট ৷ যার পরেই ফের একবার বল বিকৃতিকাণ্ডের তদন্ত শুরু করার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আর তারপরেই পুরো বিষয়টিকে নিয়ে মুখ খুলেছেন মাইকেল ক্লার্ক ৷ অস্ট্রেলিয়ার স্পোর্ট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, ‘‘অবাক হওয়ার কী আছে তিনজনের বেশি লোক এর সঙ্গে যুক্ত জেনে ৷ যাঁরা সামান্যতম ক্রিকেটা বোঝেন, খেলেছেন বা দেখেন, তাঁরা সবাই জানেন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ধরনের একটা দলের কাছে বল কতটা গুরুত্বপূর্ণ বস্তু ৷ আমি মনে করি না তিনজনের বেশি প্লেয়ার এর সঙ্গে জড়িত থাকলে কেউ অবাক হবেন ৷’’

মেলবোর্ন, 17 মে : স্য়ান্ড পেপার গেট অর্থাৎ, 2018 সালে দক্ষিণ আফ্রিকায় কেপটাউন টেস্টে বল বিকৃতিকাণ্ডে আর অনেকের যুক্ত থাকার অভিযোগে অবাক নন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক ৷ তাঁর কথায়, ‘‘কেউ অবাক হবেন না, যদি বল বিকৃতিকাণ্ডে ওই তিনজন (ক্যামরন ব্যানক্রফ্ট, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার) ছাড়া আরও কেউ জড়িত থাকেন ৷’’

আরও পড়ুন : নতুন তথ্য থাকলে স্যান্ড পেপার গেট নিয়ে ফের তদন্ত, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রসঙ্গত, দু’দিন আগে বল বিকৃতিকাণ্ডে বোলারদের যুক্ত থাকার ইঙ্গিত দিয়েছিলেন অন্যতম অভিযুক্ত ক্যামরন ব্যানক্রফ্ট ৷ যার পরেই ফের একবার বল বিকৃতিকাণ্ডের তদন্ত শুরু করার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আর তারপরেই পুরো বিষয়টিকে নিয়ে মুখ খুলেছেন মাইকেল ক্লার্ক ৷ অস্ট্রেলিয়ার স্পোর্ট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, ‘‘অবাক হওয়ার কী আছে তিনজনের বেশি লোক এর সঙ্গে যুক্ত জেনে ৷ যাঁরা সামান্যতম ক্রিকেটা বোঝেন, খেলেছেন বা দেখেন, তাঁরা সবাই জানেন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ধরনের একটা দলের কাছে বল কতটা গুরুত্বপূর্ণ বস্তু ৷ আমি মনে করি না তিনজনের বেশি প্লেয়ার এর সঙ্গে জড়িত থাকলে কেউ অবাক হবেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.