লখনউ, ১৪ মার্চ: একদিনের ক্রিকেট কেরিয়ারে আরও পালক যুক্ত করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে এই রেকর্ড করেন তিনি। মিতালি প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেন তিনি।
আজ এই রেকর্ড তিনি করেন দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে। একইসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও করলেন তিনি। মহিলা ক্রিকেটার হিসেবে একাধিক রেকর্ডও নিজের পকেটে পুড়লেন ৩৮ বছর বয়সী এই ভারতীয় মহিলা অধিনায়ক। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দশ হাজার রান পূর্ণ করেন মিতালি। এই দশ হাজার রান পূর্ণ করার জন্য তাঁকে টুইটে শুভেচ্ছা জানান সচিন তেণ্ডুলকর। সচিনের পাশাপাশি শুভেচ্ছা জানান আরও অনেক ক্রিকেট ব্যক্তিত্ব। শুভেচ্ছা জানায় বিসিসিআইও।
আরও পড়ুন: দশ হাজার রানের ক্লাবে মিতালি, টুইটে শুভেচ্ছা সচিনের
মিতালি রাজ এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ২১৩ ম্যাচের ১৯২ ইনিংস খেলে ৭টি শতরান ও ৫৪টি অর্ধশতরান সহ ৭০১৯ রান সংগ্রহ করলেন। যদিও সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে সব থেকে বেশি রান করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান করেছেন । এই তালিকার প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ড মহিলা দলের অলরাউন্ডার শার্লট এডওয়ার্ড।