ETV Bharat / sports

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে টেস্ট ক্রিকেটে এক নম্বরে নিউজিল্যান্ড

প্রথম ইনিংসে রানের পাহাড় খাড়া করেছিল নিউজিল্যান্ড। পাকিস্তান যখন দ্বিতীয় ইনিংসে খেলতে নামে, তখন তারা 362 রানে পিছিয়ে। বুধবার ছিল ম্য়াচের চতুর্থ দিন। এদিনই 186 রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে তাদের ইনিংসে হারের মুখে পড়তে হল।

jamieson-bowls-nz-to-2nd-test-series-win-over-pakistan
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে টেস্ট ক্রিকেটের এক নম্বরে নিউজিল্যান্ড
author img

By

Published : Jan 6, 2021, 3:15 PM IST

ক্রাইস্টচার্চ, 6 জানুয়ারি : দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান। বুধবার ক্রাইস্টচার্চে ইনিংস ও 176 রানে পরাস্ত হয় পাকিস্তান। ফলে, নিজের দেশে পর পর চারটি টেস্টে জয়ী হল কেন উইলিয়ামসনের দল।

প্রথম ইনিংসে রানের পাহাড় খাড়া করেছিল নিউজিল্যান্ড। পাকিস্তান যখন দ্বিতীয় ইনিংসে খেলতে নামে, তখন তারা 362 রানে পিছিয়ে। বুধবার ছিল ম্য়াচের চতুর্থ দিন। এদিনই 186 রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে, তাদের ইনিংসে হারের মুখে পড়তে হল।

পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে 200 রানের গণ্ডি না টপকাতে দেওয়ায় সবচেয়ে বেশি কৃতিত্ব কিউই পেসার কাইল জেমাইসনের। তিনি পেয়েছেন 6 টি উইকেট। গত বছর ভারতের বিরুদ্ধে অভিষেক হয় জেমাইসনের। তার পর থেকে তিনি ভালো ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত 6 টি টেস্ট খেললেন তিনি। এর মধ্যে এক ইনিংসে চার বার পাঁচের বেশি উইকেট নিয়েছেন এই কিউই পেসার। পাকিস্তানের বিরুদ্ধে এই ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসেই তিনি 5 উইকেট নিয়েছিলেন।

নিউজিল্যান্ড সম্প্রতি দুটো সিরিজ ঘরের মাঠে খেলল। দুটোই দুই ম্যাচের সিরিজ ছিল। আর দুটোতেই জিতে গেল তারা। আর এই কৃতিত্বের জেরে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে গেল নিউজিল্যান্ড। এই প্রথম তারা আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের প্রথম স্থান পেল।

আরও পড়ুন: পাকিস্তান স্কুল-স্তরের ক্রিকেট খেলছে, অভিযোগ শোয়েব আখতার

পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে মঙ্গলবারই সমালোচনা করেছিলেন শোয়েব আখতার। তিনি পাকিস্তানের এই দল স্কুল-স্তরের ক্রিকেট খেলছে বলে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, পাকিস্তানের ক্রিকেট বোর্ডই গড়পড়তা টিম তৈরি করে নিউজিল্যান্ড সফরে পাঠিয়েছে দলকে। সেই কারণেই দলের বেহাল অবস্থা বলে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের দাবি।

ক্রাইস্টচার্চ, 6 জানুয়ারি : দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান। বুধবার ক্রাইস্টচার্চে ইনিংস ও 176 রানে পরাস্ত হয় পাকিস্তান। ফলে, নিজের দেশে পর পর চারটি টেস্টে জয়ী হল কেন উইলিয়ামসনের দল।

প্রথম ইনিংসে রানের পাহাড় খাড়া করেছিল নিউজিল্যান্ড। পাকিস্তান যখন দ্বিতীয় ইনিংসে খেলতে নামে, তখন তারা 362 রানে পিছিয়ে। বুধবার ছিল ম্য়াচের চতুর্থ দিন। এদিনই 186 রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে, তাদের ইনিংসে হারের মুখে পড়তে হল।

পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে 200 রানের গণ্ডি না টপকাতে দেওয়ায় সবচেয়ে বেশি কৃতিত্ব কিউই পেসার কাইল জেমাইসনের। তিনি পেয়েছেন 6 টি উইকেট। গত বছর ভারতের বিরুদ্ধে অভিষেক হয় জেমাইসনের। তার পর থেকে তিনি ভালো ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত 6 টি টেস্ট খেললেন তিনি। এর মধ্যে এক ইনিংসে চার বার পাঁচের বেশি উইকেট নিয়েছেন এই কিউই পেসার। পাকিস্তানের বিরুদ্ধে এই ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসেই তিনি 5 উইকেট নিয়েছিলেন।

নিউজিল্যান্ড সম্প্রতি দুটো সিরিজ ঘরের মাঠে খেলল। দুটোই দুই ম্যাচের সিরিজ ছিল। আর দুটোতেই জিতে গেল তারা। আর এই কৃতিত্বের জেরে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে গেল নিউজিল্যান্ড। এই প্রথম তারা আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের প্রথম স্থান পেল।

আরও পড়ুন: পাকিস্তান স্কুল-স্তরের ক্রিকেট খেলছে, অভিযোগ শোয়েব আখতার

পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে মঙ্গলবারই সমালোচনা করেছিলেন শোয়েব আখতার। তিনি পাকিস্তানের এই দল স্কুল-স্তরের ক্রিকেট খেলছে বলে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, পাকিস্তানের ক্রিকেট বোর্ডই গড়পড়তা টিম তৈরি করে নিউজিল্যান্ড সফরে পাঠিয়েছে দলকে। সেই কারণেই দলের বেহাল অবস্থা বলে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের দাবি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.