ETV Bharat / sports

India vs England : দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ ভারতের, রোহিতের উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে ভারত 97/1 - কে এল রাহুল

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও শুরুতে দুর্দান্ত শুরু ভারতের ৷ দুই ওপেনার মিলে 97 রানের পার্টনারশিপ করলেন ভারতের হয়ে ৷ যেখানে মধ্যাহ্নভোজের ঠিক আগে ব্যক্তিগত 36 রানে আউট হয়ে ফিরে যান রোহিত শর্মা ৷ ক্রিজে রয়েছেন রাহুল ৷

india-vs-england-frist-test-match-day-2
India vs England : দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ ভারতের, রোহিতের উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে ভারত 97/1
author img

By

Published : Aug 5, 2021, 6:25 PM IST

ট্রেন্টব্রিজ, 5 অগস্ট : ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে অ্যাডভান্টেজ ভারত (India) ৷ গতকাল 183 রানে ব্রিটিশ লায়নদের অল আউট করার পর, তৃতীয় সেশনের শেষ এক ঘণ্টা দুই ওপেনার ভারতীয় ইনিংসকে দুর্দান্তভাবে সামলান ৷ প্রথমদিনের শেষে ভারত 13 ওভারে 21 রান তোলে ৷ আজ অর্থাৎ, দ্বিতীয় দিনের শুরু থেকেও সাবধানী ইনিংস খেলতে শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল ৷ প্রথম এক ঘণ্টা দুর্দান্তভাবে ইংল্যান্ডের সিম বোলিং সামলেছেন তাঁরা ৷ তবে, দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের শেষ ওভারে অলি রবিনসনের শর্ট বলে পুল শট খেলে ফাইন লেগ বাউন্ডারিতে স্যাম কুরানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা (Rohit Sharma) ৷ তিনি 107 বলে 36 রান করেছেন ৷

মধ্যাহ্নভোজে যাওয়ার পর্যন্ত ভারত 37.3 ওভারে 97 রানে 1 উইকেট হারিয়েছেন ৷ যা সাম্প্রতিককালে বিদেশের মাটিতে, বিশেষ করে ইংল্যান্ডের মতো সিম ও সুইং আবহাওয়ায় সবচেয়ে ভাল ওপেনিং পার্টনারশিপ ৷ যেখানে কে এল রাহুল (K L Rahul) 124 বলে 48 রানে অপরাজিত রয়েছেন ৷ তবে, 2007 সালে ইংল্যান্ড সফরে ওয়াসিম জাফর (123 বল) এবং দীনেশ কার্তিক (136 বল) দুই ওপেনিং ব্যাটসম্যান এককভাবে একশোর বেশি বল খেলেছিলেন ৷ যা সাবকন্টিনেন্টের বাইরে শেষবার ঘটেছিল ৷ তার পর দীর্ঘ 14 বছর পর কোনও ভারতীয় ওপেনিং জুটি এককভাবে একশোর বেশি বল খেললেন ৷ প্রসঙ্গত ইংল্যান্ডের তরফে বল হাতে কোনও বোলার সফল না হলেও, সিমিং পরিবেশে ভারতীয় ব্যাটসম্যানদের দ্রুতগতিতে রান তুলতে দেননি জিমি অ্য়ান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা ৷

বল হাতে ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে কৃপণ বোলার জিমি অ্য়ান্ডারসন ৷ তার পর তরুণ মিডিয়াম পেসার অলি রবিনসন ভাল বোলিং করেছেন ৷ প্রসঙ্গত, গতকাল ইংল্যান্ডের ইনিংসের প্রথম উইকেটটি নিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ তিনিই ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারি ৷ 46 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ কিন্তু, ইংল্যান্ডের টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর অধিনায়ক জো রুট এবং জনি বেয়ারস্টো ইংল্যান্ডের ইনিংস সামলান ৷ কিন্তু, মহম্মদ শামির ফুল লেন্থ ইন সুইংগার সামলাতে না পেরে 29 রানে প্যাভিলিয়নে ফিরে যান বেয়ারস্টো ৷ সেখানেই চা বিরতি ঘোষণা করেন আম্পায়াররা ৷

আরও পড়ন : India vs England : ভারতীয় পেসের ধাক্কায় বেসামাল ব্রিটিশ টপ অর্ডার, হাল ফেরাতে লড়াই রুট’র

চা বিরতির পর তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে কার্যত দিশেহারা হয়ে পড়ে ব্রিটিশ লায়নরা ৷ শামির বলে শূন্য রানে আউট হয়ে ফেরেন ড্যানিয়েল লরেন্স ৷ লেগ স্টাম্পের বাইরের বল তাঁর ব্যাটে লেগে কিপার ঋষভ পন্থের গ্লাভসে জমা হয় ৷ এর পর বাকি কাজটা করেন জসপ্রীত বুমরা এবং শার্দুল ঠাকুর ৷ জস বাটলারকে শূন্য রানে ফেরান বুমরা ৷ অন্যদিকে, নিজের কেরিয়ারের 50 তম অর্ধশতরান করা অধিনায়ক জো রুটকে নিজের সুইংয়ের জালে ফাঁসান শার্দুল ৷ 108 বলে 64 রানের লড়াকু ইনিংস খেলে লেগ বিফর আউট হন তিনি ৷ এর পর বাঁ হাতি অল রাউন্ডার স্যাম কুরান ইংল্যান্ড ইনিংস সামলানোর চেষ্টা করলেও বিপরীতে কাউকে সঙ্গত দেওয়ার মতো পাননি ৷

ট্রেন্টব্রিজ, 5 অগস্ট : ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে অ্যাডভান্টেজ ভারত (India) ৷ গতকাল 183 রানে ব্রিটিশ লায়নদের অল আউট করার পর, তৃতীয় সেশনের শেষ এক ঘণ্টা দুই ওপেনার ভারতীয় ইনিংসকে দুর্দান্তভাবে সামলান ৷ প্রথমদিনের শেষে ভারত 13 ওভারে 21 রান তোলে ৷ আজ অর্থাৎ, দ্বিতীয় দিনের শুরু থেকেও সাবধানী ইনিংস খেলতে শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল ৷ প্রথম এক ঘণ্টা দুর্দান্তভাবে ইংল্যান্ডের সিম বোলিং সামলেছেন তাঁরা ৷ তবে, দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের শেষ ওভারে অলি রবিনসনের শর্ট বলে পুল শট খেলে ফাইন লেগ বাউন্ডারিতে স্যাম কুরানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা (Rohit Sharma) ৷ তিনি 107 বলে 36 রান করেছেন ৷

মধ্যাহ্নভোজে যাওয়ার পর্যন্ত ভারত 37.3 ওভারে 97 রানে 1 উইকেট হারিয়েছেন ৷ যা সাম্প্রতিককালে বিদেশের মাটিতে, বিশেষ করে ইংল্যান্ডের মতো সিম ও সুইং আবহাওয়ায় সবচেয়ে ভাল ওপেনিং পার্টনারশিপ ৷ যেখানে কে এল রাহুল (K L Rahul) 124 বলে 48 রানে অপরাজিত রয়েছেন ৷ তবে, 2007 সালে ইংল্যান্ড সফরে ওয়াসিম জাফর (123 বল) এবং দীনেশ কার্তিক (136 বল) দুই ওপেনিং ব্যাটসম্যান এককভাবে একশোর বেশি বল খেলেছিলেন ৷ যা সাবকন্টিনেন্টের বাইরে শেষবার ঘটেছিল ৷ তার পর দীর্ঘ 14 বছর পর কোনও ভারতীয় ওপেনিং জুটি এককভাবে একশোর বেশি বল খেললেন ৷ প্রসঙ্গত ইংল্যান্ডের তরফে বল হাতে কোনও বোলার সফল না হলেও, সিমিং পরিবেশে ভারতীয় ব্যাটসম্যানদের দ্রুতগতিতে রান তুলতে দেননি জিমি অ্য়ান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা ৷

বল হাতে ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে কৃপণ বোলার জিমি অ্য়ান্ডারসন ৷ তার পর তরুণ মিডিয়াম পেসার অলি রবিনসন ভাল বোলিং করেছেন ৷ প্রসঙ্গত, গতকাল ইংল্যান্ডের ইনিংসের প্রথম উইকেটটি নিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ তিনিই ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারি ৷ 46 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ কিন্তু, ইংল্যান্ডের টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর অধিনায়ক জো রুট এবং জনি বেয়ারস্টো ইংল্যান্ডের ইনিংস সামলান ৷ কিন্তু, মহম্মদ শামির ফুল লেন্থ ইন সুইংগার সামলাতে না পেরে 29 রানে প্যাভিলিয়নে ফিরে যান বেয়ারস্টো ৷ সেখানেই চা বিরতি ঘোষণা করেন আম্পায়াররা ৷

আরও পড়ন : India vs England : ভারতীয় পেসের ধাক্কায় বেসামাল ব্রিটিশ টপ অর্ডার, হাল ফেরাতে লড়াই রুট’র

চা বিরতির পর তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে কার্যত দিশেহারা হয়ে পড়ে ব্রিটিশ লায়নরা ৷ শামির বলে শূন্য রানে আউট হয়ে ফেরেন ড্যানিয়েল লরেন্স ৷ লেগ স্টাম্পের বাইরের বল তাঁর ব্যাটে লেগে কিপার ঋষভ পন্থের গ্লাভসে জমা হয় ৷ এর পর বাকি কাজটা করেন জসপ্রীত বুমরা এবং শার্দুল ঠাকুর ৷ জস বাটলারকে শূন্য রানে ফেরান বুমরা ৷ অন্যদিকে, নিজের কেরিয়ারের 50 তম অর্ধশতরান করা অধিনায়ক জো রুটকে নিজের সুইংয়ের জালে ফাঁসান শার্দুল ৷ 108 বলে 64 রানের লড়াকু ইনিংস খেলে লেগ বিফর আউট হন তিনি ৷ এর পর বাঁ হাতি অল রাউন্ডার স্যাম কুরান ইংল্যান্ড ইনিংস সামলানোর চেষ্টা করলেও বিপরীতে কাউকে সঙ্গত দেওয়ার মতো পাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.