দুবাই, 27 জানুয়ারি : ক্রিকেটকে জনপ্রিয় করতে এবং খেলোয়াড়দের পারফর্মেন্সকে ক্রিকেট অনুরাগীদের কাছে পৌঁছে দিতে নয়া উদ্য়োগ নিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা, আইসিসি ৷ এবার প্রত্য়েক মাসে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মধ্য়ে থেকে একজন করে ‘প্লেয়ার অফ দ্য় মান্থ’ ঘোষণা করবে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টার, সাংবাদিক এবং বিশ্ব জুড়ে থাকা ক্রিকেট অনুরাগীদের ভোটের মাধ্য়মে মাসের সেরা ক্রিকেটারকে বেছে নেওয়া হবে ৷
আজ আইসিসি থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘আইসিসি প্লেয়ার অফ দ্য় মান্থ খেলোয়াড়দের পারফর্মেন্সকে সারা বছর ধরে উদযাপন করতে এবং বিশ্বের ক্রিকেট অনুরাগীদের সঙ্গে আরও বেশি করে যুক্ত হওয়ার একটা বড় উপায় ৷ এটা পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সারা বছরের পারফর্মেন্সকে সম্মান জানানোর একটা সুযোগ ৷’’ আইসিসির জেনারেল ম্য়ানেজার জিওফ আলারডাইস একথা জানিয়েছেন ৷
প্রসঙ্গত, জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারদের তালিকা ইতিমধ্য়েই তৈরি করে ফেলেছে আইসিসি ৷ সেখান থেকেই ভোটের মাধ্য়মে মাসের সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার বেছে নেওয়া হবে ৷ সেই তালিকায় রয়েছেন, ভারতের মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ঋষভ পন্থ, বরিচন্দ্রন অশ্বিন, জো রুট ৷ অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ইংল্য়ান্ডের জো রুট, আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ় ৷ মহিলা ক্রিকেটারদের মধ্য়ে রয়েছেন, দক্ষিণ আফ্রিকার মারিজ়েন ক্য়াপ ও নাদাইন ডি ক্লার্ক এবং পাকিস্তানের নিদা দার ৷
আরও পড়ুন :বিরাট সম্মান, দশকের সেরা ক্রিকেটার কোহলি
খেলোয়াড়দের ভোট দেওয়ার বিশেষ পদ্ধতিও রয়েছে ৷ প্রতিটি বিভাগ থেকে তিনজন করে খেলোয়াড়ের নাম থাকবে ৷ সেটা আইসিসির অ্য়াওয়ার্ড নমিনেশন কমিটি ওই মাসে খেলোয়াড়দের মাঠের পারফর্মেন্সের মাধ্য়মে বেছে নেবে ৷ এবং 90 শতাংশ ভোট দেবেন প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টার, সাংবাদিকরা ৷ বাকি 10 শতাংশ ভোট দেবেন ক্রিকেট অনুরাগীরা ৷ আইসিসির ওয়েবসাইটে গিয়ে অনুরাগীরা ভোট দিতে পারবেন ৷ বাকি প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টার, সাংবাদিকরা ই-মেলের মাধ্য়মে ভোট দেবেন ৷