কলকাতা, 25 জানুয়ারি: প্রাণহীন ইডেনে কাঁটা চোট ৷ বাংলা বনাম ওড়িশা ম্যাচের দ্বিতীয় দিন এতটাই সাদামাটা যে, কোনও ক্রিকেটারের পারফরম্যান্স আলোচনার কেন্দ্রে নয় ৷ আলোচনার মূল বিষয় বাংলা ক্রিকেটারদের চোট (Injury is Concern for Bengal Team in Ranji Trophy) ৷ দিনের দ্বিতীয় ওভারে বাংলার আকাশদীপ চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে আঙুলে চোট পেলেন অনুষ্টুপ মজুমদার ৷ শুভ্রাংশু সেনাপতির নেওয়া জোরালো শট রুখতে গিয়ে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট লাগে অনুষ্টুপের ৷ কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, অনুষ্টুপের চোটে ভয়ের কিছু নেই ৷ ব্যাট করতেও অসুবিধা হবে না তাঁর ৷
লক্ষ্মী জানিয়েছেন, অনুষ্টুপের ব্যাটিং অর্ডার পিছিয়ে দেওয়ার ভাবনাও রয়েছে, চোট পাওয়া আঙুলকে বিশ্রাম দিতে ৷ একইভাবে আকাশদীপের চোট ঘিরেও বাড়তি চিন্তার কারণ নেই বলে জানাচ্ছেন লক্ষ্মী ৷ ফিল্ডিং করার সময় লাফিয়ে ওঠা বল আকাশদীপের মাথায় লাগে ৷ তাঁর স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে ৷ তবে, কনকশন পরিবর্ত হিসেবে গীত পুরীকে নামানো হয়েছে ৷ নিয়ম অনুসারে আকাশদীপ এই ম্যাচে আর মাঠে নামবেন না ৷ গীত পুরী বাকি দু’দিন ব্যাটিং-বোলিং করবেন ৷ অভিষেক ম্যাচে আকাশ ঘটক 2 উইকেট পেলেও তিনিও চোট পেয়েছেন ৷ ফিল্ডিং করার সময় চশমা ভাঙল তাঁর ৷ ব্যাটিং করার সময় চোট পেলেন সুদীপ ঘরামিও ৷ একদিনে এত চোট চিন্তায় ফেলেছে বাংলা দলকে ৷ তবে, এ নিয়ে এত ভাবতে চাইছে না বাংলা টিম ম্যানেজমেন্ট ৷
অবসরের আগে ইডেনে জীবনের শেষ ম্যাচ খেলছেন ওড়িশার বর্ষীয়ান পেসার বসন্ত মোহান্তি ৷ দুই দলের ক্রিকেটাররা তাঁকে 'গার্ড অব অনার' দেন এদিন ৷ 2 উইকেটে 96 রানে এদিন খেলা শুরু করে ওড়িশা ৷ তবে, প্রথম ইনিংস 265 রানে অল আউট হয়ে যায় তারা ৷ অধিনায়ক শুভ্রাংশু সেনাপতির 67 রান করেছেন ৷ অধিনায়ক মনোজ তিওয়ারি বলছেন ক্যাচ ধরতে না-পারার খেসারত দিতে হয়েছে শেষ উইকেটে ৷
আরও পড়ুন: মহিলা প্রিমিয়র লিগে নেই কলকাতা, আদানিদের দখলে আমেদাবাদ
জবাবে ব্যাট করতে নেমে বাংলা দিনের শেষে 2 উইকেটে 39 রান ৷ আর এদিনও ওপেনিং সমস্যায় জেরবার বাংলা দল ৷ করণলাল ব্যক্তিগত 8 রানে ফিরে যান ৷ ওপেনিং সমস্যা যে চিন্তা বাড়াচ্ছে অস্বীকার করছেন না অধিনায়ক মনোজ ৷ 3 নম্বরে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামি ফিরে যান 9 রানে ৷ বেলাশেষে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় প্রীতম চক্রবর্তীকে নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয়েছে ৷ আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ভরসা যোগাচ্ছেন ৷ ব্যক্তিগত 14 রানে অপরাজিত তিনি ৷