ETV Bharat / sports

দ্বীপরাষ্ট্রে কোভিডের বাড়াবাড়ি, কোহলিদের শ্রীলঙ্কা সফরে কালো মেঘ - শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির চেয়ারম্যান অর্জুন ডি সিলভা

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে মেন ইন ব্লুজদের শ্রীলঙ্কা যাওয়ার কথা বলেন ৷

ভারতের শ্রীলঙ্কা সফর
ভারতের শ্রীলঙ্কা সফর
author img

By

Published : May 12, 2021, 9:22 AM IST

কলম্বো, 12 মে : জুলাই মাসে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ভারতের ৷ তবে দ্বীপরাষ্ট্রের বাড়তে থাকা করোনা সংক্রমণ মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ৷ মঙ্গলবার শ্রীলঙ্কায় 2 হাজার 568 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ এরমধ্য 38 জন বিদেশ থেকে ফিরেছেন ৷

মে মাসের 10 তারিখ শ্রীলঙ্কায় মোট 2 হাজার 624 জন নতুন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে মেন ইন ব্লুজদের শ্রীলঙ্কা যাওয়ার কথা বলেন ৷ কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে সবকটি ম্য়াচ হওয়ার কথা ৷

আরও পড়ুন : ভ্যাকসিনেটেড 22 গজের যোদ্ধারা, আর আপনি ?

সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির চেয়ারম্যান অর্জুন ডি সিলভা বলেন, ‘‘ আমরা পুরো সিরিজ়টি একটি মাঠে করানোর পরিকল্পনা করছি ৷ এখনও পর্যন্ত ঠিক হয়েছে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ হবে ৷ তবে অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে ৷’’

কলম্বো, 12 মে : জুলাই মাসে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ভারতের ৷ তবে দ্বীপরাষ্ট্রের বাড়তে থাকা করোনা সংক্রমণ মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ৷ মঙ্গলবার শ্রীলঙ্কায় 2 হাজার 568 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ এরমধ্য 38 জন বিদেশ থেকে ফিরেছেন ৷

মে মাসের 10 তারিখ শ্রীলঙ্কায় মোট 2 হাজার 624 জন নতুন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে মেন ইন ব্লুজদের শ্রীলঙ্কা যাওয়ার কথা বলেন ৷ কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে সবকটি ম্য়াচ হওয়ার কথা ৷

আরও পড়ুন : ভ্যাকসিনেটেড 22 গজের যোদ্ধারা, আর আপনি ?

সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির চেয়ারম্যান অর্জুন ডি সিলভা বলেন, ‘‘ আমরা পুরো সিরিজ়টি একটি মাঠে করানোর পরিকল্পনা করছি ৷ এখনও পর্যন্ত ঠিক হয়েছে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ হবে ৷ তবে অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.