ETV Bharat / sports

ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের টেস্ট সিরিজে ম্যাচ ফিক্সিং হয়নি : আইসিসি - ম্যাচ ফিক্স

ভারত বনাম ইংল্যান্ড এবং ভারত বনাম অস্ট্রেলিয়া, 2016 ও 2017 সালে এই দুই টেস্ট সিরিজের দু’টি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ করেছিল সংবাদ সংস্থা আল জাজিরা ৷ যে অভিযোগ খারিজ করে ওই দু’টি ম্যাচে কোনও ফিক্সিং হয়নি বলে জানিয়ে দিল আইসিসি ৷

indias-tests-against-england-australia-were-not-fixed-icc
ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ ফিক্স হয়নি : আইসিসি
author img

By

Published : May 18, 2021, 1:15 PM IST

দুবাই, 18 মে : 2016 এবং 2017 সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজে কোনও ম্যাচ ফিক্সিং হয়নি বলে জানিয়ে দিল আইসিসি’র দুর্নীতি দমন শাখা ৷ 2018 সালে সংবাদ সংস্থা আল জাজিরা একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল ৷ ‘ক্রিকেট ম্যাচ ফিক্সার’ নামে ওই তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল, 2016 সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ফিক্স ছিল ৷ এমনকি 2017 সালে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও ম্যাচ ফিক্স হয়েছিল ৷ যেখানে অনিল মুন্নাওয়ার নামে এক বুকি দাবি করেছে এই দুই ম্যাচের ফিক্সিংয়ে ভারতীয় দলের ক্রিকেটাররা যুক্ত ছিলেন ৷

আরও পড়ুন : বল বিকৃতিকাণ্ডে 3 জনের বেশি ক্রিকেটার যুক্ত থাকলে অবাক হব না : ক্লার্ক

গুরুতর এই অভিযোগের পর রীতিমত হইচই পড়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটে ৷ তড়িঘড়ি সেই ম্যাচ দু’টি নিয়ে তদন্তের নির্দেশ দেয় আইসিসি ৷ এই ঘটনায় পাঁচ জন প্রাক্তন ক্রিকেটারের নামও উঠে আসে ৷ যাঁরা সেই তথ্যচিত্রটিতেও ছিলেন ৷ তবে, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি ৷ এমনকি গ্লোবাল গভর্নিং বডি গঠন করে তদন্ত করা হয় ৷ যে তদন্তে ওই দুই ম্যাচে ফিক্সিংয়ের কোনও প্রমাণ মেলেনি ৷ এমনকি ওই তথ্যচিত্রে যে যে ক্ষেত্রগুলিতে ফিক্সিংয়ের অভিযোগ করা হয়েছিল ৷ সেই সব ক্ষেত্রে তদন্ত করা হয়েছে ৷ তবে, অভিযোগগুলির সাপেক্ষে কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি ৷ এমনকি সেই অভিযোগগুলির সত্যতা সম্পর্কেও সন্দেহ রয়েছে ৷ তাই আইসিসি-র তরফে ওই দুই টেস্ট ম্যাচে কোনও ফিক্সিং হয়নি বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷

দুবাই, 18 মে : 2016 এবং 2017 সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজে কোনও ম্যাচ ফিক্সিং হয়নি বলে জানিয়ে দিল আইসিসি’র দুর্নীতি দমন শাখা ৷ 2018 সালে সংবাদ সংস্থা আল জাজিরা একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল ৷ ‘ক্রিকেট ম্যাচ ফিক্সার’ নামে ওই তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল, 2016 সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ফিক্স ছিল ৷ এমনকি 2017 সালে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও ম্যাচ ফিক্স হয়েছিল ৷ যেখানে অনিল মুন্নাওয়ার নামে এক বুকি দাবি করেছে এই দুই ম্যাচের ফিক্সিংয়ে ভারতীয় দলের ক্রিকেটাররা যুক্ত ছিলেন ৷

আরও পড়ুন : বল বিকৃতিকাণ্ডে 3 জনের বেশি ক্রিকেটার যুক্ত থাকলে অবাক হব না : ক্লার্ক

গুরুতর এই অভিযোগের পর রীতিমত হইচই পড়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটে ৷ তড়িঘড়ি সেই ম্যাচ দু’টি নিয়ে তদন্তের নির্দেশ দেয় আইসিসি ৷ এই ঘটনায় পাঁচ জন প্রাক্তন ক্রিকেটারের নামও উঠে আসে ৷ যাঁরা সেই তথ্যচিত্রটিতেও ছিলেন ৷ তবে, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি ৷ এমনকি গ্লোবাল গভর্নিং বডি গঠন করে তদন্ত করা হয় ৷ যে তদন্তে ওই দুই ম্যাচে ফিক্সিংয়ের কোনও প্রমাণ মেলেনি ৷ এমনকি ওই তথ্যচিত্রে যে যে ক্ষেত্রগুলিতে ফিক্সিংয়ের অভিযোগ করা হয়েছিল ৷ সেই সব ক্ষেত্রে তদন্ত করা হয়েছে ৷ তবে, অভিযোগগুলির সাপেক্ষে কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি ৷ এমনকি সেই অভিযোগগুলির সত্যতা সম্পর্কেও সন্দেহ রয়েছে ৷ তাই আইসিসি-র তরফে ওই দুই টেস্ট ম্যাচে কোনও ফিক্সিং হয়নি বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.