ETV Bharat / sports

Women Asia Cup: থাইল্যান্ডকে 74 রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা - এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা

মেয়েদের এশিয়া কাপের (Women Asia Cup) ফাইনালে চলে গেল ভারত ৷ থাইল্যান্ডকে 74 রানে হারিয়ে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীতরা (India Women Beat Thailand by 74 Runs) ৷ পুরুষ দল এশিয়া কাপের ফাইনালে যেতে ব্যর্থ হলেও মহিলা দল নিরাশ করল না।

Women Asia Cup
এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা
author img

By

Published : Oct 13, 2022, 12:03 PM IST

Updated : Oct 13, 2022, 4:31 PM IST

সিলেট (বাংলাদেশ), 13 অক্টোবর: নিরাশ করলেন না ভারতের মেয়েরা । প্রত্যাশামতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছল ভারত ৷ বৃহস্পতিবার সেমিফাইনালে থাইল্যান্ডকে 74 রানে হারিয়ে এশিয়া কাপ (Women Asia Cup) খেতাব জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল ভারত (India Women Beat Thailand by 74 Runs) ৷ এদিনের ম্যাচের সেরা শেফালি বর্মা ৷ আগামী শনিবার এশিয়া কাপের ফাইনালে ভারত খেলতে নামবে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীর সঙ্গে ৷

এদিন সিলেটে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড ৷ 'উইমেন ইন ব্লু'কে ক্রিজে নেমে খুব একটা সমস্যার মুখে পড়তে হয়নি ৷ প্রথমে ব্যাট করতে নামেন শেফালি বর্মা এবং স্মৃতি মান্ধানা । 14 বলে 13 রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় স্মৃতিকে ৷ ক্রিসে বহাল থাকেন শেফালি ৷ মারকুটে ইনিংস খেলে হাফ সেঞ্চুরির দোড়গোড়া থেকে শেফালি ফিরে যান প্যাভিলিয়নে ৷

28 বলে 42 রান করে ম্যাচের সেরা হন তিনি ৷ তাঁর ব্যাট এদিন ঝলসে ওঠে ৷ থেকে 5টি চার ও 1টি ছক্কায় এই রান সংগ্রহ করেন শেফালি ৷ এরপর রড্রিগেস নেমে 26 বলে করেন 27 রান । চারে নেমে 30 বলে 36 রান করেন হরমনপ্রীত কউর । প্রথম ইনিংস শেষে 6 উইকেটে 149 রানের থাইল্যান্ডকে টার্গেট দেয় ভারত ৷

জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল থাইল্যান্ড। 21 রান তুলতে তারা হারিয়ে ফেলে 4টি উইকেট। লক্ষ্যে পৌঁছতে গিয়ে আস্কিং রেটের সঙ্গে টেক্কা দিতে পারেনি থাইরা । কোনও বাউন্ডারি না-হাঁকিয়ে দলের পক্ষে 41 বলে 21 রান করেন নারুইমল চাইওয়ি । এছাড়া 1টি চারে 29 বলে 21 রান করেন নাটাইয়া বুচাথামও। তাঁরা ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরে রান সংখ্যা তুলতে পারেননি। অন্যদিকে, 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 3 উইকেট তুলে নেন ভারতের দিপ্তী শর্মা। দু'টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ৷ একটি করে উইকেট নেন রেনুকা সিং, স্নেহ রানা এবং শেফালি বর্মা ৷

আরও পড়ুন: টি-20 বিশ্বকাপে নেই দীপক চাহার, ভারতীয় দলে শামি-সিরাজ-শার্দূল!

সিলেট (বাংলাদেশ), 13 অক্টোবর: নিরাশ করলেন না ভারতের মেয়েরা । প্রত্যাশামতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছল ভারত ৷ বৃহস্পতিবার সেমিফাইনালে থাইল্যান্ডকে 74 রানে হারিয়ে এশিয়া কাপ (Women Asia Cup) খেতাব জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল ভারত (India Women Beat Thailand by 74 Runs) ৷ এদিনের ম্যাচের সেরা শেফালি বর্মা ৷ আগামী শনিবার এশিয়া কাপের ফাইনালে ভারত খেলতে নামবে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীর সঙ্গে ৷

এদিন সিলেটে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড ৷ 'উইমেন ইন ব্লু'কে ক্রিজে নেমে খুব একটা সমস্যার মুখে পড়তে হয়নি ৷ প্রথমে ব্যাট করতে নামেন শেফালি বর্মা এবং স্মৃতি মান্ধানা । 14 বলে 13 রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় স্মৃতিকে ৷ ক্রিসে বহাল থাকেন শেফালি ৷ মারকুটে ইনিংস খেলে হাফ সেঞ্চুরির দোড়গোড়া থেকে শেফালি ফিরে যান প্যাভিলিয়নে ৷

28 বলে 42 রান করে ম্যাচের সেরা হন তিনি ৷ তাঁর ব্যাট এদিন ঝলসে ওঠে ৷ থেকে 5টি চার ও 1টি ছক্কায় এই রান সংগ্রহ করেন শেফালি ৷ এরপর রড্রিগেস নেমে 26 বলে করেন 27 রান । চারে নেমে 30 বলে 36 রান করেন হরমনপ্রীত কউর । প্রথম ইনিংস শেষে 6 উইকেটে 149 রানের থাইল্যান্ডকে টার্গেট দেয় ভারত ৷

জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল থাইল্যান্ড। 21 রান তুলতে তারা হারিয়ে ফেলে 4টি উইকেট। লক্ষ্যে পৌঁছতে গিয়ে আস্কিং রেটের সঙ্গে টেক্কা দিতে পারেনি থাইরা । কোনও বাউন্ডারি না-হাঁকিয়ে দলের পক্ষে 41 বলে 21 রান করেন নারুইমল চাইওয়ি । এছাড়া 1টি চারে 29 বলে 21 রান করেন নাটাইয়া বুচাথামও। তাঁরা ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরে রান সংখ্যা তুলতে পারেননি। অন্যদিকে, 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 3 উইকেট তুলে নেন ভারতের দিপ্তী শর্মা। দু'টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ৷ একটি করে উইকেট নেন রেনুকা সিং, স্নেহ রানা এবং শেফালি বর্মা ৷

আরও পড়ুন: টি-20 বিশ্বকাপে নেই দীপক চাহার, ভারতীয় দলে শামি-সিরাজ-শার্দূল!

Last Updated : Oct 13, 2022, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.