মুম্বই, 16 ডিসেম্বর: ভারতের মাটিতে ব্রিটিশদের দুমমুশ করল টিম উইমেন ইন ব্লু ৷ 347 রানে ইংল্যান্ডে হারালেন হরমনপ্রীতরা ৷ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। শনিবার অর্থাৎ 16 ডিসেম্বর ম্যাচের মাত্র তৃতীয় দিন ছিল। তাতেই বাজিমাত করলেন হরমনপ্রীত ব্রিগেড ৷
-
1ST WTest. India Women Won by 347 Run(s) https://t.co/nfOs7lSfjt #INDvENG @IDFCFIRSTBank
— BCCI Women (@BCCIWomen) December 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1ST WTest. India Women Won by 347 Run(s) https://t.co/nfOs7lSfjt #INDvENG @IDFCFIRSTBank
— BCCI Women (@BCCIWomen) December 16, 20231ST WTest. India Women Won by 347 Run(s) https://t.co/nfOs7lSfjt #INDvENG @IDFCFIRSTBank
— BCCI Women (@BCCIWomen) December 16, 2023
দীপ্তি শর্মাদের স্পিনের দাপটে শেষ হয় ইংরেজ ব্যাটিং। আড়াই দিনে টেস্ট ভারতের দখলে। দুই ইনিংস মিলিয়ে দীপ্তি শর্মা নেন 9টি উইকেট। ম্যাচের সেরা তিনিই ৷ 2014 ও 2016 সালের পর ইংল্যান্ডকে হারাল ভারত ৷ 25 বছর আগে শ্রীলঙ্কা জিতেছিল 309 রানে। মেয়েদের ক্রিকেটে সেটাই এত দিন ছিল টেস্টে সব থেকে বড় জয়। পাকিস্তানকে হারিয়ে ছিল শ্রীলঙ্কা। শনিবার ভারত জিতল 347 রানে। সেটাই এখন মেয়েদের ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয়।
দীপ্তি বল হাতে প্রথম ইনিংসে মাত্র 7 রানে 5 উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডকে মাত্র 136 রানে গুটিয়ে দিতে ভারতীয় দলকে সাহায্য করেছিলেন দীপ্তি। তাঁর বোলিং পারফরমেন্স ভারতকে ম্যাচের প্রথম ইনিংসে বিশাল লিড করতে সাহায্য করেছিল, শেষ পর্যন্ত তাদের 479 রানের লক্ষ্য নির্ধারণ করতে দিয়েছিল। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে, দীপ্তি এবং ভারতীয় বোলাররা ইংল্যান্ডকে মাত্র 136 রানে আউট করে দেয়। ইংল্যান্ড পিছনের দিকে ঠেলে দিয়েছিলেন দীপ্তি। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে 292 রানের লিড নিয়ে। এরপরে 6 উইকেট হারিয়ে 186 রান করে ইনিংস ঘোষণা করে ভারত।
-
𝐖𝐇𝐀𝐓.𝐀.𝐖𝐈𝐍! 🙌🙌
— BCCI Women (@BCCIWomen) December 16, 2023 b" class="align-text-top noRightClick twitterSection" data="
Rajeshwari Gayakwad takes the final wicket as #TeamIndia beat England by 347 runs in the only Test in Navi Mumbai.
Fantastic all-round performance 👏👏#INDvENG pic.twitter.com/vNxqYw9CrL
b">𝐖𝐇𝐀𝐓.𝐀.𝐖𝐈𝐍! 🙌🙌
— BCCI Women (@BCCIWomen) December 16, 2023
Rajeshwari Gayakwad takes the final wicket as #TeamIndia beat England by 347 runs in the only Test in Navi Mumbai.
Fantastic all-round performance 👏👏#INDvENG pic.twitter.com/vNxqYw9CrL
b𝐖𝐇𝐀𝐓.𝐀.𝐖𝐈𝐍! 🙌🙌
— BCCI Women (@BCCIWomen) December 16, 2023
Rajeshwari Gayakwad takes the final wicket as #TeamIndia beat England by 347 runs in the only Test in Navi Mumbai.
Fantastic all-round performance 👏👏#INDvENG pic.twitter.com/vNxqYw9CrL
এভাবে জয়ের জন্য ইংল্যান্ডের কাছে 479 রানের টার্গেট দিয়ে ছিল ভারত। তা অর্জন করতে তিন দিন সময় পেলেও ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা হতাশ করেন। মাত্র 131 রানেই শেষ হয় ইংল্যান্ডের দ্বিতী ইনিংস। শেষ পর্যন্ত 347 রানে জেতে ভারত। ঘরের মাঠে প্রথম বার ইংল্যান্ডকে হারাতে হরমনপ্রীতের দলকে 10 উইকেট তুলতে হত। শনিবার সেই কাজ করতে ভারতের মেয়েরা সময় নিলেন দেড় ঘণ্টার একটু বেশি ৷
আরও পড়ুন: