ETV Bharat / sports

WTC : টিম সদস্যদের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, কোয়ারান্টিনে ভারতীয় ক্রিকেট দল - একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না, কঠোর কোয়ারানটিনে ভারতীয় ক্রিকেট দল

ইংল্যান্ড যাওয়ার আগে মুম্বইয়ে ভারতীয় দল 14 দিনের কোয়ারান্টিনে ছিল ৷ এরপর ইংল্যান্ড পৌঁছে ফের কোয়ারান্টিনে থাকতে হচ্ছে বিরাটদের ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেখানে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল কীভাবে দিন কাটাচ্ছেন সেটাই বলছেন ৷

WTC
WTC
author img

By

Published : Jun 4, 2021, 5:13 PM IST

সাউদাম্পটন, 4 জুন : বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে বিলেতে পাড়ি দিয়েছে টিম ইন্ডিয়া ৷ তবে সেখানে কীভাবে আছেন বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ? করোনাকালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল ৷ তাই আছে কোভিড বিধিনিষেধ ৷ কাটাতে হচ্ছে কোয়ারান্টিন পিরিয়ড ৷ ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল জানালেন তাঁরা কীভাবে কোয়ারান্টিন কাটাচ্ছেন ৷

সাউদাম্পটনে অ্যাজেস বোলে ট্রেনিং শুরু করার আগে তিন দিনের কঠোর কোয়ারান্টিনে আছেন ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরা ৷ 18 জুন ইংল্যান্ডের বন্দর শহরে বিশ্বের সেরা টেস্ট দেশ হওয়ার লক্ষ্যে নামবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ বুধবারই ইংল্যান্ড পৌঁছায় ভারত ৷ অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ় খেলছে কিউয়িরা ৷

ইংল্যান্ড যাওয়ার আগে মুম্বইয়ে ভারতীয় দল 14 দিনের কোয়ারান্টিনে ছিল ৷ এরপর ইংল্যান্ড পৌঁছে ফের কোয়ারান্টিনে থাকতে হচ্ছে বিরাটদের ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেখানে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল কীভাবে দিন কাটাচ্ছেন সেটাই বলছেন ৷

অক্ষর বলেন, ‘‘ আমার ভাল ঘুম হয়েছে... এটাই আমার কোয়ারান্টিন কাটানোর পরিকল্পনা ৷ আমাদের বলা হয়েছে আমরা একে অপরের সঙ্গে তিন দিন পর্যন্ত দেখা করতে পারব না ৷ তাই আমরা আপাতত কোয়ারান্টিনে আছি ৷’’

আরও পড়ুন : রেকর্ডের ছড়াছড়ি, লর্ডসের 22 গজ শুধু ডেভনময়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে দেশে ফিরবেন না বিরাট, রোহিতরা ৷ পরিবর্তে আগস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷

সাউদাম্পটন, 4 জুন : বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে বিলেতে পাড়ি দিয়েছে টিম ইন্ডিয়া ৷ তবে সেখানে কীভাবে আছেন বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ? করোনাকালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল ৷ তাই আছে কোভিড বিধিনিষেধ ৷ কাটাতে হচ্ছে কোয়ারান্টিন পিরিয়ড ৷ ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল জানালেন তাঁরা কীভাবে কোয়ারান্টিন কাটাচ্ছেন ৷

সাউদাম্পটনে অ্যাজেস বোলে ট্রেনিং শুরু করার আগে তিন দিনের কঠোর কোয়ারান্টিনে আছেন ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরা ৷ 18 জুন ইংল্যান্ডের বন্দর শহরে বিশ্বের সেরা টেস্ট দেশ হওয়ার লক্ষ্যে নামবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ বুধবারই ইংল্যান্ড পৌঁছায় ভারত ৷ অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ় খেলছে কিউয়িরা ৷

ইংল্যান্ড যাওয়ার আগে মুম্বইয়ে ভারতীয় দল 14 দিনের কোয়ারান্টিনে ছিল ৷ এরপর ইংল্যান্ড পৌঁছে ফের কোয়ারান্টিনে থাকতে হচ্ছে বিরাটদের ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেখানে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল কীভাবে দিন কাটাচ্ছেন সেটাই বলছেন ৷

অক্ষর বলেন, ‘‘ আমার ভাল ঘুম হয়েছে... এটাই আমার কোয়ারান্টিন কাটানোর পরিকল্পনা ৷ আমাদের বলা হয়েছে আমরা একে অপরের সঙ্গে তিন দিন পর্যন্ত দেখা করতে পারব না ৷ তাই আমরা আপাতত কোয়ারান্টিনে আছি ৷’’

আরও পড়ুন : রেকর্ডের ছড়াছড়ি, লর্ডসের 22 গজ শুধু ডেভনময়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে দেশে ফিরবেন না বিরাট, রোহিতরা ৷ পরিবর্তে আগস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.